জেনারেল রাইটিং || মানবতা ধীরে ধীরে উঠে যাচ্ছে
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে মানবতা ধীরে ধীরে উঠে যাচ্ছে শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আবারও আপনাদের মাঝে খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং নিয়ে চলে আসলাম৷ আপনারা হয়তো আমার এই পোস্টের টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আমি কি সম্পর্কে পোস্ট করতে যাচ্ছি৷ আসলে আমরা অনেকেই আছি যারা এই বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি ৷ এই বিষয়ে এখন অনেকে অনেক ধরনের মন্তব্য শেয়ার করে আসছেন৷ আমিও অনেক জায়গায় এরকম অনেক ঘটনা দেখেছি৷ যা থেকে অনুপ্রাণিত হয়ে আমি আজকের এই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো৷ আসলে মানবতা জিনিসটা এমন একটা জিনিস হয়ে গিয়েছে এখন কারো ভিতরে মানবতা থাকুক বা না থাকুক কোন কিছুই যায় আসে না৷ সবকিছুই এখন যেন এমন একটি জিনিস হয়ে গিয়েছে যা এখন মানুষ প্রয়োজন মনে করে না মানুষের ভিতরে মানবতা থাকুক৷ সবাই এখন মনে করে যে যার কাছে যা আছে তা নিয়ে বেঁচে থাকা উচিত৷ সে শুধুমাত্র নিজের স্বার্থকে রক্ষা করতে পারলেই হয়েছে৷ এরকম একটা চিন্তা তাদের মধ্যে গেঁথে রাখা হয়েছে৷ তারা কোনভাবেই কোন কিছুতেই এখন মানবতা দেখানোর জন্য প্রস্তুত নয়৷
কিছু কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্য সব কিছুই করে যাচ্ছে৷ সে তার স্বার্থ রক্ষার্থে এমন কোন কাজ বাকি নেই যা করেনি। ভবিষ্যতেও এরকম অনেক কাজ সে তার মাথার মধ্যে সেট করে রেখেছে যাতে করে তাকে ভবিষ্যতেও যেন কোন ধরনের কাজ করতে না হয়৷ তার এই মনোভাবের কারণে সে এখন এতটাই নিচু পর্যায়ে চলে গিয়েছে যা একেবারেই বলার বাহিরে৷ কিছু কিছু মানুষ রয়েছে যারা মানবতা জিনিসটা কি, এরকম একটি শব্দও যে রয়েছে সে শব্দের অর্থই বুঝেনা৷ সে শব্দ দ্বারা কি বোঝানো হয় সেগুলো বোঝার চেষ্টা করে না৷ শুধুমাত্র তারা নিজের স্বার্থ রক্ষার জন্যই সব সময় উঠে পড়ে লেগে থাকে৷ তারা এমন একটা সময়ে এমন কিছু কাজ করে যা তাদের কাছ থেকে কখনোই কামনা করা যায় না৷ তাদের মতো কিছু মানুষের কারণেই এখন তাদের সম্পূর্ণ গোষ্ঠীকেই এখন খারাপ হিসেবে মানুষ বিবেচনা করছে৷ তাদের এই কাজের কারণেই তারা এখন প্রতিনিয়ত অপমানিত হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও হতে হবে৷
আমি যখন একদিন গাড়ি দিয়ে আসছিলাম তখন গাড়ির ভিতরে বেশি জায়গা ছিল না এবং অনেক বেশি মানুষ এই গাড়ির ভিতরে ছিল৷ তখন সেখানে একজন মহিলা গাড়িতে উঠেছিলেন এবং তিনি বসার জন্য জায়গা খুজছিলেন৷ তখন তিনি কোন জায়গায় খুঁজে পাচ্ছিলেন না৷ তিনি ভাবলেন যে কোন একজন ব্যক্তিকে তিনি উঠতে বলবেন এবং তিনি বসার জন্য তাকে অনুরোধ করবেন৷ তবে তিনি বলার পূর্ব মুহূর্তেই তার আশেপাশে যে সকল পুরুষ রয়েছে তারাই একজন যুবককে বলছিল যে এখন উনাকে একটু জায়গা দাও৷ সামনে সবাই নেমে গেলে আবার বসতে পারবে৷ তবে সেই ব্যক্তির সেই কথা শুনে সকলে হতবাক হয়ে গেল৷ সে বলে সে যেহেতু এখন এখানে বসে আছে সে বসে থাকবে সে কখনোই এই জায়গা থেকে উঠে অন্য কাউকে বসার জন্য সে জায়গা দিবে না৷ কারণ সে এই জায়গায় বসে আছে৷ এখন এই জায়গা তার নিজের করে নিয়েছে৷ কোনোভাবেই সে অন্য কাউকে এই জায়গায় বসতে দিতে পারবে না৷ যাইহোক না কেন সে কাউকে বসতে দিবে না৷ আসলে তাকে বারবার বলার পরেও সে কোনোভাবেই উঠতে রাজি হয় না এবং সে তর্ক করছিল সবার সাথে৷
তাই সবাই তাকে আর কোন কিছুই বলে না এবং তার যে উপাধি দেওয়ার প্রয়োজন ছিল তাকে তারা সবাই মিলে সে উপাধি দিয়ে দিল৷ সে তারপরেও শুধু মানুষের সাথে বেয়াদবি করছিল এবং একের পর এক সে সবার সাথে বেয়াদবি করতে করতে একটা সময় তার বেয়াদবির সীমা একেবারে লঙ্ঘন করে ফেলল৷ তখন তাকে নিয়ে আর কারো কিছুই বলার নেই৷ কারণ তার মতো এরকম একজন মানুষ যদি এরকম অমানবিক কাজ করে তখন তার থেকে আর বেশি কিছু আশা করা যায় না কারণ সে এমন একটি পর্যায়ে ছিল যেখানে মানবতার শিক্ষা অনেক বেশি পরিমাণে দেওয়া হয়৷ নৈতিকতার শিক্ষা দেওয়া হয়৷ হয়তো সে শিক্ষা গ্রহণ করতে পারেনি। এই কারণে সে এখন শিক্ষিতর মতো অজ্ঞ হয়ে রয়েছে৷ আসলে আমাদের আশেপাশে অনেকে এমন রয়েছে যারা মানবতার কোনো কাজই করেনা এবং একের পর এক তারা বিভিন্ন ধরনের কাজ করে যা তাদের কাছ থেকে কখনো আশা করা যায় না। যাইহোক এরকম মানুষদের কাছ থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোন না কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
তারিখ | ১৫.১১.২০২৪ |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1857240669242409263?t=tTr1wXFzJJb8CO5w8e0GCg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি ভালোবাসা সব সময় আমাকে এভাবে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
দাদা মানুষ এখন এরমই। গত সপ্তাহে আমার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম। ওনার এক বছর আগে হাঁটু অপারেশন হয়েছিল৷ বাসে এতো ভিড় বয়স্ক মানুষ দেখেও কেউ এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয় বসতে দেওয়া তো অনেক দূর৷ কলেজ পড়ুয়ারাই কিন্তু সিটে বসে আছে। উলটে আমায় বলল এরম রুগি নিয়ে বাসে যাওয়ার দরকার কি? অথচ আমার গ্রাম থেকে ডাক্তারখানা যেতে অনেক দূর। প্রতিবার গাড়ি করা কি আর সম্ভব!
মানবিকতা জলে ঢুবে মরে গেছে। এখন শুধু মানুষের আকারে কিছু প্রাণী পৃথিবীর ভিড় বাড়িতে তুলেছে৷
একদম ঠিক বলেছেন। সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে এখন প্রত্যেকটা মানুষ এরকমই হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের পেছনেই ঘুরাঘুরি করে এখন। স্বার্থের জন্য এখন সবকিছুই করতে পারে। মানবতা এখন আর কারো মধ্যেই নেই। সবার মধ্যে এখন শুধুমাত্র মানবতার অভাব। বাস্তবতাকে নিয়ে অনেক সুন্দর করে লিখেছেন আপনি আজকের এই পোস্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে পুরোটা পড়তে।
খুব খুশি হলাম আপনার কাছ থেকে সুন্দর মন্তব্যটি পড়ে।
আসলে এই দিন দিন মানবতা উঠে যাচ্ছে। এখন মানুষ বেশিরভাগ সময় নিজের স্বার্থের দিকেই সবচেয়ে বেশি খেয়াল রাখে। যেই কাজে নিজের স্বার্থ রয়েছে সবাই সেই কাজ করতে চায়। ঘটনাটা পড়ে বেশ খারাপ লাগলো। তবে এগুলো প্রতিনিয়তই দেখি চোখের সামনে। আসলে মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অনেক অভাব রয়েছে। যাইহোক বাস্তব কথাগুলো তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
চেষ্টা করেছি বাস্তবিক কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করার।
বাস্তবিক এবং সত্য কথাগুলোকে আপনি অনেক সুন্দর করে এই পোষ্টের মধ্যে তুলে ধরেছেন, যেটা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে বর্তমান পরিস্থিতিটাই এরকম হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত শুধুমাত্র স্বার্থের পেছনে ছুটে বেড়াচ্ছে। মানবতা এখন সবার কাছ থেকে চলে গিয়েছে। আপনার প্রত্যেকটা লেখা আমার কাছে ভালো লেগেছে।
একদম ঠিক বলেছেন। সবাই শুধুমাত্র এখন নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে।
মানুষ এখন প্রচণ্ড জাজমেন্টাল। সাধারণত ঐরকম অবস্থায় যেকোনো একজনের উচিত ছিল নিজে উঠে গিয়ে ঐ মহিলা কে বসতে দেওয়া। কিন্তু কেউই সেটা করেনি। এটা বেশ খারাপ। তবে এই কথাটা ঠিক বতর্মান সময়ে সবাই নিজের স্বার্থ নিয়েই ভেবে থাকে বেশি।
একদমই ঠিক বলেছেন আসলে এখন মানুষের চিন্তাধারা এরকম হয়ে গিয়েছে।