"স্বরচিত অনু কবিতা"
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি অনু কবিতা পোস্ট শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক অনু কবিতা শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি অনু কবিতা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম।
প্রতিদিনই চেষ্টা করি আমাদের কমিউনিটির সবাই যেরকম সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে আসছেন সেগুলো দেখার এবং সেগুলোর মধ্যে নিজের মতামত শেয়ার করার৷ একই সাথে আমিও যে সকল পোস্টগুলো শেয়ার করে থাকি সেই পোস্টগুলোর মধ্যেও আমাদের কমিউনিটির অনেকে অনেক সুন্দর কিছু মন্তব্য শেয়ার করে থাকেন যা পড়ে খুবই ভালো লাগে৷ ওনাদের এই মন্তব্য গুলো পড়ে আমি প্রতিনিয়ত অনুপ্রাণিত হয়ে থাকি এবং চেষ্টা করি প্রতিদিন এই সুন্দর সুন্দর কিছু পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার৷ প্রতিনিয়ত এই সুন্দর পোস্টগুলো আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি৷ তাই আজকেও ভাবলাম যে খুবই সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।
তাই ভাবলাম যে আমি এই সপ্তাহে এখনো অনু কবিতা পোস্ট শেয়ার করিনি। তাই আজকে আপনাদের মাঝে অনু কবিতা পোস্ট শেয়ার করা যাক। তাই আমি আমার অনু কবিতা পোস্ট তৈরি করার জন্য বসে পড়লাম। তখনকার যে পরিবেশ ছিল তাও বেশ অসাধারণ ছিল৷ একই সাথে এরকম অসাধারণ পরিবেশের মধ্যে যখন আমি আমার অনু কবিতাগুলো তৈরি করছিলাম তখন সেই মুহূর্ত একেবারে অন্যরকম ছিল৷ একই সাথে এখানে এই অনু কবিতাগুলো তৈরি করার পরে সবগুলো অনু কবিতা ভালোভাবে তাদের জায়গায় বসিয়ে দিয়ে সবকিছু ঠিক করে দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম৷ আশা করি আপনার এই অনু কবিতাগুলো পড়ে অনেকটা আনন্দিত হবেন এবং এই অনু কবিতা গুলো আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে৷ তাহলে চলুন অনু কবিতাগুলো দেখে আসা যাক।
এক গুচ্ছ অনু কবিতা। :
অনু কবিতা-১
ছেড়ে যদি যাবে তুমি,
এসেছিলে কেন এই মনে।
সম্পর্ক যদি শেষই করে দিবে,
তাহলে ভালোবেসেছিলে কেন।
অনু কবিতা-২
আঁকাবাঁকা মেঠো পথ,
দুই ধারে সারি সারি গাছ।
দুচোখ যেদিকে যায় দেখি,
অসংখ্য পাখির যাঁক।
অনু কবিতা-৩
চারিদিকে অন্ধকার ঝাপসা কুয়াশা।
শীতে সবার কাপাকাপি,আছে রোদের আশায়।
সূর্য মামা যেন রাগ করেছে, উঠতে হচ্ছে লেট।
শীতের ভয়ে কাঁথার নিচে,ক্ষুধার্ত আমার পেট।
অনু কবিতা-৪
আমি নিস্তব্ধ আমি হতভম্ব।
আমি উম্মাদ আমি বেখেয়াল।
আমি চঞ্চল আমি উদাসীন।
আমি ভাঙ্গা বাশির সুর,আমি সময় অনেক দূর।
অনু কবিতা-৫
হতাশা আমায় গ্রাস করেছে,
মনে অনেক ব্যথা।
কষ্ট গুলো খুলে বলার,
পাইনি কারো দেখা।
যার কারণে আজও আমি,
হয়ে আছি একা।
কবে না কবে পাবো,
আমার প্রিয়জনের দেখা।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | অনু কবিতা |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
তো বন্ধুরা এই ছিল আমার আজকের অনু কবিতা। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
বাহ ভাইয়া আপনি তো ভালো লাগার মত চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লেখা পড়ে বেশ ভালো লাগলো। আসলে অনু কবিতার মধ্যে নিজের ছোট ছোট মনের ভাব প্রকাশ করা যায়। ধন্যবাদ সুন্দর অনুভূতি দিয়ে এত সুন্দর করে ভিন্ন ভিন্ন অনুভূতি দিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চেষ্টা করেছি সুন্দর অনুভুতি দিয়ে আজকে এই অনু কবিতা গুলো শেয়ার করার৷ সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
https://x.com/bijoy1__2024_SB/status/1886245198638051376?t=AtbESbE5NtieBDFWz9-RmA&s=19
03.02.2025
এত উদাসীন হলে মনের মানুষ কিভাবে খুঁজে পাবেন মনের কথা বলার জন্য হিহিহি। যাইহোক আপনাকে সব সময় দেখি দারুণ অনু কবিতা নিয়ে আমাদের মাঝে হাজির হন। আজও আপনার অনু কবিতাগুলো দারুন হয়েছে। প্রতিটা অনু কবিতা ছন্দে ছন্দে মিলিয়ে পড়তে আমার অনেক ভালো লেগেছে। এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে আশা করছি।
আপনার সব সময় এরকম অসাধারণ মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিভিন্ন রকম টপিক নিয়ে অনু কবিতা লিখলে আমার কাছে সেগুলো পড়তে অনেক ভালো লাগে। আপনার লেখা আজকের অনু কবিতাগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে পড়তে খুব ভালো লেগেছে। আপনি সব সময় খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন, যেগুলো আমার পড়া হয়। আমার কাছে আপনার প্রথম অনু কবিতা টা বেশি ভালো লেগেছে।
এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন দেখে খুব খুশি হলাম।
আপনার লেখা সবগুলো অনু কবিতা পড়ে আমার অনেক ভালো লেগেছে। একই সাথে কবিতার ভাষাগুলো বেশ সাবলীল হয়েছে। আপনার লেখা অনু কবিতা গুলোর মধ্যে তিন নাম্বার অনু কবিতাটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। কারণ তিন নাম্বার অণু কবিতাটির মধ্যে শীতের সময় ব্যক্তি জীবনের অনুভূতি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।
সবসময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনার লেখা অনু কবিতাগুলো পড়তে ভালই লাগে। বরাবরের মতোই খুব সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তিন এবং চার নং কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সুন্দরভাবে লাইন গুলো সাজিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
আপনার কাছে তিন এবং চার নম্বর অনু কবিতা ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
একেবারে দুর্দান্ত হয়েছে আপনার লেখা অনু কবিতা গুলি। আজকের অনু কবিতা গুলি একেবারে ভিন্ন ভিন্ন বিষয়ের আঙ্গিকে লিখেছেন। যেখানে ছেড়ে যাওয়া প্রেমিকার কথা তুলে ধরেছেন সেই সাথে শীতের প্রকৃতি, নিজের মন মানসিকতার পরিচয়ক, আর হতাশাগ্রস্থ জীবন কাহিনী সহ প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার অনু কবিতা গুলি পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার অনু কবিতাগুলো আপনার ভালো লাগে এটাই আমার কাছে সার্থকতা ।
আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব ভালোবাসি। আপনি আজ অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। যে গুলো পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার অনু কবিতা গুলোর লাইন অনেক বেশি সুন্দর ছিল। ছন্দ মিলিয়ে এরকম অনু কবিতা গুলো লিখলে বেশি সুন্দর লাগে। আপনার এই অনু কবিতা গুলো লেখার টপিক ছিল অসম্ভব দারুন। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে এরকম ভাবে শেয়ার করে যাবেন।
এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন দেখে খুব খুশি হলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অন্যরকম ভালোলাগা খুঁজে পেলাম আপনার আজকের এই ছোট ছোট কবিতার মাঝে। যেখানে বিরহের অনুভূতি রয়েছে। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য নিয়ে লেখা কবিতা রয়েছে। আমি মনে করি ছোট ছোট কবিতা আর রেনডম ফটোগ্রাফি গুলো এমন ভিন্ন ভিন্নতা হওয়া প্রয়োজন। খেতে ভালোলাগা খুঁজে পাওয়া যায় অনেক।
আমিও এটাই মনে করি৷ তাই সবসময়ই ভিন্নতা আনার চেষ্টা করি।