📸 শখের ফটোগ্রাফি 📸
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। এই পোস্টটি হলো ফটোগ্রাফি পোস্ট৷ মূলত প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার। আর এই ফটোগ্রাফি গুলো অনেক আগেই করা। এগুলো মূলত ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করি। যদিও খুব ভালোভাবে ফটোগ্রাফি হয়তো করতে পারিনা, কিন্তু চেষ্টা করি যেমনটা পারি। আজকে আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো৷ যা আপনাদের ভালো লাগবে বলে আমি আশা করি। যাইহোক,আপনাদের সাথে শেয়ার করি চলুন, আমার আজকের ফটোগ্রাফিগুলো।
📸১নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
প্রথমে আপনারা একেবারে অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন৷ এখানে যে ফুলের অবস্থান রয়েছে তা দেখে আপনারা সবাই অনেক মুগ্ধ হয়ে যাবেন৷ এখানে এত সুন্দর ফুল যেভাবে অবস্থান করে তা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না। আমি যখন এটিকে এখানে দেখি তখন একেবারেই মুগ্ধ হয়ে যাওয়ার কারণে এর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি৷ একইসাথে এরকম অসাধারণ ফুল যখন এখানে অবস্থান করছিল তখন এর মধ্যে যে রঙের সংমিশ্রণ ছিল সেটিও বেশ অসাধারণভাবে দেখা যাচ্ছিল। একইসাথে এর আশেপাশেও খুবই সুন্দর কিছু ছোট ছোট ফুল একসাথে অবস্থান করে একটি বড় ধরনের গুচ্ছ গঠন করার কারণে ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়।
📸২নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আপনাদের মাঝে খুবই সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ আসলে এরকম ফুলগুলো আমরা সব সময়ই দেখে থাকি৷ তবে এই ফুলগুলোর যে সৌন্দর্য থাকে তা দেখে প্রতিনিয়তই আমরা মুগ্ধ হয়ে থাকি৷ যেভাবে এই ফুল এখানে অবস্থান করছিল তখন এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করছে৷ একইসাথে এই ফুলটি হলুদ রঙের হওয়ার কারণে এটিকে অনেক সুন্দর দেখা যায়৷ এর আশেপাশে খুব সুন্দরভাবে এর পাপড়ি গুলো অবস্থান করে৷ এই হলুদ রঙের পাপড়ি গুলো যখন এখানে খুব সুন্দর ভাবে অবস্থান করে তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ আমি যখন এটিকে এখানে দেখি তখন একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে এর ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করি।
📸৩নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ গোলাপ ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম৷ এই গোলাপ ফুলের সৌন্দর্য প্রতিনিয়তই আমাদেরকে মুগ্ধ করে। কারণ এই ফুলগুলোর অনেকগুলো রঙ এবং অনেকগুলো গঠন প্রকৃতি হয়ে থাকে৷ এর মধ্যে আজকে আমি আপনাদের মাঝে একেবারে লাল রঙের গঠন প্রকৃতি সম্পন্ন একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করে৷ একই সাথে এই ফুলটি যখন এখানে দেখা যায় তখন এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস দেখা যায়৷ এই সুন্দর জিনিস গুলোর কারণে এই ফুলটিকে অনেক বেশি সুন্দর দেখা যায়। এর যে পাপড়িগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে এখানে অবস্থান করার কারণে এই ফুলটিকে খুবই সুন্দর দেখা যায়।
📸৪নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর একটি পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ যা আপনাদের অনেক পছন্দ হবে৷ একই সাথে এই ফুল যখন এখানে অবস্থান করে তখন এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করে৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন এটিকে দেখে আমি অনেক বেশি পরিমাণে মুগ্ধ হয়ে যাই৷ একইসাথে এই ফুল যখন এখানে দেখা যায় তখন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন কোন উপায় থাকে না৷ একইসাথে এর আশেপাশেও খুব সুন্দর কিছু জিনিস দেখা যাওয়ার কারনে আমি এটিকে দেখে অনেক বেশি পরিমাণে মুগ্ধ হয়ে যাই৷ একই সাথে এই পিটুনিয়া ফুলের পাপড়ি গুলোর মধ্যে এত ভিন্ন কিছু রং এবং গঠন প্রকৃতি দেখা যায় যা সাধারণত সব সময় দেখা যায় না।
📸৫নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
*** এখন আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার পেলাম৷ এত অসাধারণ একটি গোলাপ ফুল যখন আপনার এখানে দেখবেন তখন আপনারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন। একই সাথে এই ফুল যখন এখানে অবস্থান করে তখন এর দিকে তাকিয়ে থাকা ছাড়া কোন উপায় থাকে না৷ আমি যখন এই ফুলটিকে এখানে দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আমি এর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করি। একই সাথে এই ফুলটি যখন এখানে অবস্থান করছিল তখন এর দিকে যেন সারাক্ষণই তাকিয়ে থাকতে ইচ্ছে করে৷ এই ফুল যখন এখানে অবস্থান করে তখন এর আশেপাশে যে পাপড়িগুলো ছিল সেগুলোর গঠন প্রক্রিয়া একেবারে ভিন্ন ধরনের। এর মধ্যবর্তী স্থানেও অনেকগুলো ভিন্ন ভিন্ন জিনিস দেখা যায়।***
📸৬নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমি আপনাদের মাঝে আবারও খুবই সুন্দর পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম৷ এই ফুল ফুল একেবারেই ভিন্ন ধরনের৷ এই ফুলের পাপড়ি গুলো ছিল সেগুলো একেবারে ভিন্নভাবে অবস্থান করে। এই পাপড়িগুলোর মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন রং এবং গঠন প্রকৃতি দেখা যায়। এর শেষ প্রান্তে অসাধারণভাবে খুবই সুন্দর রঙ অবস্থান করে৷ এর পাপড়ি গুলো একেবারে গোলাপি রঙের হওয়ার কারণে এই পাপড়িগুলোর শেষ প্রান্তের দিকে সাদা রং খুবই সুন্দরভাবে দেখা যায়৷ যখন এই সাদা এবং গোলাপি রঙের সংমিশ্রণ এর সৌন্দর্যকে বৃদ্ধি করে তুলে তখন আমরা এর সৌন্দর্য দেখে অনেক বেশি পরিমাণে মুগ্ধ হয়ে থাকি।
📸৭নং ফটোগ্রাফি📸
Location
Device Name- Samsung Galaxy M34 5g
এখন আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি গোলাপ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলটি যখন এখানে অবস্থান করে তখন এটিকে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছিল। একই সাথে এর আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু রঙের সংমিশ্রণ দেখা যায়। এই ফুলটিকে অনেক সুন্দর দেখা যায়৷ এই ফুলের যে পাপড়ি গুলো ছিল সেগুলো ছিল একেবারে সাদা রঙের৷ এর মধ্যে গোলাপি রঙের সংমিশ্রণ একেবারে পাতলা ভাবে অবস্থান করে৷ যার ফলে এটিকে খুবই সুন্দর দেখা যায়৷ যখন এই গোলাপি এবং সাদা রঙের সংমিশ্রণ এখানে দেখা যায় তখন এটিকে দেখে আমি অনেক বেশি পরিমাণে মুগ্ধ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করি৷ একইসাথে এখানে এত সুন্দর ভাবে যখন সবকিছু অবস্থান করছিল তখন এটিকে দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | ফটোগ্রাফি |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1885520780722880582?t=lxfWPj4NL-vWTretaHRLRw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
01.02.2025
শীতকাল মানেই দারুন ফুলের সমারহ।আসলেই ভাইয়া এত সুন্দর ফুল গুলো দেখে মুগ্ধ না হয়ে কোন উপায় থাকে না। তাই আমিও আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনার ফটোগ্রাফির মাঝে প্রতিটি ফুলের সৌন্দর্য দারুন ফুটে উঠেছে।
প্রতিনিয়ত এরকম নতুন নতুন ফটোগ্রাফি দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো। প্রতিটি ফুলের ফটোগ্রাফি আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে ধারণ করেছেন।
চমৎকার সব ফুলের ফটোগ্রাফি করেছে আর বেশিরভাগটাই শীতের ফুল। দেখে এত ভালো লাগছে সকাল সকাল মন জুড়িয়ে যাচ্ছে যেন। এই শীতকাল হলে পিটুনিয়া গুলো এত সুন্দর ভাবে ফুটে ওঠে আর রংবেরঙের হয় যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে।
Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server
Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia
আপনার সখের প্রতিটি ফটোগ্রাফি কিন্তু দারুন ছিল। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এমন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।