প্রদীপের ম্যান্ডালা আর্ট
হ্যালো আমার বাংলা ব্লগ বাসী। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন পোস্ট নিয়ে। যেহেতু আজকে কালী পুজো। তাই এই উপলক্ষেই তৈরী আজকের এই ম্যান্ডেলা আর্ট পোস্টটি।অবশ্য আরো একটি কারণ রয়েছে এর পিছনে। প্রতিবার বাসায় থাকলেও এবারের কালী পুজোটা বাড়ির বাইরেই কাটাতে হচ্ছে।তাই এজন্যও বলতে পারেন আজকের এই আর্টটি তৈরী করা।এখন এই ধাপগুলিই নিচে ধীরে ধীরে বর্ননা করছি।
১.A-4 সাইজ সাদা কাগজ।
২.6-B পেন্সিল।
৩.পেন্সিল কম্পাস।
৪.কালো মার্কার পেন।
৫.একটি কালো জেল পেন।
প্রথমেই পেইজের মাঝখানে লম্বা রেখা টেনে একটি ফুলের পাপড়ি এঁকেছি।
আঁকানো পাপড়িটির দুই পাশে তিনটি তিনটি করে ছোট বড়ো আরো কয়েকটি পাপড়ি এঁকে নিয়েছি।
পাপড়ি গুলোতে রঙ করার সুবিধার জন্য আরো কয়েকটি করে বর্ডার লাইন এঁকেছি।
এরপর ফুলের পাপড়িগুলোর উপরের দিকে একটি প্রদীপের আকৃতি তৈরী করেছি।
তারপর প্রদীপটির মুখের দিকে কিছুটা ডিজাইন করেছি।
ডিজাইন শেষে প্রদীপের শিখা এঁকেছি।
এবার প্রদীপটির মাঝখানে কেন্দ্র করে পেন্সিল কম্পাস এর সাহায্যে এর চারদিকে প্রথমে একটি ছোট বৃত্ত ও পরে এর বাইরে আরো একটি বড়ো বৃত্ত তৈরী করেছি।
তারপর গাঢ় করবার জন্য কালো মার্কার পেন দিয়ে পুরো আর্টটি আরো একবার দাগিয়েছি।
দাগানো শেষে ধীরে ধীরে ফুলের পাপড়িগুলো প্রথমে মার্কার পেন দিয়ে কালো করে নিয়েছি।
এরপর প্রদীপটির মুখে রঙ করতে শুরু করেছি। এবং এর শিখাও রঙ করেছি।
তারপর জেল পেনের সাহায্যে স্কেল দিয়ে রেখা টেনে টেনে ডিজাইন করেছি।
প্রদীপটির ডিজাইন শেষে আগে থেকে আঁকিয়ে রাখা বৃত্তের মাঝে কিছু পাতার মতো নকশা এঁকেছি।
এরপর এই ছোট ছোট পাতার মধ্যে আরও কিছু ডিজাইন করেছি।
তারপর পাতার বাইরের দিকে অংশে ছোট ছোট বৃত্ত এঁকে তার চারপাশে কালো রঙ করে দিয়েছি।
বৃত্তের কাজ শেষ হলে এবার প্রদীপটির দুপাশের ফাঁকা জায়গায় আরও কিছু নকশা তৈরী করেছি।
সবশেষে নিজের নাম স্বাক্ষর দিয়ে আর্টটি সম্পূর্ণ করেছি।
আজ এ পর্যন্তই। প্রার্থনা করি সকলের কালী পুজো যেনো বেশ ভালোভাবে কাটে।সকলকে কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি এখানেই শেষ করছি।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়বার জন্য।
অনেক সুন্দর একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রদীপের ম্যান্ডেলা আর্টটি দেখতে বাস্তবের প্রদীপের মতো মনে হচ্ছে। প্রদীপের ম্যান্ডেলা আর্টের প্রতিটি ধাপ আমার কাছে খুবই ভালো লেগেছে।
প্রদীপটা খুবই সুন্দর হয়েছে এটি আবার ফুল দিয়ে এবং ডিজাইন করে সাজিয়েছেন, প্রদীপের মধ্যে মেন্ডেলার ডিজাইনটি খুবই সুন্দর এবং ইউনিক ছিল।
প্রদীপের অনেক সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। এটা দেখেই বুঝা যাচ্ছে এটা করতে অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে আর্ট টা সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কালী পুজো উপলক্ষে আপনি খুব সুন্দর প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন। যেকোনো উৎসবে পরিবারের সাথে থাকলে বেশি ভালো লাগে তবে যেহেতু থাকতে পারেন নি তা খুবই কষ্টকর। যাই হোক আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে।এই ধরনের আর্ট করতে আমিও খুব পছন্দ করি। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রদীপের ম্যান্ডালা আর্ট অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর চিত্র অংকন দেখে খুবি ভালো লাগছে আমার। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই পুজোর দিনেও আপনি বাড়িতে নেই জেনে খারাপ লাগছে আপু। যাইহোক আপু আপনার শেয়ার করা প্রদীপের ম্যান্ডালা আর্ট অনেক সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে। আপু আপনি দারুন ভাবে প্রদীপের ম্যান্ডালা আর্ট করে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
কালীপূজা উপলক্ষে অনেক সুন্দর একটি প্রদীপের ম্যান্ডেলা আর্ট করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। আর কালি দিয়ে ভরাট করাতে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
কালি পূজো উপলক্ষে খুব সুন্দর প্রদীপের আর্ট করেছেন। আর্ট টি সত্যিই খুব ভালো লাগলো। প্রদীপের ডিজাইনটা অসাধারণ লেগেছে। দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় নিয়ে করেছেন। ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।
প্রদীপের ম্যান্ডেলা আর্ট চমৎকার হয়েছে আপু। নিচে ফুল এবং গোল করে চারিপাশে ফুল দেওয়ার কারণে দেখতে অসাধারণ লাগছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
প্রতিবার পুজোর সময় বাসায় থাকেন কিন্তু এবার আর বাসায় থাকতে পারছেন না এটা জেনে খুবই খারাপ লাগলো। যাই হোক দারুন একটি প্রদীপের ম্যান্ডেলা অঙ্কন আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখি আমি মুগ্ধ। আপনি যে অঙ্কন করায় অনেক বেশি পারদর্শী সেটা আপনার অংকন গুলো দেখলেই বোঝা যায়। এত সুন্দর একটি প্রদীপের ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।