নিরাপদ আশ্রয় || তাং:-০৯/১০/২০২২ইং।

in আমার বাংলা ব্লগ2 years ago


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

IMG_20220914_192616_422.jpg


বন্ধুগণ, পৃথিবীর বুকে মানুষ সহ সকল প্রাণীর যে কোন স্থানে চলাচলের ক্ষেত্রে নিরাপদ আশ্রয়ের প্রয়োজন হয়। চলাচলের ক্ষেত্রে মানুষ যেমন নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের উপর নির্ভরশীল। ঠিক তেমনি অন্যান্য পশুপাখিও নিরাপদ আশ্রয় গ্রহণের জন্য মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করে। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের সময় যেকোনো ধরনের বিপদের সম্মুখীন হলে মানুষ যেমন নিরাপদ আশ্রয়ের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তেমনি পশুপাখি ও অন্যান্য জীবজন্তু চলাচলের ক্ষেত্রে যে কোন ধরনের বিপদের সম্মুখীন হলে নিরাপদ আশ্রয় গ্রহণের চেষ্টা করে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের সকলের উচিত মানুষসহ সকল পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করা।



গত কয়েকদিন আগে সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেদিন আমার ঘরে আমি একাই ছিলাম। আমার ঘরের প্রধান দরজা খোলা ছিল। মুষলধারে বৃষ্টি আর সাথে ছিল হালকা বাতাস। বৃষ্টির কারণে শীতল বাতাস ঘরে আসছিল। কারেন্ট ছিল না তাই মোবাইল ফোনের ডাটা অন করে স্টিমিট এর কাজ করছিলাম। আমার ঘরে সৌর বিদ্যুতের একটি লাইট জ্বলছিল। এমন সময় হঠাৎ করে যেন কালো রংয়ের কিছু একটা জিনিস উড়ে এসে আমার ঘরে ঢুকলো।

IMG_20220914_192739_487.jpg

তারপর আমি তাকাতেই দেখতে পেলাম আমার ঘরের প্লাস্টিক টুলের উপরে একটি শালিক পাখি বসে আছে। বুঝতে পারলাম এমন বৃষ্টির রাতে শালিক পাখিটি নিরুপায় হয়ে আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে।

IMG_20220914_192704_768.jpg

আমি আমার জায়গায় বসে থেকে শালিক পাখির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। দেখলাম শালিক পাখিটিও আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর একটু দূর থেকেই শালিক পাখিটির একটি ফটোগ্রাফি করলাম। তারপর আস্তে আস্তে আমি শালিক পাখিটির একেবারেই কাছে চলে গেলাম। কাছে গিয়ে আরও স্পষ্টভাবে বুঝতে পারলাম সত্যিই পাখিটি আজ অনেক অসহায়। হয়তো বৃষ্টির কারণে তার সঙ্গীদের হারিয়ে ফেলেছে এবং নিরুপায় হয়ে আমার ঘরের ভেতর প্রবেশ করেছে। তারপর আমি খুবই কাছ থেকে শালিক পাখির বেশ কয়েকটি ফটোগ্রাফি করলাম। এত কাছ থেকে এর আগে আমার জীবনে আমি কখনো কোন পাখির ফটোগ্রাফি করিনি। কিন্তু একটা পাখি কতটা অসহায় হলে মানুষের কাছে এভাবে আত্মসমর্পণ করে সেটা সেই রাত্রে এই শালিক পাখিটি দেখে বুঝতে পারলাম।

IMG_20220914_192612_866.jpg

IMG_20220914_192627_873.jpg

IMG_20220914_192621_072.jpg

অল্প সময়ের মধ্যে দেখতে পারলাম শালিক পাখিটির পালকগুলো আস্তে আস্তে ফুলে উঠছে এবং একটি পা উঁচু করে রেখেছে। শালিক পাখিটির এমন অবস্থা দেখে আমি বুঝতে পারলাম, শালিক পাখিটি হয়তো বৃষ্টিতে ভিজে খুবই শীত অনুভব করছে এবং তার একটি পায়ে কোন কারণে হয়তো আঘাত লেগেছে। তারপর আমি আস্তে আস্তে শালিক পাখিটি থেকে আমার জায়গায় চলে এলাম। যাতে শালিক পাখিটি নির্ভয়ে আমার ঘরে থাকতে পারে।

IMG_20220914_193724_397.jpg

প্রায় একঘন্টা পরে আমি লক্ষ্য করলাম যে, শালিক পাখিটি তার মাথা পালকের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন আমার সন্দেহ হল নিশ্চয়ই পাখিটি রোগাক্রান্ত। তারপর আমি পাখিটির এমন অবস্থায় একটি ফটোগ্রাফি করার মুহূর্তে সে তার মাথা বের করে আমার দিকে তাকালো এবং উড়ে যাওয়ার মত ভঙ্গি করল। তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে পাখিটি সুস্থ আছে। বৃষ্টিতে ভিজে এরকম জড়ো হয়ে ছিল।

IMG_20220914_192627_873.jpg

IMG_20220914_193738_906.jpg

তারপর আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। এমন সময় আবারো আমার দৃষ্টি পাখিটির উপর পড়লো। ঘরে লাইট জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস আমার নেই। কিন্তু সেদিন এই শালিক পাখির কথা চিন্তা করে সারারাত সৌর বিদ্যুতের লাইট জ্বালিয়ে রেখেছিলাম। তারপর ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শালিক পাখিটি প্লাস্টিক টুলের উপর নেই। বুঝতে পারলাম, পাখিটি সকাল হওয়ার সাথে সাথে আমার ঘর থেকে বেরিয়ে গেছে। যেহেতু সেদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল। যাহোক আমার আনন্দ একটাই যে এরকম বৃষ্টি বাদলের রাত্রে একটি নিরীহ পাখির নিরাপদ আশ্রয় দিতে সক্ষম হয়েছিলাম।



সবাইকে অসংখ্য ধন্যবাদ



Sort:  
 2 years ago 

আপনি ঠিকই বলেছেন মানুষ কিংবা পশুপাখি বিপদে পড়লে তখন নিরাপদ আশ্রয়স্থল খোঁজে। ঠিক তেমনি জড়বৃষ্টি এবং জড়ো হওয়ার কারণে পাখিটি নিরুপায় হয়ে আপনার ঘরে প্রবেশ করেছিল। কিন্তু আপনি অনেক ভালো মানের মানুষ এবং জীবজন্তুকে ভালবাসি বিদায় তার অস্বস্তি বোধ হোক এরকম কিছু করেননি। আমাদের মাঝে এত সুন্দর করে এত কাছ থেকে শালিক পাখির ফটোগ্রাফি শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া পশুপাখি মানুষ যখন বিপদে পড়ে তখন তাদেরকে হেল্প সাহায্য করা দরকার। কারণ তারা বিপদে আশ্রয় খোঁজে। পাখিটিকে দেখতে খুব মায়া হচ্ছে। আমিও এত কাছ থেকে কখনো পাখি দেখিনি। ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে। পাখিটি আপনার কাছে এসে খুবই নিরাপদে ছিল।

 2 years ago 

ভাইজান আপনার এ লেখা একটা গল্পের বই হওয়া উচিত ৷ আসলে বাচঁতে কে না চায় প্রতিটি জীব বাচাঁর জন্য নিরাপদ আশ্রয় খুজে ৷
যা হোক আপনার বাড়িতে ঘটে যাওয়া এতো সুন্দর একটি গল্প পড়ে অনেক ভালো লাগলো ৷
আর আপনি যে সৎ মানবিক মনের মানুষ তার বাস্তব প্রমান ৷ যেখানে আপনি লাইট বন্ধ না করলে ঘমাতে পারেন না ৷ সেখানে আপনি সারারাত লাইট জ্বালিয়ে রেখেছেন ৷
শেষটা আরও ভালো লাগলো যে পাখিটি তার আপন ঠিকানায় চলে গেছে ৷ জানি না গেছে কি না তবে ছবিতে দেখতে পেলাম পাখিটি আসলেই অসুস্থ ৷

 2 years ago 

মামা আপনি তো আজকে অনেক চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। মানুষ যেমন বিপদের সম্মুখে হলে নিরাপদ আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে তেমনি পশু পাখিরাও বিপদের সম্মুখীন হলে আশ্রয় গ্রহণ করা চেষ্টা করে এটা সবাই বিশ্বাস করে। ঠিক বলেছেন মামা আপনি শালিক পাখিটি যেমনভাবে বসে আছে দেখে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে অনেক শীত অনুভব করছে শালিক পাখিটি। ধন্যবাদ মামা বৃষ্টির রাতে পাখিটিকে নিরাপত্তা আশ্রয় দেওয়ার জন্য।

 2 years ago 

মানবতার এক দারুন দৃষ্টান্ত স্থাপন করলেন ভাই। আপনার কাছে ভরসা পেয়েছিলো দেখেই পাখিটি নির্ভয়ে ছিলো আপনার কাছে৷ না হলে ছবি তোলার সময়ই উড়ে যেতো।এমন একবার আমিও পেয়েছিলাম। অনেক দিন যত্নে রেখে তারপর ভালো করে পাখিটিকে ছেড়ে দিয়েছিলাম।

 2 years ago 

বাহ খুব অসাধারণ একটি পোস্ট করেছেন আপনি। সত্যিই সকল মানুষ এবং পশু পাখি সবাইরে নিরাপদ আশ্রয় লাগে। যেমন বৃষ্টিতে পাখিটি আপনার ঘরে আশ্রয় নিয়েছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সাজিয়ে শেয়ার করার জন্য। এবং অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।
মানুষ পশু পাখি বা অন্য জীবজন্তু নিজের নিরাপত্তার জন্য নিরাপত্তা যুক্ত কিছু আশ্রয় কেন্দ্র খুঁজে বেড়ায়। আর ঠিক তেমনি শালিকা পাখিটি আপনার রুমের প্লাস্টিক টুল এর উপর বসে ছিল। হয়তো তার বিভিন্ন ধরনের অসুবিধার কারণে সেখানেই ছিল যখন সে সুস্থ হয়ে গেছে তখন সেখান থেকে তার নিজস্ব বাসস্থান চলে গেছে।
শালিকার সাথে আপনার রাতের গল্পটি অনেক ভালো লাগবে।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

ভাইয়া কখন কার সাথে কি ঘটে কেউ বলতে পারে না। একটি পাখির সাথে কত সুন্দর একটি মূহর্ত কাটিয়ে দিলেন। আপনি ঠিকই বলেছেন আমি সব গুলো ফটোগ্রাফি ভাল করে দেখেছি একটি পায়ে মনে হয় ব্যথা পেয়েছে। এখন আমার চিন্তা হলো সব দরজা জ্বানালা বন্ধ থাকলে পাখিটা সকালে বাহিরে গেল কিভাবে। না কি জানালা খোলা ছিল জানাবেন ভাইয়া। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66