You are viewing a single comment's thread from:

RE: রিসেপশনে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year (edited)

দাদা আপনি আজকে সবার মাঝে বন্ধুর রিসেপশনে কাটানো অনেক সুন্দর মুহূর্ত ভাগ করে নিয়েছেন। আপনারা যখন একসাথে জিম করতেন সেখান থেকেই আপনাদের পরিচয়টা হয়েছিল, এবং বন্ধুর মত হয়ে গিয়েছিল শুনে ভালো লেগেছে দাদা। আর ওনার বিয়েতে আপনাদের দাওয়াত দিয়েছিল। যদিও বিয়েতে আসতে পারেননি, কিন্তু রিসেপশনে আসার চেষ্টা করেছেন। ব্ল্যাক্স ভাইয়া এবং বৌদিও ছিল সাথে এটা শুনে তো আরো বেশি আনন্দিত হলাম। গিফট দিয়ে নিশ্চয়ই সুন্দর সুন্দর ছবি তুলেছিলেন। তারপর আবার খাওয়া-দাওয়া টাও অনেক মজা করে করেছিলেন। আসলে এরকম জায়গা গুলোতে গেলে খাবার এমনিতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া লাগে। কিন্তু জনসংখ্যা যদি কম থাকে অর্থাৎ ভিড় যদি খুব কম থাকে তাহলে বসে বসে রিলাক্সে খাওয়া যায়। আর আপনারাও বসে খেতে পেরেছিলেন জনসংখ্যা কম হওয়ার কারণে। বর এবং কনেকে দেখতে কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর লাগছিল। দুইজনেই কিন্তু নতুন একটা জীবনে পা দিয়েছে। আশা করছি তারা তাদের এই সুন্দর জীবনে সুখী হবে। সময়টা খুবই ভালোভাবে কাটিয়ে বাড়িতে এসেছিলেন। আপনার কাটানো আনন্দঘন মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করেছি পুরো পোস্ট পড়ে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92018.95
ETH 1735.14
USDT 1.00
SBD 0.86