আসলে বর্তমানে বন্যার পরিস্থিতি নিয়ে সবাই বেশ চিন্তিত। অনেক জায়গাতে অতিরিক্ত বন্যার পানি দেখা যাচ্ছে। হ্যাঁ ওই দিন শুনেছি একটি লোক তার মাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রেখে গিয়ে দেখে তার ঘরবাড়ি ও নাই বাবাও নাই। তবে তার বাবাকে পাবে কিনা সেটা উপরের আওলা জানে। সত্যি বলতে আমাদের ফেনী জেলা ও অনেক বিপদে আছে। আর সবাই সবার জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন এই বন্যা পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করে।
জি আপু,ধন্যবাদ আপনাকে।