প্রিয় দাদা পৃথিবীতে একজন ভালো মানুষই হলো শ্রেষ্ঠ মানুষ। আমি মনে করি আপনার পিতা ছিলেন পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষ। আপনার পিতার মহানুভবতা সত্যি দাদা আমাকে মুগ্ধ করেছে। রাস্তা থেকে একটি ছেলেকে কুড়িয়ে নিয়ে এসে নিজের ভাইয়ের মর্যাদা দিয়ে তাকে সযত্নে বড় করাটাই হলো মহৎ মানুষের কাজ। দাদা আপনার পিতার হৃদয়টা ছিল আকাশের মতোই বিশাল। আর এমন মহৎ এবং আকাশের মতো বিশাল হৃদয় সম্পন্ন মানুষের সন্তানকে আমাদের প্রিয় দাদা হিসেবে পেয়ে আমরা সত্যিই ধন্য হয়ে গেছি।
follow me please @ALBK