রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ4 days ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ মঙ্গলবার। ২৮ ই জানুয়ারি , ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

IMG_20250128_130828_677.jpg



সুপ্রিয় বন্ধুগণ, রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন প্রকারের পশু-পাখির অরিগ্যামি তৈরি করতে এবং রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন প্রকারের ফুল তৈরি করতে আমার খুবই ভালো লাগে। একই সাথে কিছু কিছু ওয়ালমেট তৈরি করতে পারি রঙ্গিন কাগজ দিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমি রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। আমি আশা করি আমার তৈরি আজকের ওয়ালমেটটি দেখে আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে। যাহোক রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রক্রিয়াগুলো আমি নিম্নের ধাপে ধাপে উপস্থাপন করেছি। যাতে আপনাদের পড়তে সুবিধা হয়।


রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলোর নাম নিম্নে উপস্থাপন করা হলো:-


  • বিভিন্ন রঙের রঙ্গিন কাগজ ১৬ টি।
  • এক কৌটা গাম আঠা।
  • একটি ধারালো কাঁচি।
  • কয়েকটি রঙের কিছু পুঁথি।


⬇️ ধাপ-০১।⬇️


IMG_20250128_112153_888.jpg


প্রথমে প্রয়োজনীয় রঙিন কাগজগুলো সংগ্রহ করে নিয়েছিলাম এবং একই সাথে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলোও সংগ্রহ করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০২।⬇️


IMG_20250128_120115_231.jpg


এরপর বিভিন্ন রঙের মোট ১২ টি রঙিন কাগজ জড়ো করে পাইপের মতো করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৩।⬇️


IMG_20250128_120941_727.jpg

IMG_20250128_121348_508.jpg


রঙ্গিন কাগজ দিয়ে তৈরি পাইপগুলো দু'টো একত্রে করে আঠা লাগিয়ে নিয়েছিলাম। তারপর পাইপগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম এবং আঠা লাগিয়ে দিয়েছিলাম। আর এভাবেই ওয়ালমেট তৈরির ফ্রেম তৈরি করে নিয়েছিলাম। এরপর ফ্রেমের নিচে আরো একটি রঙ্গিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৪।⬇️


IMG_20250128_122601_752.jpg

IMG_20250128_123149_752.jpg


এরপর ওয়ালমেট এর ফুল তৈরি করে নেওয়ার জন্য কতকগুলো রঙ্গিন কাগজ সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছিলাম। তারপর একটি ধারালো কাঁচি দিয়ে কাগজগুলো কেটে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৫।⬇️


IMG_20250128_123336_006.jpg

IMG_20250128_123506_898.jpg


প্রত্যেকটি ফুলের একটি করে পাতা কেটে দিয়েছিলাম। তারপরে আলাদা একটি পাতার সাথে সাদা গাম আঠা লাগিয়ে ফুল তৈরি করে নিয়েছিলাম।

⬇️ ধাপ-০৬।⬇️


IMG_20250128_124840_784.jpg

IMG_20250128_124510_095.jpg


ওয়ালমেট এর ফ্রেমে ফুলগুলো লাগানোর জন্য দুই রকম সাইজের ফুল তৈরি করেছিলাম। চারটি বড় সাইজের ফুল তৈরি করেছিলাম এবং চারটি ছোট সাইজের ফুল তৈরি করেছিলাম।

⬇️ ধাপ-০৭।⬇️


IMG_20250128_125056_064.jpg

IMG_20250128_125211_652.jpg


ওয়ালমেটের ফ্রেমের চার কোণে চারটি বড় সাইজের ফুল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে চারটি ফুলের ভেতরের অংশে চারটি পুঁথি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৮।⬇️


IMG_20250128_125431_217.jpg

IMG_20250128_125704_696.jpg


তারপর ওয়ালমেট এর ফ্রেমের বাকি চারটি কোণে ছোট সাইজের চারটি ফুল গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। একই সাথে চারটি ফুলের ভিতরের অংশে চারটি পুঁথি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।

⬇️ ধাপ-০৯।⬇️


IMG_20250128_130251_202.jpg

IMG_20250128_130256_704.jpg


এবার ওয়ালমেট এর ঠিক মাঝখানের অংশে বড় সাইজের একটি ফুল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপর ফুলের ঠিক মাঝখানে আরো একটি সুন্দর পুঁথি লাগিয়ে দিয়েছিলাম। আর এভাবেই রঙ্গিন কাগজ দিয়ে আমি এই ওয়ালমেটটি তৈরি করেছি।

⬇️ ওয়ালমেট লাগানোর মুহূর্ত।⬇️


IMG_20250128_130828_677.jpg

IMG_20250128_130829_749.jpg


রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করার কিছুক্ষণ পরে আমার ঘরের দেয়ালে ওয়ালমেট আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। যাতে আমার ঘরের সৌন্দর্য কিছুটা হলেও বৃদ্ধি পায়। আর এটাই ছিল আমার আজকের আয়োজন।





আমার পরিচয়।

IMG_20250111_161848_126~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMvzXtseYduURP...a2yyG8GVQx6vvxVcY336ZYj3d1d5xFEqrZQfZEEkYhcRGM7bHvVEvLzrZBLspwHUL8v47KTKKCzFN7fdJzGJWiSWwSgEqSH8vmS1Tf4XCi1NMQAzp92NNYJUm.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMg9fm14EJD7JS...9kW1phpAKWFLkmE1VGrDefyUSZAwCuEv6icMCdKv9voU5sGwvV245HKg49QLeF3D3vEQP6JLpeY5oBtowhu45zXzzwEsLVqCLLfLAfLvs6zj5CzULF56tRLsf.webp



Sort:  
 4 days ago 

আরে বাহ রঙিন কাগজ দিয়ে তো দৃষ্টিনন্দন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ওয়ালমেট এর মধ্যে আপনার ক্রিয়েটিভিটির নিখুত প্রকাশ ঘটেছে। ফুলগুলিও কিন্তু দারুন দেখাচ্ছে ভাই। মোটকথা আপনার তৈরি করা ওয়ালমেট টি আমাকে মুগ্ধ করে ফেলেছে। আপনার থেকে এরকম ওয়ালমেট আগামীতে আরোও দেখতে চাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 days ago 

আমার তৈরি ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। এভাবে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 
 4 days ago 

রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমানিত হয়। খুবই সুন্দর একটি ডাই তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজগুলো নিজের দক্ষতা বাড়ায়। আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 3 days ago 

অত্যন্ত গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে ভাই। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে উপরের অংশে যে ফুলগুলো তৈরি করেছেন সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

ওয়ালমেট টি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি এরকম ওয়ালমেট গুলো বেশ ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা দেখে খুবই ভালো লাগলো। ফুলের মধ্যে বিভিন্ন রঙের পুঁতি গুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার এই ওয়ালমেট। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কাগজের ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

ঠিক বলেছেন আপু পুথিগুলো দিয়ে আমার ওয়ালমেটের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

রঙ্গিন কাগজ দিয়ে কিছু বানালে তা দেখতে দারুণ লাগে। আপনি আজকে রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন যা দারুণ হয়েছে। এই ওয়ালমেট দেয়ালে লাগিয়েছেন জেনে ভালো লাগলো। দেয়ালেই সুন্দর লাগছে ওয়ালমেট টি।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

খুবই চমৎকার কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি বেশ কয়েকটি ফুল তৈরি করে এতো সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার কমেন্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

আজকের কাজ সম্পন্ন।


Screenshot_20250128-142827.jpg

Screenshot_20250128-142704.jpg

Screenshot_20250128-142142.jpg

 4 days ago 

আমি সব সময় মানুষের ক্রিয়েটিভিটি গুলো দেখে মুগ্ধ হই। ভালো লাগে যখন প্রতিটি মানুষ তার সবটুকু ক্রিয়েটিভিটি দিয়ে দারুন সব জিনিস সবার মাঝে উপস্থাপন করে। আজ আপনার এই চমৎকার ওয়াল হ্যাংগিংটি আমায় মুগ্ধ করছে। আপনি শুধু এই ওয়াল হ্যাংগিংয়ে সুন্দর কিছু কাগজ ব্যবহার করেননি। তার সাথে আরো কিছু পুতি ব্যবহার করেও ওয়াল হ্যাংগিংটিকে আরও আকর্ষণ করে তুলেছেন।

 3 days ago 

সত্যি আপনার কমেন্টটি পড়ে আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি। এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 days ago 

ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। একটা ওয়ালমেট বানাতে প্রচুর সময় লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

আপনি খুব সুন্দর ওয়ারমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কাগজের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাই।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.038
BTC 102268.45
ETH 3290.18
SBD 4.11