জাম্বুরা মাখা খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। আপনি দেখতেছি মেয়ের ভায়নার কারণে জাম্বুরা মাখা রেসিপি করেছেন। তবে এটি ঠিক জাম্বুরার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। আর যাদের দাঁতের সমস্যা আছে তারা জাম্বুরা খেলে তাদের জন্য ভালো হয়। আর যে কোন মাখা এর মধ্যে শুকনো মরিচ দিলে খেতে বেশ ভালো লাগে।খুব সুন্দর করে জাম্বুরা মাখা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।