You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং 📝 পথের মানুষ।
খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি৷ আসলে ধনী গরীব মিলেই আমাদের এই বিশ্ব৷ যদি ধনীরা না থাকতো তাহলে গরিবদের কোন ধরনের সাহায্য সহযোগিতা হতো না৷ একইভাবে যদি গরীব না থাকতো তাহলে ধনীরাও তাদের বিভিন্ন ধরনের কাজ করাতে পারত না৷ আল্লাহ সবাইকেই সবার উপর নির্ভরশীল করে বানিয়েছে এবং তারই ধারাবাহিকতায় প্রতিনিয়ত পরীক্ষা করে যাচ্ছেন৷ তারা তাদের কাজকর্ম চালনা করছে কিনা এবং তিনি এর ফল অবশ্যই সকলকে দিবেন৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷
অবশ্যই সৃষ্টিকর্তা আমাদেরকে পরীক্ষা করছেন এখন দেখার বিষয় হলো আমরা কে কে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছি।