রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।
হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।
আজ মঙ্গলবার। ২৮ ই জানুয়ারি , ২০২৫ ইং।
আসসালামু আলাইকুম।
রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির প্রয়োজনীয় উপকরণ গুলোর নাম নিম্নে উপস্থাপন করা হলো:-
- বিভিন্ন রঙের রঙ্গিন কাগজ ১৬ টি।
- এক কৌটা গাম আঠা।
- একটি ধারালো কাঁচি।
- কয়েকটি রঙের কিছু পুঁথি।
⬇️ ধাপ-০১।⬇️
প্রথমে প্রয়োজনীয় রঙিন কাগজগুলো সংগ্রহ করে নিয়েছিলাম এবং একই সাথে রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলোও সংগ্রহ করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০২।⬇️
এরপর বিভিন্ন রঙের মোট ১২ টি রঙিন কাগজ জড়ো করে পাইপের মতো করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৩।⬇️
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি পাইপগুলো দু'টো একত্রে করে আঠা লাগিয়ে নিয়েছিলাম। তারপর পাইপগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম এবং আঠা লাগিয়ে দিয়েছিলাম। আর এভাবেই ওয়ালমেট তৈরির ফ্রেম তৈরি করে নিয়েছিলাম। এরপর ফ্রেমের নিচে আরো একটি রঙ্গিন কাগজ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৪।⬇️
এরপর ওয়ালমেট এর ফুল তৈরি করে নেওয়ার জন্য কতকগুলো রঙ্গিন কাগজ সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছিলাম। তারপর একটি ধারালো কাঁচি দিয়ে কাগজগুলো কেটে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৫।⬇️
প্রত্যেকটি ফুলের একটি করে পাতা কেটে দিয়েছিলাম। তারপরে আলাদা একটি পাতার সাথে সাদা গাম আঠা লাগিয়ে ফুল তৈরি করে নিয়েছিলাম।
⬇️ ধাপ-০৬।⬇️
ওয়ালমেট এর ফ্রেমে ফুলগুলো লাগানোর জন্য দুই রকম সাইজের ফুল তৈরি করেছিলাম। চারটি বড় সাইজের ফুল তৈরি করেছিলাম এবং চারটি ছোট সাইজের ফুল তৈরি করেছিলাম।
⬇️ ধাপ-০৭।⬇️
ওয়ালমেটের ফ্রেমের চার কোণে চারটি বড় সাইজের ফুল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপরে চারটি ফুলের ভেতরের অংশে চারটি পুঁথি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৮।⬇️
তারপর ওয়ালমেট এর ফ্রেমের বাকি চারটি কোণে ছোট সাইজের চারটি ফুল গাম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। একই সাথে চারটি ফুলের ভিতরের অংশে চারটি পুঁথি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম।
⬇️ ধাপ-০৯।⬇️
এবার ওয়ালমেট এর ঠিক মাঝখানের অংশে বড় সাইজের একটি ফুল আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তারপর ফুলের ঠিক মাঝখানে আরো একটি সুন্দর পুঁথি লাগিয়ে দিয়েছিলাম। আর এভাবেই রঙ্গিন কাগজ দিয়ে আমি এই ওয়ালমেটটি তৈরি করেছি।
⬇️ ওয়ালমেট লাগানোর মুহূর্ত।⬇️
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করার কিছুক্ষণ পরে আমার ঘরের দেয়ালে ওয়ালমেট আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। যাতে আমার ঘরের সৌন্দর্য কিছুটা হলেও বৃদ্ধি পায়। আর এটাই ছিল আমার আজকের আয়োজন।
আরে বাহ রঙিন কাগজ দিয়ে তো দৃষ্টিনন্দন একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ওয়ালমেট এর মধ্যে আপনার ক্রিয়েটিভিটির নিখুত প্রকাশ ঘটেছে। ফুলগুলিও কিন্তু দারুন দেখাচ্ছে ভাই। মোটকথা আপনার তৈরি করা ওয়ালমেট টি আমাকে মুগ্ধ করে ফেলেছে। আপনার থেকে এরকম ওয়ালমেট আগামীতে আরোও দেখতে চাই। ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার তৈরি ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি আমি অত্যন্ত আনন্দিত। এভাবে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
X-promotion link
রঙিন কাগজ দিয়ে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমানিত হয়। খুবই সুন্দর একটি ডাই তৈরি করেছেন দেখতে দারুণ লাগছে। এই ধরনের কাজগুলো নিজের দক্ষতা বাড়ায়। আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।
অত্যন্ত গঠনমূলক কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে ভাই। বিশেষ করে রঙিন কাগজ দিয়ে উপরের অংশে যে ফুলগুলো তৈরি করেছেন সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
ওয়ালমেট টি দেখতে আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে তৈরি এরকম ওয়ালমেট গুলো বেশ ভালো লাগে দেখতে। আপনি খুব সুন্দর একটা ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা দেখে খুবই ভালো লাগলো। ফুলের মধ্যে বিভিন্ন রঙের পুঁতি গুলো আরো বেশি ভালো লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার এই ওয়ালমেট। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কাগজের ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু পুথিগুলো দিয়ে আমার ওয়ালমেটের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অনেক সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে কিছু বানালে তা দেখতে দারুণ লাগে। আপনি আজকে রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন যা দারুণ হয়েছে। এই ওয়ালমেট দেয়ালে লাগিয়েছেন জেনে ভালো লাগলো। দেয়ালেই সুন্দর লাগছে ওয়ালমেট টি।ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
খুবই চমৎকার কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ওয়ালমেলটি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আপনি বেশ কয়েকটি ফুল তৈরি করে এতো সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কমেন্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকের কাজ সম্পন্ন।
আমি সব সময় মানুষের ক্রিয়েটিভিটি গুলো দেখে মুগ্ধ হই। ভালো লাগে যখন প্রতিটি মানুষ তার সবটুকু ক্রিয়েটিভিটি দিয়ে দারুন সব জিনিস সবার মাঝে উপস্থাপন করে। আজ আপনার এই চমৎকার ওয়াল হ্যাংগিংটি আমায় মুগ্ধ করছে। আপনি শুধু এই ওয়াল হ্যাংগিংয়ে সুন্দর কিছু কাগজ ব্যবহার করেননি। তার সাথে আরো কিছু পুতি ব্যবহার করেও ওয়াল হ্যাংগিংটিকে আরও আকর্ষণ করে তুলেছেন।
সত্যি আপনার কমেন্টটি পড়ে আমি অনেক বেশি উৎসাহিত হয়েছি। এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। একটা ওয়ালমেট বানাতে প্রচুর সময় লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনি খুব সুন্দর ওয়ারমেট তৈরি করেছেন। দেখে খুব ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। কাগজের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে ভাই।