You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা তকদীর ওয়েব সিরিজের 4 নাম্বার পর্ব টা দেখতে পেয়ে ভালো লাগলো। আসলে গত পর্ব দেখেছিলাম চঞ্চল চৌধুরী অনেক সমস্যায় পড়ে গিয়েছিল। তবে তার গাড়িতে থাকা মহিলাটি কে ছিল সেটা জানা গেছে। আসলে সে ছিল অনেক বড় একজন সাংবাদিক আফসানা। আজকের পর্ব দেখছি আরো কিছুটা রহস্য বেরিয়ে এসেছে। এখানে তো দেখছি আফসানা মূলত মেয়েটির রেফিস্টদের খোঁজার জন্য তথ্য প্রমাণ বের করছিল। কিন্তু বিষয়টা আসলে চেয়ারম্যান জানতে পারে। তবে এখন তো মনে হচ্ছে আফসানার মৃত্যুর পেছনে চেয়ারম্যানের হাত রয়েছে। যদিও সেটা এখনো প্রমাণ হয়নি। কিন্তু অন্যদিকে আফসানা কে তো খবর দেওয়া হয়ে গেছে। আবার প্রমাণের জন্য লাশটা ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু নষ্ট কে আবার ওঠানো পরেও দেখছি সবাই জানতে পেরে গেছে। সবকিছু এরকম এলোমেলো হয়ে গেছে। এবার কি হবে সেটাই বুঝতে পারছি না। নিশ্চয়ই পরবর্তী পর্বে জানতে পারবো।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.031
BTC 92603.73
ETH 1769.64
USDT 1.00
SBD 0.86