কাগজের গোলাপ ফুল

in আমার বাংলা ব্লগlast year (edited)
হ্যালো আমার বাংলা ব্লগবাসি। আশা করি সবাই ভাল আছন।আমিও ভাল আছি। আজ শেয়ার করব একটি ডাই পোস্ট

দীর্ঘ দেড় মাস পর গতকাল আমার পরীক্ষা শেষ হয়েছে।পরীক্ষা শেষ মানেই পড়াশোনা থেকে কিছুদিনের জন্য ছুটি।আর তাই অবসর সময় ও পেয়ে গেলাম। অবসর সময়কে কাজে লাগাতে কাগজ নিয়ে বসেছিলাম কিছু বানানোর উদ্দেশ্যে।কাগজ দিয়ে টুকিটাকি কিছু বানাতে আমার বেশ ভালোই লাগে। আর তাইতো হুট করে বানিয়েও ফেললাম একটি কাগজের গোলাপ ফুল। ভাবলাম আপনাদের সাথে তা শেয়ার করি।

তাই বেশ কিছুদিন পর আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ডাই পোস্ট নিয়ে।
আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি গোলাপ ফুল তৈরি করেছি। রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি অনেক সহজ পদ্ধতি। খুব কম খরচে,কম সময় ব্যয় করে ঘরে বসেই এই ফুল তৈরী করা যায়।

ঘর সাজানোর জন্য কাগজের ফুল ব্যবহার করা যেতে পারে অনায়াসেই।কেননা এটি তৈরী করতে খুব অল্প উপকরণ এর প্রয়োজন হয়।অর্থাৎ ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায় এই কাগজের ফুল। তবে চলুন রঙিন কাগজ দিয়ে কিভাবে গোলাপ ফুলটি আমি তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি।

প্রয়োজনীয় উপকরণ
‌রঙিন ক্রেপ পেপার
পেন্সিল
কাঁচি
কাঠি
সুতা

প্রথম ধাপ

প্রথমে ক্রেপ পেপারটি লম্বালম্বি বরাবর কেটে নেই।

দ্বিতীয় ধাপ

লম্বা কাগজটিতেকয়েকটি ভাঁজ দিতে হবে।

তৃতীয় ধাপ

ভাঁজ দেওয়া কাগজটি পাপড়ির শেপে এঁকে নেই।

চতুর্থ ধাপ

কাচির সাহায্য কেটে নিতে হবে।

পঞ্চম ধাপ

এরপর কাগজটি খুলে নিচের দিকে হাফ ইঞ্চির মত ভাঁজ দিয়ে নিতে হবে।

ষষ্ঠ ধাপ

ভাঁজ দেওয়া অংশে কাঠি ঢুকিয়ে কুচির মতো ভাঁজ দিতে হবে।পুরো কাগজে কুচি দেয়া হয়ে গেলে কাঠি বের করে নিতে হবে।

সপ্তম ধাপ

কুচি দেয়া কাগজটি পেচিয়ে ফুলের আকৃতি দিতে হবে।এরপর একটি সুতা দিয়ে বেঁধে দিতে হবে।

অষ্টম ধাপ

ফুলটি উল্টিয়ে পাপড়ি গুলো একটু ছড়িয়ে দিলেই আমাদের কাগজের ফুল তৈরি হয়ে যাবে।

আশা করছি এই পোস্টটি আপনাদের কারো উপকারে আসবে।সম্পূর্ন পোস্ট পড়ার জন্য ধন্যাবাদ।কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

পরীক্ষা শেষ হয়ে গেলে মনে হয় যেন একটা ঈদ চলে এসেছে। পরীক্ষা শেষ হয়েছে বলে বেশ ফ্রি হয়েছেন। আর এই সুযোগে খুবই চমৎকার একটি ফুল তৈরি করে ফেলেছেন। কাগজ দিয়ে গোলাপি রঙের খুবই চমৎকার একটি গোলাপ ফুল তৈরি করেছেন। ফুল তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

আশা করি তোর পরীক্ষা অনেক ভাল হয়েছে। যাক ফ্রি সময় কাটানোর জন্য বেশ ভাল কাজ বেছে নিয়েছিস। অনেক সুন্দর হয়েছে কাগজের গোলাপটা। ঘর সাজানোর জন্য দারুন হবে। ধন্যবাদ খুব সহজে বানানোর প্রক্রিয়াটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

তোকেও ধন্যবাদ আমাকে উৎসাহ দেয়ার জন্য।❤️

Posted using SteemPro Mobile

 last year 

কাগজের গোলাপ ফুল দেখে খুব ভালো লাগলো। ‌ কাগজ দিয়ে আপনার ফুল তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। সত্যি ফুল টি দেখতে বেশ সুন্দর লাগছে। কাগজের গোলাপটা বেশ দারুন। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনাকেও ধন্যবাদ।আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলাম।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজের অনেক সুন্দর ফুল তৈরি করেছেন।
এরকম অরিগামি গুলো আমার খুব ভালো লাগে। আপনর টাও খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

দেড় মাস পর পরীক্ষা শেষ হয়েছে আর পরীক্ষা শেষে লেখাপড়ার কোন চাপ থাকে না তাইতো আপনি আবারো আমাদের মাঝে একটি সুন্দর ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছেন। রঙিন কাগজ দিয়ে দারুন একটি ফুল তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার নিখুঁত কাজের দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ আপনাকেও উৎসাহিত করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

এটা জেনে খুবই ভালো লাগলো যে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে পরীক্ষা শেষ হয়ে গেলে নিজের কাছে এক অন্যরকম ভালোলাগা কাজ করে। একদম টেনশন ফ্রি থাকা যায়, যাইহোক পরীক্ষা শেষ করেই আমাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছেন, গোলাপ ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আর রঙিন কাগজ দিয়ে এরকম ভাবে গোলাপ ফুল তৈরি করে বাসায় ফুলদানির মধ্যে রেখে দিলে দেখতেও সুন্দর দেখায়। ধন্যবাদ আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ। জি ঘর সাজানোর জন্য ব্যবহার করা যাবে।

Posted using SteemPro Mobile

 last year 

রঙিন কাগজ দিয়ে বানানো যে কোন কাজেই ভালো লাগে।রঙিন কাগজ নির্বাচন ভালো ছিল। তাই ফুলটি অনেকটা অরিজিনালের মত হয়েছে দেখতে। আপনার বানানো গোলাপ ফুলটি ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফিও ভালো। সব মিলে দারুণ হয়েছে কাজটি। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

কাগজ দিয়ে আপনি যে ফুল তৈরি করেছেন তা দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা সত্যিকারের ফুল। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এমন সুন্দর জিনিস তৈরি করতে অনেক বেশি পরিমাণে কষ্ট করতে হয়।

 last year 

যাক পরীক্ষা শেষ হলো সুন্দর সুন্দর ডাই দেখতে পাবো।যাই হোক আপনার করা গোলাপ টা বেশ সুন্দর হয়েছে। দূর থেকে মনে হচ্ছে সত্যি সত্যি।টিস্যু দিয়ে বেশ সুন্দর করে ধাপে ধাপে গোলাপ তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 last year 

পরীক্ষা শেষ হলে ভালো লাগে। পড়ালেখার চাপ থাকে না অনেকদিন। আপনার জন্য ভালো হয়েছে এখনো খুব মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন। যাইহোক ক্রেপ কাগজ দিয়ে খুব সুন্দরভাবে ফুল তৈরি করেছেন। এই কাগজগুলো আমিও সেদিন বাজারে খুঁজেছি পাইনি। ক্রেপ কাগজ দিয়ে কিছু বানালে খুব সুন্দর লাগে দেখতে। আপনার ফুলটিও ভালো লাগছে দেখতে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95527.71
ETH 2721.31
SBD 0.67