আপনি তো খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন।জোভান এর নাটক আমার খুব ভালো লাগে। যদিও আমি আই এম সিঙ্গেল নাটকটি দেখি নাই। তবে নাটকের কাহিনী পড়ে অনেক ভালো লাগলো। আসলে নাটকের জোভান দেখতেছি মেয়েদের সাথে প্রেম করে হয়তবা সময় পার করতেছে। এই কারণে তার প্রেমগুলো তিন মাসের উপর টিকতেছে না। সময় পেলে নাটক টি দেখার চেষ্টা করব। সুন্দর একটি নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু বর্তমান সমাজে এমন অনেককে দেখা যায় এরকম করে। পরবর্তীতে যাদের পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে,তারা হয়তো জীবনে আসেও না। যাই হোক অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।