এটি ঠিক ভালো এবং মন্দ মিলে মানুষের বসবাস। তবে ঠকবাজ মানুষ বেশি দেখা যায় সব জায়গাতে। আপনি হাসপাতাল বলেন শিক্ষাপ্রতিষ্ঠান বলেন এবং পাসপোর্ট অফিসে বলেন সব জায়গাতে চিটার বাটপার ঠকবাজ আছে। এদের কথার মায়াজালে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায়। আর এই লোকগুলোর কথা হয় অনেক বড় বড়। বাস্তবিক কথা নিয়ে সুন্দর একটি পোস্ট করাই ধন্যবাদ আপনাকে।