You are viewing a single comment's thread from:

RE: স্বাধীনতা দিবস উপলক্ষে "আমার বাংলা ব্লগ" এর তরফ থেকে স্পেশ্যাল giveaway (A special giveaway for celebrating independence day on 15 August)

in আমার বাংলা ব্লগ2 years ago

জি দাদা, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলাকে ষড়যন্ত্র করে পরাজিত করা হয়। আর এ যুদ্ধে নবাবের পরাজয়ের মধ্য দিয়েই বাংলা তার স্বাধীনতাকে হারিয়ে ফেলে। পুরো ভারত বর্ষ ব্রিটিশদের অধীনে চলে যায়। শেষ পর্যন্ত ২০০ বছরের শাসন ও শোষণের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালের আজকের এই দিনে অর্থাৎ ১৫ই আগস্ট ভারত পুনরায় স্বাধীনতা অর্জন করে। তবে ধর্মের ভিত্তিতে ভারত হয়ে যায় পুরো দুই টুকরো। আমাদের বাংলাদেশ চলে যায় ১২০০ মাইল দূরে অবস্থিত পশ্চিম পাকিস্তানের আওতাধীন। তবে মানুষ প্রাণ দিয়ে, সংগ্রাম করে যে আশায় স্বাধীনতা অর্জন করেছে হয়তো সে আশা আজও অপূর্ণই রয়ে গেছে। হয়তো একদিন আবারো সাধারণ মানুষের জয়ধ্বনি হবে। যাইহোক স্বাধীনতা দিবসে পুরো ভারতবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং স্বাধীনতা অর্জনে যারা শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.24
JST 0.037
BTC 96612.01
ETH 3387.37
USDT 1.00
SBD 3.05