জনমানুষ শূন্য আমাদের পুরনো ঘর।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ শুক্রবার। ১৪ ই জানুয়ারি, ২০২৫ ইং।
আসসালামু আলাইকুম।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।
সুপ্রিয় বন্ধুগণ, আপনারা উপরের ছবিতে যে বাড়িটি দেখতে পারছেন, এটা হলো আমাদের পুরনো বাড়ি। এক সময় এই ঘরেই আমার দাদা ও দাদী থাকতেন। তারপর দাদা ও দাদী পরলোকগমন করার পরে আমার বাবা ও মা সহ আমরা দুই ভাই এবং আমাদের ফুপুরা থাকতো। আমাদের এই ঘরে বড় বড় মোট তিনটা কক্ষ রয়েছে এবং ঘরের সামনে বড় একটি বারান্দা রয়েছে। তাই একসাথে অনেকগুলো মানুষ অনায়াসেই থাকা সম্ভব এই ঘরে। আর আমাদের যেহেতু যৌথ পরিবার তাই ছোটবেলা থেকেই দেখে আসছি এই ঘরে অনেক জনের থাকতে। বিশেষ করে যখন আমার ফুফুরা তার শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে আসতেন তখন আমাদের এই ঘর জনমানুষে পরিপূর্ণ হয়ে যেত। আর যখন স্বাভাবিক থাকতো ঠিক তখনও আমাদের এই ঘরে সর্বনিম্ন ছয় জন মানুষের অবস্থান থাকতো।
যাহোক, আমার জন্মের পর থেকে আমাদের এই পুরনো বাড়ি কখনই আমি শূন্য হতে দেখিনি। আমাদের নতুন ঘর তৈরির পরে আমরা দুই ভাই নতুন ঘরে চলে যাই। কিন্তু আমার বাবা ও মা পুরনো ঘর থেকে কোথাও যেতে চাইনি। তাই তারা দু'জন পুরনো ঘরেই থাকতেন। মাঝেমধ্যে আমার ছেলে রাজ বাবু তার দাদা-দাদির সাথে পুরনো ঘরে থাকতো। তাছাড়া বাড়ির অন্যান্য সদস্যরা মাঝেমধ্যে খাবার খাওয়ার জন্য পুরনো ঘরে যেত। কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমাদের এই পুরনো ঘর শূন্য অবস্থায় পড়ে রয়েছে। গতকাল সন্ধ্যার পরে ঘরের দিকে তাকিয়েই মনের মধ্যে কেমন যেন হু হু করে উঠলো। মুহূর্তেই চোখের পানি নোনা জল চলে এলো। আসলে এই পুরনো ঘরটিতে আমার জীবনে সমস্ত স্মৃতি জুড়ে রয়েছে। আর আমার সমস্ত স্মৃতির মাঝখানে রয়েছে আমার বাবা ও মা। কিন্তু দুঃখের বিষয় আমার আব্বার পায়ের ইনফেকশন বৃদ্ধি হয়ে যাওয়ার কারণে ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার আব্বার সঙ্গে গিয়েছে আমার ছোট ভাই সুমন এবং আমার মা।
আমার আব্বার বাম পায়ের বুড়ো আঙ্গুলে ইনফেকশনের মাত্রাটা এতটাই বৃদ্ধি হয়েছে যে, হয়তো খুব শীঘ্রই সেই আঙ্গুলটি কেটে ফেলে দিতে হবে। তাই আমার আব্বার এরকম গুরুতর অসুস্থতার কারণে আজ আমরা সত্যিই অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্থ। আর এই দুশ্চিন্তাগ্রস্থ মন নিয়ে যখন আমাদের পুরনো ঘরের দিকে তাকাচ্ছি তখন সত্যিই অনেক বেশি খারাপ লাগছে। পুরো ঘরটা একেবারে শূন্য হয়ে পড়ে রয়েছে। কোন জনমানুষ নেই ঘরে মধ্যে। পুরনো ঘরের মধ্যে ঢুকে আব্বা ও মায়ের পোশাক দেখে----,,,সত্যি খুবই মায়া লাগলো। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আমার আব্বাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আমার আব্বা কবে যে সুস্থ হয়ে বাড়িতে আসবে এবং আমাদের পুরনো ঘরে আবারো আমার বাবা-মাকে দেখতে পারবো সেই অপেক্ষায় রয়েছি। আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, যাতে আমার আব্বা সুস্থ হয়ে বাড়িতে আসতে পারেন। আমার আব্বার জন্য আমি সকলের নিকট থেকে দোয়াপ্রার্থী।
আমার পরিচয়।

আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।




আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।
X-promotion link
আজকের কাজ সম্পন্ন।
পুরানো ঘরের যে কি মায়া তা শুধু যারা মন থেকে অনুভব করেছেন আপনার মতো তারাই বুঝতে পারবে।আঙ্কেলের সুস্থতা কামনা করছি তিনি যেন তারাতারি সুস্থ হয়ে আবারও আপনার সেই পুরানো ঘরে ফিরে এসে পরিপূর্ণ করে তুলতে পারে।ধন্যবাদ ভাইয়া পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।