নাটক রিভিউ || তখন যখন

in আমার বাংলা ব্লগ8 hours ago

আমার বাংলা ব্লগ



আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি।



আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে তখন যখন। এই নাটকের মধ্যে যে নায়ক ও নায়িকা রয়েছে তাদের নাটক আমার সবসময় ভালো লাগে। তাদের জুটি অনেক সুন্দর হয়ে থাকে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি ও বাংলা ডাবিং করা মুভি অনেক দেখা হতো, অনেক খেলাধুলাও করা হতো তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না৷ তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।



maxresdefault.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে


নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ


নাটকতখন যখন
পরিচালকমিজানুর রহমান আরিয়ান
অভিনয়ফারহান আহমেদ জোবান, নাজনীন নিহা, সাদিয়া আয়মান সহ আরো অনেকে
দেশবাংলাদেশ
ভাষাবাংলা ভাষা
প্লাটফর্মইউটিউব
দৈর্ঘ্য০১ ঘন্টা ০৩ মিনিট ৪৭ সেকেন্ড
মুক্তির তারিখ১১ এপ্রিল ২০২৪


নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ


Screenshot_20240721_115834_YouTube.jpg

Screenshot_20240721_115848_YouTube.jpg

Screenshot_20240721_115913_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

প্রথমে খুবই সুন্দরভাবে নাটকটি শুরু হয়ে যাবে৷ নাটকটি শুরু হওয়ার পরে সেখানে নায়িকা ও নায়ককে দেখানো হয়৷ তাদের দুজনের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল৷ তারা দুজন দুজনকে অনেক পছন্দ করত৷ এর পরবর্তী সময়ে নায়ক নায়িকাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করত৷ সে নায়িকার সাথে কিছু সময় অতিবাহিত করত৷ যাতে করে নায়িকা তাকে আরো ভালোভাবে চিনতে পারে৷ নায়িকাকেও যেন সে ভালোভাবে চিনতে পারে৷ তাই তারা দুজনেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করত৷ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অতিবাহিত করত৷ তেমনি একদিন তারা একদিন রেস্টুরেন্টে গিয়ে অবস্থান করছিল৷ সেখানে সবাই মিলে অনেক মজা করছিল৷ এর পরবর্তী সময়ে নায়িকার বিয়ের দিন ঠিক হয়ে যায়৷ তার একজন বেস্ট ফ্রেন্ড ছিল যাকে সে অনেক মিস করে৷ কারণ সে এই দেশ থেকে চলে গিয়েছে৷ তার বিয়েতে যেন সে আসে নায়িকা এজন্যই তার আসার তারিখ অনুযায়ী তারা বিয়ের ডেট দিয়েছিল৷ এর পরবর্তী সময়ে তার যে বেস্ট ফ্রেন্ড ছিল সে বিদেশ থাকাকালীন তার সাথে অনেক ধরনের কথাবার্তা বলতো৷ অনেক সময় তার সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলতো৷ নায়িকাকে একদিন সে ফোন করে বলে যে সে তার বিয়েতে আসতে পারবে না। তখন নায়িকা অনেক কান্নাকাটি করতে থাকে৷ এর পর দিন নায়িকা হঠাৎ দেখতে পায় যে তার বেস্ট ফ্রেন্ড চলে এসেছে৷ কারণ তার বেস্ট ফ্রেন্ড তার সাথে মজা করেছিল৷ তারা দুজনে অনেক খুশি হয়ে যায়৷ তখন তারা একে অপরকে দেখতে পায় এবং তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে।



Screenshot_20240721_115923_YouTube.jpg

Screenshot_20240721_115939_YouTube.jpg

Screenshot_20240721_120002_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এরপর একদিন নায়িকা নায়কের সাথে দেখা করিয়ে দেয় এবং সেখানে দেখা করানোর সাথে সাথে তারা একে অপরকে চিনে ফেলে৷ তারা একসময় একে অন্যকে ভালবাসত৷ এখন তাদের মধ্যে আর কোন ধরনের সম্পর্ক নেই৷ তারা একে অপরকে এখন না চেনার ভান করছে৷ তখন নায়িকা তাদের দুজনের পরিচয় করিয়ে দেয়৷ তারা আগে যে সময় গুলো অতিবাহিত করেছিল সেগুলো এখানে দেখানো হয়৷ একটা সময় যখন সে বেস্ট ফ্রেন্ড ছিল সে নায়ককে অনেক ভালবাসত৷ তাদের এই সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা একে অপরকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। তবে বিভিন্ন কারণে তাদের বিয়ে সম্পন্ন হয়নি৷ বিভিন্ন কারণবশত তাদেরকে সেই সম্পর্কে থেকে বের হয়ে আসতে হয়৷ তারা দুজন দুদিকে চলে যায়৷ এর পরবর্তী সময়ে নায়িকা নায়কের সাথে তার বেস্ট ফ্রেন্ডের কথাবার্তা বলার জন্য সময় দেয়৷ সে গিয়েছিল খাবার অর্ডার দেওয়ার জন্য৷ তখন সে দেখতে পায় যে নায়িকা এবং তার বেস্ট ফ্রেন্ড একেবারে চুপচাপ বসে রয়েছে৷ তারা কোন ধরনের কথা বলছে না৷ তখন নায়িকার মনে একটু সন্দেহ জাগ্রত হয়।


Screenshot_20240721_120106_YouTube.jpg

Screenshot_20240721_120118_YouTube.jpg

Screenshot_20240721_120122_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে

এর পরবর্তী সময়ে নায়ক যখন তার সেই প্রথম ভালবাসাকে সেখানে দেখে তখন সে তাকে কল দিতে থাকে এবং বিভিন্নভাবে তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে ৷ তখন সে বলে যে এখন যেহেতু তার নায়িকার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে তাই যেন সে এখনো তার সাথে কোন ধরনের যোগাযোগ করার চেষ্টা না করে৷ তার সাথে যেন কোন ধরনের কথাবার্তা বলার চেষ্টা না করে৷ এর ফলে নায়িকা যদি কোন ধরনের কষ্ট পায় তাহলে তাই সে কোনভাবেই মেনে নিতে পারবে নাভভ এভাবেই তাদের এই সম্পর্ক আর কোন ভাবে কারো কাছে প্রকাশ পায় না৷ শুধুমাত্র তারা দুজনে এই সম্পর্কে জানত৷ একদিন যখন সে অনেক কান্নাকাটি করছিল তখন নায়িকা সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে৷ প্রথমে সে তাকে কিছুই বলতে চায় না৷ তখন নায়িকা সবকিছুই তাকে বলে।শেষ পর্যন্ত যখন নায়িকার সেই বান্ধবী তাকে সবকিছুই বলে নায়িকা কোন কিছু বলতে পারে না৷ সে বলে যে যেহেতু এখন তার নায়কের জীবনে চলে এসেছে দ্বিতীয় মানুষ হিসেবে তাই এখন সে দ্বিতীয় মানুষ হিসেবেই নায়কের জীবনের থেকে চলে যাবে৷ যেহেতু তার বেস্টফ্রেন্ড তার জীবনের প্রথম ভালোবাসা এবং সে তাকে অনেক ভালোবাসে৷ এখন যেন তারা দুজনেই বিয়ে করে নেয়৷ নায়িকা তাদের সেই সম্পর্ক আবার জোড়া লাগিয়ে দেয়৷ নায়িকা যখন সেখানে তাকে রেখে চলে যাচ্ছিল তখন সে অনেক কষ্ট পাচ্ছিল এবং সে অনেক কান্নাকাটি করছিল। এভাবে নাটকটি শেষ হয়ে যায়।



নাটকের লিংক👇👇



ব্যক্তিগত মতামত


খুবই সুন্দর একটি নাটক ছিল এটি৷ এই নাটকের মধ্যে একেবারে সুন্দর এবং বাস্তবিক কিছু বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে৷ আসলে নাটকের মধ্যে প্রথমে যখন নায়ক তার প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলেছিল তখন সে তারা জীবনকে একেবারে নতুনভাবে শুরু করেছিল৷ শেষ পর্যন্ত যখন নায়কের সাথে তার বিয়ে ঠিক হয়ে যায় এবং তাদের সম্পর্ক খুবই সুন্দরভাবেই চলছিল, আবারও বিভিন্ন কারণ বসত তার প্রথম ভালবাসার সাথে তার দেখা হয়ে যায়৷ এর পরবর্তী সময়ে তাদের এই দুজনের সম্পর্ক কেউই জানতো না৷ শুধুমাত্র তারা দুজনেই এই সম্পর্কে জানত৷ তাই তারা এই কথা কাউকেই বলেনি৷ তবে পরবর্তী সময়ে নায়িকার কিছুটা বুঝতে পারে যে তারা দুজনে আগে থেকেই তাদের দুজনকে চিনে৷ তাদের মধ্যে কিছু না কিছু ছিল৷ এর পরবর্তীতে যখন নায়িকার সে বেস্ট ফ্রেন্ড একদিন অনেক কান্নাকাটি করছিল তখন সে তাকে সব কিছুই বলে৷ নায়িকা সব কথাই জেনে যায়৷ এর পরবর্তী সময় যখন বিয়ের দিন চলে আসলো তখন নায়িকা তার বান্ধবীকে নায়কের কাছে দিয়ে দিল৷ সে সেখান থেকে চলে গেল৷ সে অনেকটা কষ্ট পেতে থাকে। আসলে আমাদের বাস্তব জীবনেও আমরা এমন অনেক ঘটনাই দেখতে পাই৷ যে মানুষটিকে মানুষ ভালোবাসে তাকে যখন পাওয়া যায় না তখন তার থেকে কষ্টের বিষয় আর কিছু হতে পারে না৷ বাস্তব জীবনেও মানুষ তার প্রথম ভালবাসাকে ফিরে পেতে চায়৷ তার পরবর্তী সময়ের যে ভালোবাসা গুলো রয়েছে সেগুলোকে পিছনে ফেলে আসতে হয়৷ এর ফলে তারা অনেক কষ্টই পায়।


আমার রেটিং


এই নাটকটিকে আমি ৯.৫/১০ দিলাম।



2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিনাটক রিভিউ
স্ক্রিনশট ক্রেডিট@bijoy1
ডিভাইসSamsung Galaxy M34 5g
লোকেশনফেনী,বাংলাদেশ

তো বন্ধুরা এই ছিল আমার আজকের নাটক রিভিউ। আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে। আর আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারব,সেজন্য আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন।যাইহোক বেশি কথা না বাড়িয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমি কে?

20240424_153132.jpg

🤍🖤আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ আল সাইমুন। আমার ডাক নাম বিজয়। আমি একজন ছাত্র। আমি ফেনী জেলায় বসবাস করি। আমি এই প্ল্যাটফর্মের নিয়মিত ব্যবহারকারী। আমি এই প্ল্যাটফর্মে আমার কাজগুলো সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। আমি আশা করি ভবিষ্যতে এই স্টিমিট প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। আমি ঘুরতে পছন্দ করি। তার পাশাপাশি বাইক চালানো, ফটোগ্রাফি করা, বই পড়া, নতুন নতুন কাজ করা ইত্যাদি আমার অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডির নাম @bijoy1 এবং আমার একই নামের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট রয়েছে। সর্বশেষ একটাই কথা,বাঙালী হিসেবে আমি গর্বিত। তাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবসময় আন্তরিকতার সাথে কাজ করতে ইচ্ছুক।❤️🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 hours ago 
  • 11.02.2025


1000125681.jpg

 6 hours ago 

দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। তখন যখন নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।

 2 hours ago 

আপনি আজকে খুব সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করলেন। প্রথম ভালবাসা ভোলাটা আসলেই কষ্টকর। আপনি খুব সুন্দর ভাবে পুরো নাটকের গল্প উপস্থাপন করেছেন। দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.25
JST 0.035
BTC 98041.60
ETH 2705.47
SBD 3.50