RE: কলকাতার সায়েন্স সিটিতে আমার দেখা রোবোটিক প্রাগৈতিহাসিক প্রাণীদের রোবোটিক মডেল
ইভোল্যুশন পার্কে গেলাম প্রথমে । মানবজাতির বিবর্তনের একটি চমৎকার প্যানোরোমা শো দেখলাম দু'জনে । মিনিট চল্লিশেক ছিলো শো টা । এরপরে গেলাম আন্ডারগ্রাউন্ডে । সেখানে ছিল বিস্ময় । "জুরাসিক এজ" বা "প্রাগৈতিহাসিক যুগের" রোমাঞ্চকর কৃত্রিম পরিবেশ সৃষ্টি করা হয়েছে সেখানে । প্রাগৈতিহাসিক যুগের ভৌগোলিক পরিবেশ, গাছ-পালা আছে সেখানে । আছে জুরাসিক এজের ভয়াল আর অদ্ভূতদর্শন মৎস্য, প্রাণী ও পক্ষী কুল । সবই কৃত্রিম
দাদা আপনার পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে আপনি এবং বৌদি ইভোল্যুশন পার্কে খুবই উপভোগ করেছেন।Dimetrodon Dinosaur,Diplodocus,Pterodactyl,লোমশ গন্ডার,বল্গা হরিণ এইগুলো প্রাণের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে। বর্তমানে ধরনের ভয়ানক প্রাণীদের আকৃতি প্রদান করে খুবই জনপ্রিয় সিনেমা তৈরি হচ্ছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল