আরে বা আপনাতো খুব চমৎকার গল্প লিখেছেন।। তবে পিয়াস এবং অদিতি তাদের প্রেমের সম্পর্ক হল ।এবং একজনকে একজন অনেক পছন্দ করেন।পিয়াস অসুস্থ হওয়ার পর ডাক্তার তার সার্জারি অপারেশন করানোর জন্য বললেন। আমি তো মনে করলাম হৃৎপিণ্ড অদিতি দেওয়ার চেষ্টা করবে। তবে বাইক দুর্ঘটনা ছেলেটি মারা গিয়ে তার হৃৎপিণ্ড দিলে। তবে গল্পটি আপনি অনেক জটিল ভাষায় লিখলেন। দ্বিতীয় পর্বের অপেক্ষায় রইলাম।