Discord হ্যাকিং এর শিকার হলাম
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আমি আপনার মাঝে একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে আসলাম আশা করি আজকের যে পোস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমার এখানে আপনারা যদি সবকিছু দেখে এবং বুঝে নিতে পারেন তাহলে আমি মনে করি যে আপনারা ভবিষ্যতে সতর্ক থাকতে পারবেন৷ আজকে আমার এই পোস্টের টাইটেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কি সম্পর্কে পোস্ট শেয়ার করতে যাচ্ছি৷ আসলে দুই একদিন আগেই আমার ডিসকোর্ড একাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল৷ সেখানে কিছু অন্য ধরনের কাজকর্ম হয়েছিল সেগুলো আজকে আমি আমার এই পোষ্টের মধ্যে শেয়ার করার চেষ্টা করব প্রথমে আমি বুঝতেই পারিনি যে আমার ডিসকোর্ড অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে৷ এটি বোঝার জন্য আমার কিছুই করার প্রয়োজন হয়নি৷ অটোমেটিক্যালি আমি বুঝে গিয়েছিলাম যে আমার ডিসকোর্ড একাউন্ট হ্যাক হয়ে গিয়েছে।
যখন আমি আমার দিনের সকল কাজগুলো শেষ করে নিলাম অর্থাৎ আমার পোস্ট, কমেন্ট এবং ডিসকোর্ড এনগেজমেন্টের যে সকল কাজগুলো রয়েছে সবকিছু সেরে নেওয়ার পরে যখন রাতের দিকে আমি ঘুমিয়ে পড়বো৷ তখন রাত দশটার পরেই আমি ফেসবুক চালাচ্ছিলাম এবং ফেসবুকের মধ্যে যে সকল ভিডিও গুলো ছিল এবং অন্যান্য মানুষের পোস্ট ছিল সেগুলো দেখছিলাম৷ তখন হঠাৎ করে আমি দেখতে পাই যে আমার ডিসকোর্ড থেকে একটি মেসেজ এসেছে৷ সে মেসেজটি ছিল কিছুটা এরকম, আমাদের tip.cc এর যে বট রয়েছে সেখান থেকে আমরা এই রিওয়ার্ডগুলো পেয়ে থাকি সেই রিওয়ার্ডগুলো ট্রান্সফার করার জন্য আমরা তাকে ডিএম এ বিভিন্ন ধরনের কমান্ড দেওয়ার পরে সে আমাদেরকে সবকিছু পাঠিয়ে দেয়৷ ঠিক সেরকমই যখন অটোমেটিক্যালি আমার ডিএম এর সব কিছু হ্যাক হয়ে যায় এবং আমার ডিএম থেকে সবাইকে এলোপ্যাথারি মেসেজ পাঠানো হয়েছিল এবং একসাথে সবাইকে মেসেজ করা হয়েছিল, এমনভাবে এই মেসেজগুলো করা হয়েছিল যা আমার পক্ষে কোনভাবেই করা সম্ভব নয়৷ এরকম এডভার্টাইজমেন্ট মূলক মেসেজ আমার ডিএম থেকে কোনভাবে আমি কাউকে কখনো শেয়ার করিনি৷ হঠাৎ যখন আমি এরকম কিছু দেখতে পাই এবং tip.cc থেকে যখন আমাকে মেসেজ দেওয়া হয় যে এই কমান্ডগুলো একেবারে ভিন্ন ধরনের কমান্ড। সে এগুলো কোনভাবে নিতে পারবে না৷ তখন আমি আমি ভাবলাম যে তাকে তো আমি কোন কমান্ড দেই নি সে এ কথা কেন বলল।
তখন সাথে সাথেই আমাকে ডিসকোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে ডিসকোর্ড ডিএমে জানানো হয় যে আমার যে ডিসকোর্ড এর যে কার্যক্রম গুলো রয়েছে সেগুলো কিছু সময়ের জন্য অফ করে দেওয়া হয়েছে৷ একই সাথে আমার ইমেলেও ইমেইল চলে আসে যে আমার ডিসকোর্ড এর মধ্যে কিছু অনৈতিক এবং অস্বাভাবিক কাজ ঘটছে৷ তাই তারা আমার জিমেইলের মাধ্যমে সবকিছু জানিয়ে দিল । তখন আমি এই কথাটি দেখে একেবারে হতাশ হয়ে গেলাম৷ কারণ আমি এখন পর্যন্ত আমি ডিসকোর্ড এ ঢুকিনি৷ ডিসকোর্ড থেকে এরকম মেসেজ আসছে এবং ইমেইল থেকে মেসেজ আসছে কেন৷ তখন আমি ডিসকোর্ড এর ভেতরে দেখলাম যে আমার ডিএম এ যারা ছিল সবাইকে একই মেসেজ একই সময় ড্রপ করা হয়েছে৷ যেগুলো আমি কখনোই করতাম না৷ অথচ সেগুলো অটোমেটিকলি চলে গিয়েছে৷ তখন আমি বুঝতে পারলাম যে আমার ডিসকোর্ড হ্যাক হয়ে গিয়েছে।
এর পরবর্তীতে আমি জিমেইলে প্রবেশ করলাম এবং সেখানে পাসওয়ার্ড চেঞ্জ এর যে বিষয়টি ছিল সেটি সেখানে তারা দিয়েছিল৷ তারাও এটা সন্দেহ করেছিল যে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে৷ তাই তারা সেখানে হ্যাক করার যে বিষয়টি রয়েছে সেটি সন্দেহ করেছিল৷ তাই আমিও সেখানে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিলাম৷ আমি সাথে সাথে গিয়ে আমার যে সকল টু ফ্যাক্টর অথেন্টিকেশন গুলো রয়েছে সেগুলো চালু করে দিলাম৷ আমি ডিসকোর্ড এমনভাবে এখন চালু করেছি যে কোন ভাবে কেউ কিছু করতে পারবে না৷ কারণ এখন আমি যে অথেন্টিকেশনটি সেট করেছি সেটি হলো প্রথমে আমার ইমেইলে মেসেজ আসবে , আমার নাম্বারেও সে ভেরিফিকেশন কোড আসবে৷ একই সাথে আমার যে গুগল অথেন্টিকেশন রয়েছে সেটির মধ্যেও আমি আমি ভেরিফিকেশন মেথড চালু করে রেখেছি৷ যদি কেউ আমার একাউন্ট এক্সেস নিতে চায় তাহলে সে একেবারেই গোলমাল খেয়ে যাবে৷ অথচ একটা সময় এসব কিছু চালু না থাকার কারণে হঠাৎ করেই আমার একাউন্টে হ্যাক হয়ে যায়৷ তখন আমি একেবারেই ভয় পেয়ে গিয়েছিলাম৷ তখন আমি ডিসকোর্ড এ প্রবেশ করতেই পারছিলাম না এবং কোন ধরনের মেসেজ আমি সেন্ড করতে পারছিলাম না৷ তখন আমার কাছে অনেকটা ভয় লেগেছিল।
তখন আমি কাউকে জানাতেও পারছিলাম না যে মেসেজগুলো আমি পাঠাইনি৷ আমার একাউন্ট হ্যাক হয়ে গিয়েছে৷ সেগুলো লেখার ক্ষেত্রেও দেখলাম যে আমার কিছু অ্যাক্টিভিটি ডিসকোর্ড এর অফিশিয়াল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে৷ যাতে করে আমি কাউকে কোন ধরনের মেসেজ করতে পারছিলাম না৷ তখন সেখানে কিছুটা টাইম বেঁধে দেওয়া হয়েছিল৷ যে এর পরবর্তী সময় থেকে আমি সবকিছু করতে পারবো৷ তখন আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করলাম৷ এর পরবর্তী দেখলাম যে সবকিছুই আবার স্বাভাবিক হয়ে গিয়েছে৷ তখন আমি যে সকল মেসেজগুলো ওইখানে পাঠানো হয়েছিল সবকিছু ডিলিট করে দিলাম৷ এখানে সবকিছু ডিলিট করে দেওয়ার পরে দেখলাম যারা ছিল তারা মেসেজগুলো সিন করেনি৷ কারণ তখন অনেকটাই রাত ছিল৷ তাই আর আমারও কোন কিছুই জানানোর ছিল না৷ তাই আজকের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের মাঝে এই বিষয়টি জানিয়ে রাখলাম৷ আসলে এরকম অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু হ্যাকিং এর শিকার হয়ে থাকি৷ তাই আমাদের সবারই সব ক্ষেত্রে সতর্ক থাকা উচিত৷ আজকের এই পোস্ট লেখার সময় আমার আরও একটি হ্যাকিং এর কথা মনে পড়ে গেল৷ সেটি আমি আমার আগামী কোন পোস্টে শেয়ার করার চেষ্টা করব।
পোস্টের বিবরণ
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1868852585630982211?t=I0de8gzAihRNsITMb_iIEQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমার কাছে ও একটি ম্যাসেজ এসেছিল ভাইয়া। আমিও প্রথমে মনে করছিলাম হয়তো আপনার ডিসকোর্ড এর সমস্যা হয়েছে।তাই লিংকের মধ্যে প্রবেশ করিনি। এরকম আমার ও একবার হয়েছিল ভাইয়া। তবে, গুগল অথেন্টিকেশন চালু করলে কিছু টা সেফ।
সেজন্য বিভিন্ন লিংকে প্রবেশ করতে হলে সাবধানতা অবলম্বন করে জেনেশুনে প্রবেশ করতে হবে। এভাবে অনেকেরই হ্যাক হয়েছে যেটা আমাদের গোপনীয়তাকে প্রকাশ করতে পারে। আশা করি বিষয়টি আগের মত ফিরে পাবেন।
ওমা! এ তো যা তা কান্ড! ডিসকর্ডে এরম ম্যাসেজ আসে বলে আমি জানতামই না৷ আপনি শেয়ার করে খুব ভালো করেছেন৷ অ্যালার্ট হয়ে গেলাম। আজকাল হ্যাকাররা সর্বত্রই বিরাজমান ঈশ্বরের মতো। উফফ।
বর্তমান সময়ে হ্যাকিং জিনিসটা যেন সর্বত্রই ছড়িয়ে পড়েছে।যা নিয়ে মানুষ অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তবে আপনার ডিসকর্ডে এরকম সমস্যা হয়েছিল শুনে খারাপই লাগলো। যেহেতু এখন অথেন্টিকেটর চালু করে দিয়েছেন আশা করি এরকম সমস্যায় আর পড়তে হবে না। আপনার পোস্ট থেকে অনেকেই সতর্ক হতে পারবে। সতর্কতামূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।
বর্তমানে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ভুয়া লিংক শেয়ার করছে অনেক মানুষ।যাতে ক্লিক করলেই বেশ সমস্যায় পড়তে হচ্ছে, তাই সমস্ত ক্ষেত্রে সাবধানে কাজ করাটা জরুরী।আপনার সতর্কতামূলক পোস্টটি পড়ে খুব সহজেই অনেকে ধারণা নিতে পারবে,ধন্যবাদ ভাইয়া।