You are viewing a single comment's thread from:
RE: আমার লেখা কবিতা "২১-এ রাঙানো রক্তের মোহনা" (Poem of my writing "21. A mouthful of dyed blood")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসলে অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে অনেক জনকে দেখলাম খুব চমৎকার চমৎকার কবিতা লিখেছেন। ঠিক একই রকম ভাবে আপনিও খুবই চমৎকার কবিতা লিখেছেন। আমি নিজেও কবিতা লিখতে অনেক পছন্দ করি। আপনার কবিতাটি পড়তে তেমন অনেক ভালো লাগলো। এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।