You are viewing a single comment's thread from:
RE: পবিত্র ঈদুল ফিতর ও আমার আনন্দ
ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। শ্বশুরবাড়িতে ঈদ করে সবার সাথে ঈদের ভাগাভাগি করলেন। আপনার হাসবেন্ডের বাড়ির ওখানে মনে হয় ঈদের নামাজ তাড়াতাড়ি হয়ে গেল। আমাদের এখানে সাড়ে সাতটা ঈদের নামাজ হল। তবে আপু মহিলাদের ঈদের সময় সেমাই হতেন নাস্তা জলদি বানাতে হয়। কারণ ঘরের মানুষ এবং মেহমানগুলো থাকে। মনে হয় ভাইয়া থেকে জোর করে ঈদের সেলামি নিয়ে নিলেন। যাক ঈদের দিন ননদের সাথে বাড়ির সবার সাথে ঈদ ভাগাভাগি করলেন শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর করে ঈদের অনুভূতি শেয়ার করার জন্য।
আসলে আপু আমার শ্বশুরবাড়িতে ঈদের নামাজ ছয়টা থেকে শুরু হয়ে যায়। আর তাই ফজরের সালাতের সেই পরপরই আমরা সেমাই রান্না করে ফেলতে হয়। আর মেয়েদের তো এমনিতেই কাজ হল সব কিছু তাড়াতাড়ি সামলে নেয়া। আসলে আমার হাসবেন্ড আমাকে এমনিতেই সালামি দিয়ে দিয়েছে তাও একটু জোর করে বাড়তি নিয়ে নিলাম।