আমি তো মেহেদি ডিজাইন ভেবে ছিলাম হয়তো মেহেদি দিয়ে আর্ট করা। পরে দেখে বুঝতে পারলাম এটি আপনি আর্ট কলম দিয়ে এঁকেছেন। আসলে মাঝেমধ্যে এই ধরনের মেহেদি ডিজাইনগুলো দেখতেও কিন্তু অনেক চমৎকার দেখায়। আমিও মাঝেমধ্যে খাতায় সুন্দর মেহেদি ডিজাইন মনে পড়লে আঁকার চেষ্টা করি। কিন্তু আপনি প্রথমে একটি হাত একে তার উপরে মেহেদি নকশা আর্ট করলেন দেখে বিষয়টি অনেক ভালো। কারণ সবাই কমবেশি শুধু মেহেদি ডিজাইন আর্ট করে আপনি তো একেবারে হাতের উপরে আর্ট করে ফেললেন। যাইহোক খুব সুন্দর ছিল আপনার আর্ট।
এই কমিউনিটিতে অনেককেই দেখি মেহেদী আর্ট শেয়ার করতে। তাই আমি ভাবলাম হাতের উপর মেহেদী আর্ট করে শেয়ার করা যাক।আপনার মতামত টি পেয়ে অনেক ভালো লাগলো।