You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং🦊(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊
এখনকার সময় স্বার্থপর মানুষ প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। এই স্বার্থপরতার কারণে আমরা সকলেই প্রতিনিয়ত কোন না কোন কাজে আমাদের স্বার্থপরতার পরিচয় দিয়ে যাচ্ছি। এভাবেই পৃথিবীর যেকোনো মানুষ যে কোন ক্ষেত্রে তার স্বার্থপরতাকেই বেশি প্রাধান্য দেয়৷ কারণ এখনকার পৃথিবীর নিয়ম কানুন এবং পরিবেশ এরকমই হয়ে গিয়েছে৷ যদি নিজের স্বার্থকে নিজে ধরে রাখতে না পারে তাহলে সে কোনদিনও সফল হতে পারবে না৷ কারণ এখনকার সময় টাকাই সব৷ তাই টাকা অর্জনের জন্য সে যেকোনো ধরনের স্বার্থপরতার পদক্ষেপ নিতে পারে৷ তবে আমরা সকলে যদি একজোট হয়ে এই স্বার্থপরতার পৃথিবীকে অতিক্রম করে সকলে একসাথে ভালোভাবে বসবাস করতে পারি তাহলেই আমাদের জীবন সুখের হবে এবং মধুময় হবে। ফলে এর মত সুন্দর জীবন কেউই কখনোই উপভোগ করা থেকে বিরত থাকতে পারবে না৷
ঠিক বলেছেন ভাইয়া কম বেশি আমরা সকলে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।