জেনারেল রাইটিং || বন্ধু নির্বাচনে আরো অনেক সতর্ক হতে হবে
আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে আসলাম। আজকে আপনাদের মাঝে আমি একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করবো। আজকে আপনাদের সাথে বন্ধু নির্বাচনে আরো অনেক সতর্ক হতে হবে শেয়ার করবো। পূর্ববর্তী সময়ে আমি আপনাদের মাঝে অনেক জেনারেল রাইটিং শেয়ার করেছিলাম যা আপনাদের অনেক ভালো লেগেছিল৷ তাই আজকে আরো একটি জেনারেল রাইটিং আপনাদের মাঝে শেয়ার করলাম।
আজকে আমি আবার আপনাদের মাঝে খুবই সুন্দর একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করব। এখানে আপনারা হয়তো আমার এই পোস্টের টাইটেল দেখেই বুঝে গিয়েছেন যে আমি আজকে কি সম্পর্কে পোস্ট শেয়ার করব৷ আসলে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের অনেক বন্ধু-বান্ধব রয়েছে৷ আবার এমনও অনেক মানুষ রয়েছেন যাদের বন্ধু বান্ধবের সংখ্যা খুবই অল্প৷ তবে তাদের বন্ধুরা এতটাই ভালো যা বলে বোঝানো যাবে না৷ একইসাথে যাদের অনেক বন্ধু-বান্ধব রয়েছে তাদের হয়তো বেশিরভাগই স্বার্থপর অথবা কোনো না কোনো কারণে তাদের কাছ থেকে চলে গিয়েছে৷ এই কারণে আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে৷ কারণ বন্ধুরাই আমাদের সবচেয়ে বেশি পাশে থাকে এবং তাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখে থাকি৷ তাদেরকেও আমরা অনেক কিছুই শিখিয়ে থাকি৷ একই সাথে তাদের কারণেই আমাদের জীবন ধ্বংসের মুখে চলে যায় এবং তাদের কারণে আবার আমাদের জীবন অনেকটা ভালো পর্যায়ে চলে যায়৷
আমাদের এমন কিছু বন্ধুবান্ধব রয়েছে যাদেরকে আমরা আমাদের সকল কথাগুলো বলে থাকি৷ যেকোনো ধরনের গোপন কথাই তারা জেনে থাকে৷ এর ফলে তারা অনেকটা সুযোগ পেয়ে যায়৷ একই সাথে এই সুযোগের অনেকেই সৎ ব্যবহার করে৷ আবার অনেকেই এই সুযোগকে কাজে না লাগিয়ে উল্টো বন্ধুকে কিভাবে বাঁচানো যায় সে বিষয়ে চিন্তা করতে থাকে৷ এরকম বন্ধু পাওয়া খুবই কষ্টের একটি ব্যাপার৷ এখন এমন বন্ধু-বান্ধব আমরা পেয়ে থাকি যাদেরকে বিশ্বাস করা তো দূরের কথা তারা আমাদের বন্ধু বলে পরিচয় পাওয়ার যোগ্যতাও রাখে না৷ একই সাথে তারা আমাদের কে যেভাবে প্রতিনিয়ত ক্ষতি করার চেষ্টা করতে থাকে এবং যেভাবে আমাদের প্রতি অকৃতজ্ঞতার পরিচয় দেয় এবং তাদের স্বার্থপরতার বিষয়টিকে তারা ফুটিয়ে তুলে তা আমরা প্রতিনিয়ত দেখতে পাই এবং এটি আমাদেরকে সবসময় অনেক কষ্ট দেয়৷
তবে আমাদের যে বন্ধু রয়েছে যারা আমাদেরকে সবসময়ই আগলে রাখার চেষ্টা করে এবং আমাদের যেকোনো ধরনের গোপন কথা অথবা আমাদের কোন ধরনের ক্ষতি করার সুযোগ থাকলেও ক্ষতি করে না। তারাই আমাদের প্রকৃত বন্ধু এবং সেই প্রকৃত বন্ধু পাওয়াটা খুবই কষ্টের একটি ব্যাপার৷ যেকোনো সময়ই সেই প্রকৃত বন্ধুও আমাদের কাছ থেকে চলে যেতে পারে এবং তারা আমাদেরকে ধোকা দিয়ে দিতে পারে৷ এদিকে আমাদের অনেক সতর্ক থাকতে হবে৷ এই সতর্কতা অবলম্বন করার মধ্য দিয়ে যদি আমরা আমাদের বন্ধু-বান্ধবকে চিহ্নিত করতে পারি এবং তাদেরকে যদি আমাদের জীবনে রেখে দিতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবে৷ একসাথে আমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের কাছেও আমাদেরকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যাতে করে আমরা কখনোই তাদের সাথে স্বার্থপরতার পরিচয় না দিতে পারে৷ একই সাথে আমরা যেন তাদের কোন ধরনের ক্ষতি না করি তাহলেই তাদের বিশ্বাস আমরা অর্জন করতে পারব৷ আমরাও তাদের বিশ্বাস অর্জন করতে পারব।
যদি আমরা প্রথম থেকে আমাদের বন্ধুদেরকে নির্বাচন করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে পারি তাহলে আমরা পরবর্তীতে এরকম কোন ধোঁকার শিকার হওয়া থেকে অনেকটাই বেঁচে যেতে পারবো৷ একইসাথে তাদের স্বার্থপরতার পরিচয় যদি আমরা প্রথম থেকেই পেয়ে যাই তাহলে পরবর্তীতে আমরা কখনোই তাদের স্বার্থপরতার পরিচয় এর ফলে কোন ধরনের কষ্ট পাবো না৷ এর কারণে আমাদেরকে তারা কোন ধরনের ক্ষতি করতে পারবে না৷ কারণ আমরা প্রথম থেকেই যদি আমাদের বন্ধুদেরকে ভালোভাবে চিনতে পারি এবং তাদের যদি কোন ধরনের খারাপ কিছু করার চেষ্টা থাকে এবং কোন কিছু যদি তারা আমাদেরকে হুমকি দিতে চায় তাহলে সেটিও আমরা প্রথম থেকে বুঝে নিতে পারব৷ তাই আমাদের উচিত সবসময় আমাদের বন্ধু-বান্ধবদের বিশ্বাস বজায় রাখা এবং তাদেরকে কখনো কোন ধরনের ধোঁকা না দেওয়া৷ একই সাথে তাদের মনের ভিতর কোন ধরনের ক্ষোভ তৈরি হয় এরকম কোন কিছু যাতে না করা৷ একই সাথে প্রথম থেকেই আমাদের বন্ধুবান্ধব নির্বাচন করার ক্ষেত্রে অনেকটাই ভালোভাবেই নজর করতে হবে৷
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফার | @bijoy1 |
ডিভাইস | Samsung Galaxy M34 5g |
তারিখ | ১৩.১২.২০২৪ |
লোকেশন | ফেনী,বাংলাদেশ |
আজকে এই পর্যন্তই। আশাকরি আপনাদের সবার কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। নিজের যত্ন নিবেন। আপনাদের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। ইনশা আল্লাহ দেখা হবে নতুন একটি পোস্টে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
আমি কে?
🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹
https://x.com/bijoy1__2024_SB/status/1867408179128389946?t=9hjeVQKbkU0T40koHHtO9g&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার প্রতি সবসময় অনেক ভালোবাসা রইলো আমাকে সাপোর্ট করে পাশে থাকার জন্য।
আসলে বর্তমান সময়ে নিজের খুব কাছের বন্ধু বান্ধব গুলো ও আমাদের সাথে প্রতারণা করে। আমাদের কে এখন থেকে বন্ধু তৈরি করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে বর্তমান সময়ে কাউকে বিশ্বাস করা যায় না, অল্প কিছু সময়ের মধ্যে মানুষ তার ধরণ পরিবর্তন করে দেয়। আপনি দারুন একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। পড়ে বেশ ভালো লাগলো।
খুব খুশি হলাম আপনার কাছ থেকে অসাধারণ একটি মন্তব্য পড়ে।অসংখ্য ধন্যবাদ।
অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। এখনকার বর্তমান সময়ে বিশেষ করে কাছের বন্ধু বান্ধবরাই বেশি প্রতারণা করে। বেশিরভাগ মানুষই বন্ধু-বান্ধবের কাছে প্রতারণায় শিকার হয়। তাই বন্ধুবান্ধব নির্বাচনের আগে অবশ্যই অনেক ভাবনা চিন্তা করে নির্বাচন করতে হবে। অনেক দারুন হয়েছে আপনার লেখা পোস্টটি। সতর্ক মূলক পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
সবসময় এভাবে সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আসলে আমাদের কাছের বন্ধু গুলোই বেশিরভাগ সময় আমাদের সাথে স্বার্থপরতা করে থাকে। আর আমরা তো এখন বেশিরভাগ সময় বন্ধু চেনার ক্ষেত্রে অনেক বেশি ভুল করে থাকি। আর এই জন্য আমাদেরকে সতর্ক থাকা দরকার। একেবারে বাস্তবিক একটা বিষয় নিয়ে লিখেছেন। যেটা সতর্কতামূলক ছিল। আর আমার কাছে এটি পড়তে অনেক ভালো লেগেছে।
বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে এত অসাধারণ একটি মন্তব্য পড়ে৷ অসংখ্য ধন্যবাদ।
আপনার এই কথার সাথে আমি নিজেও পুরোপুরি ভাবে একমত। এই বিষয়ের উপর অনেক সতর্ক থাকলেই আমরা বন্ধু নির্বাচনে ভালো কিছু অবশ্যই হবে। অনেক মানুষকে আমরা হঠাৎ করেই অনেক বেশি বিশ্বাস করে ফেলি। আর দেখা যায় কাছের মানুষগুলো বেশি ঠকায় আমাদের।
খুবই সুন্দর হয়েছে আপনার মন্তব্যটি৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে।
যে কথাগুলো সত্যিকারের গোপন, তাকে আমার মনে হয় অন্য কাউকেই বলা উচিত নয় খুব প্রয়োজন ছাড়া। সে যত বড়ই বন্ধু হোক আফটার অল আরেকজন ও তো একটি মানুষ, তাই তার মন কখন কোন মুহূর্তে পরিবর্তন হবে আমরা জানিনা। বলতো বন্ধু নির্বাচনের আগে একটা কথা মাথায় রাখতে হবে আপনি ছাড়া আপনার সবথেকে ভালো বন্ধু আর কেউ নেই।
জীবনের নানান অভিজ্ঞতা থেকে আপনাকে কথাগুলো বললাম। তবে এটাও সত্য যে সবার সাথে সমান বন্ধুত্ব হয় না।
খুবই সুন্দর একটি মন্তব্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ মন্তব্য শেয়ার করে মনের ভাব শেয়ার করার জন্য।
আপনি বন্ধু নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে বন্ধু নির্বাচন করা এবং ভালো বন্ধু চেনা খুব কষ্টকর। তবে মানুষের জীবনে হাজার বন্ধু আছে। তবে ভালো মানের বন্ধু পাওয়া সত্যি বা চিহ্নিত করা অনেক কষ্টকর। কিছু কিছু বন্ধু আছে স্বার্থের কারণে বন্ধুত্ব নষ্ট করে। বর্তমানে বন্ধু নির্বাচন করা আমি মনে করি এত সহজ নয় ভালো মানের বিশ্বস্ত বন্ধু। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।
অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য।