জেনারেল রাইটিং :- যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।

in আমার বাংলা ব্লগ6 days ago

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


dawn-1840298_1280.jpg

আজকে আমি খুব সুন্দর একটি টপিক নিয়ে পোস্ট আপনাদের মাঝে শেয়ার করব। পোস্ট হচ্ছে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। আসলে আমরা পরিশ্রমকে সৌভাগ্যের চাবিকাঠি বলি। পরিশ্রম ছাড়া কোন সাফল্য পাওয়া যায় না। তবে যেখানে পরিশ্রম নেই সেখানে আমরা সফলতা আশা করতে পারি না। তবে অনেক মানুষ আছে পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করার চেষ্টা করে। আবার তারাই তখন ভাগ্যকে দোষারোপ করে। বলে ভাগ্য আমার পাশে ছিল না। আপনি পরিশ্রম ছাড়া কোন কিছু আশা করা হচ্ছে বড় বোকামি। পরিশ্রম করলে আপনার সফলতা আসবে এটাই স্বাভাবিক।

যদি কোন অলস লোক বসে বসে ভাল কিছু আশা করে তাহলে সেটাই হবে বোকামি। কারণ সেই পরিশ্রম করছে না। এবং সেই পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করার চেষ্টা করতেছে। আমি মনে করি যে পরিশ্রম করে না সে কখনো সফলতা অর্জন করতে পারে না। কারণ পরিশ্রম করলে একটা লক্ষ্য থাকে। আর ওই লক্ষ্য পৌঁছানোর জন্য সব সময় চেষ্টা করে। আর যে ব্যক্তি পরিশ্রম করে না তার কোন লক্ষ্য থাকে না। সেই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে যদি কিছু পায় ওটাকে ই বড় কিছু মনে করে। আর কিছু না ফেলে তখন বলে আমার কপালে ছিল না।

আর যারা পরিশ্রম করে না তাদের কথাগুলো হয় বেশি বড় বড়। যেমন ধরেন একজন ভালো ছাত্র পরিশ্রম করে ভালো রেজাল্ট করার জন্য। দিনরাত সে পড়ালেখা করে ভালো কিছু পাওয়ার আশা করে। পক্ষান্তরে একজন অলস ছাত্র কিভাবে চুরি করে ভালো কিছু পেতে পারে সেটাই আশা করে। আর নিজের মাথায় যদি কিছু না থাকে তাহলে সেই চুরি করেও সফলতা বা পাশ করতে পারবে না। তখন ভালো ছাত্রটি যখন ভালো রেজাল্ট করে তখন সে ওই ভালো ছাত্রকে মন থেকে ঘৃণা করে। বলে আমার কপাল ভালো ছিল না বিধায় আমি ভালো কিছু করতে পারিনি। অথচ তার কোন সাফল্য পাওয়ার চেষ্টাই ছিল না।

আর পরিশ্রম ব্যক্তির সব সময় ভালো কিছু করার চেষ্টা করে। কারণ সে মনে পানে বিশ্বাস করে পরিশ্রম করে সেই সফলতা অর্জন করতে পারবে। আর একজন পরিশ্রমহীন মানুষ কখনো লক্ষ্য থাকে না। এই কারণে লক্ষ্য ছাড়া সে বসে থাকে। আর আপনার যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি কিছুই আশা করতে পারবেন না। তাই পরিশ্রম করলে ভালো ফল আশা করা যায়। আর যার মধ্যে পরিশ্রম নেই তার মধ্যে কোন গুণ নেই। অনেক সময় দেখা যায় একজন কৃষক অনেক পরিশ্রম করে ফসল পালাই ভালো ফসলের আশা। এবং সে ভালো কিছু করতে পারে।

আর একজন কৃষক কোন পরিশ্রম ছাড়া ভালো কিছু পাওয়ার আশা করে। তখন তার পরিশ্রম ছাড়া ফসলের কোন ভালো ফল পাওয়া যায় না। তখন এই লোক বুঝতে হবে আমি পরিশ্রম ছাড়া ভালো কিছুই আশা করা বোকামি। যে ব্যক্তির পরিশ্রম করবে সে ব্যক্তি সফলতা পাবে। সফলতা এমন একটি জিনিস আপনি যখন পাবেন তখন আপনার চিন্তাভাবনা মন অনেক ভালো হয়ে যাবে। আর যে ব্যক্তির কোন সফলতা নেই বা চেষ্টা নেই সেই কোন কিছুতে অগ্রগতি করতে পারবে না। কারণ চেষ্টা ছাড়া কোন কিছুতে সফলতা অর্জন করা যায় না।

তাই আমি মনে করি সফলতা হচ্ছে জীবনের চাবিকাঠি। আর যে ব্যক্তি পরিশ্রম নেই সেই ব্যক্তির কখনো উন্নতি করতে পারে না। পরিশ্রম ছাড়া কোন কিছু ফল পাওয়া যায় না। তাই আমি মনে করি পরিশ্রম ছাড়া সাফল্য আশা করা একদম বোকামি। যাইহোক আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 6 days ago 

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। এই কথাটি ছোট হলেও এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। যে যেমন পরিশ্রম করবে তার ভবিষ্যৎ ঠিক তেমনি হবে। আমরা সবাই স্বপ্ন দেখি তবে স্বপ্নটাকে পূরণ করতে হলে দরকার অনেক পরিশ্রম। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই অনেক সুন্দর একটি টপিক নিয়ে আপনি আজকে আমাদের মাঝে আলোচনা করেছেন আপু। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপু।

 4 days ago 

হ্যাঁ আপু যে যেমন পরিশ্রম করবে তার ভবিষ্যৎ ঠিক তেমনি হবে। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 6 days ago 

এটা ঠিক আপু পরিশ্রম ছাড়া কেউ জীবনে সফলতা অর্জন করতে পারে না। যার জীবনে যত সফলতা আছে তার পেছনে রয়েছে অনেক পরিশ্রম। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ছোটবেলা থেকেই এই ভাব সম্প্রসারণ অনেক পড়েছি। আমরা অনেক স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে পরিশ্রম ছাড়া কোন উপায় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি জেনারেল রাইটিং আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 4 days ago 

হ্যাঁ পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে না। সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

কথা আপনি খুব সুন্দর লিখেছেন আপু। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই। আমি সেটা মনে প্রাণে বিশ্বাস করি। কারণ কোন কিছুর সফলতা অর্জন করতে হলে সেখানে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। যেমন পরিশ্রম তেমন ফলাফল। তাই জীবনে সফলতা অর্জন করতে হলে ভালোভাবে পরিশ্রম করে সেই জিনিসটাকে হাতে নিতে হবে।

 4 days ago 

আসলে যেখানে সফলতা আছে সেখানে পরিশ্রম আছে। আর যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতা নেই। আপনার অসাধারণ মন্তব্য শুনে খুব ভালো লাগলো।

 5 days ago 

আর একজন পরিশ্রমহীন মানুষ কখনো লক্ষ্য থাকে না

কথাটা একেবারে ঠিক। পরিশ্রম ছাড়া যদি কখনও সফলতা এসেও যায় তবে তার আনন্দ পাওয়া যায় না। সে সফলতার পেছনে গুরুত্ব টা কেউ বুঝতে পারে না। সর্বোপরি পরিশ্রম ছাড়া সফলতা আশা করা একেবারেই বোকামি কিন্তু। চমৎকার লিখেছেন আপু।

 4 days ago 

পরিশ্রম ছাড়া সফলতা আশা করা একদম বোকামি কথাটি ঠিক বলেছেন। ভালো লাগলো অসাধারণ বক্তব্য শুনে।

 3 days ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি। আসলে যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতার চিহ্ন নেই বললেই চলে৷ আসলে আমাদেরকে পরিশ্রম করে সফলতার দিকে এগিয়ে যেতে হবে৷ আমরা যদি পরিশ্রম করা ছাড়া সফলতা অর্জন করতে চাই তাহলে তা বোকামি ছাড়া আর কিছুই নয়৷ যেখানে যত বেশি পরিমাণে পরিশ্রম থাকবে সেখানে তত বেশি পরিমাণে সফলতার পথে হাঁটার পথ সহজ হবে৷ ধন্যবাদ এই পোস্টটি শেয়ার করার জন্য৷

 2 days ago 

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। পরিশ্রম না করে কোন জিনিসই অর্জন করা যায় না। সেটা যে কোন কাজ হোক না কেনো।আমরা যে কোন একটা জিনিস চাইলাম আর সহজেই পেয়ে গেলাম সেটা কখনোই সম্ভব না। অবশ্যই সেটা পেতে হলে আমাদের পরিশ্রম করতে হবে কিংবা চেষ্টা করতে হবে। তবেই আমরা সাফল্য অর্জন করতে পারব। অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60222.69
ETH 3303.10
USDT 1.00
SBD 2.36