"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার করা শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিন্তু আজকে আমি একেবারে নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। যেটা হচ্ছে ফটোগ্রাফি পোস্ট। ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এজন্য আমি যেখানে যাই ফটোগ্রাফি করতে পছন্দ করি। ফটোগ্রাফি ধৈর্য ধরে করলে দেখতেও ভীষণ সুন্দর লাগে।
তাই সব সময় আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্টগুলো শেয়ার করে। আজকে চেষ্টা করলাম প্রতিযোগিতার মাধ্যমে আমার তোলা বেস্ট ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব বলতে গেলে। এখন আমার মত অনেকেই আছে যারা এখানে ফটোগ্রাফি করতে বেশ পছন্দ করে। ভালো লাগে সব সময় এভাবেই প্রতিযোগিতাগুলোর অংশগ্রহণ করতে। কিন্তু এবারের প্রতিযোগিতা টা আমার কাছে একেবারে ভিন্ন রকম লাগলো। কারণ ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। ফুলের রাজ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে।
তাই আমিও নিজের মতো করে নিজের ফুলের রাজ্যের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে আমি মনে করি ফটোগ্রাফি করাটা একটা আর্ট। কারণ ফটোগ্রাফি থেকেও অনেক কিছু শিখা যায়। যেটা আমাদের কোন না কোন কাজে লাগে। সে ক্ষেত্রে ফটোগ্রাফি করা কিন্তু অতটা ও সহজে বিষয় নয়। কিন্তু তারপরেও সময় দিয়ে ফটোগ্রাফি সুন্দর করার চেষ্টা করি। তাই আজকে আমার করা এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে সুন্দর করে বর্ণনা দিয়ে শেয়ার করলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে।
ফটোগ্রাফি - ১ :
এটি হচ্ছে শীতকালীন লুপিনাস আর্কটিকাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলের কালার কিন্তু অসাধারণ। সত্যি বলতে লুপিনাস আর্কটিকাস ফুলের কালার আমাকে মুগ্ধ করেছে। যদিও এই ফুলগুলো আমাদের এদিকে খুব কমে দেখা যায়।লুপিনাস আর্কটিকাস ফুল কিছুদিন আগে একটি জায়গায় ঘুরতে গিয়ে আমি দেখেছিলাম। দেখে ফুলটি আমার কাছে অনেক ভালো লাগলো। সাথে সাথে আমি এই লুপিনাস আর্কটিকাস ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই লুপিনাস আর্কটিকাস ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ২ :
এই গুলো হচ্ছে জিনিয়া ফুলের ফটোগ্রাফি। জিনিয়া ফুল কিন্তু আমার খুব প্রিয় একটি ফুল। এই ফুলগুলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন রকমের আছে। সত্যি বলতে এই ফুলের পাপড়ি গুলো বেশ চমৎকার। জিনিয়া ফুল কত রকমের আছে সঠিক আমি নিজেও জানিনা। তবে জিনিয়া ফুলের পাপড়ি গুলো অসাধারণ। অতিরিক্ত গরম পড়লে জিনিয়া ফুল গাছগুলো মারা যায়। তবে আমি নার্সারি বাগান থেকে এই বিভিন্ন কালারের জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৩ :
এই ফুলগুলো হচ্ছে অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি।অ্যাস্টার ফুলগুলো দেখতে যেমন ভাল লাগে তেমনি ফুলগুলোর কালার মানুষকে মুগ্ধ করে।অ্যাস্টার ফুলগুলো আমি কয়েক কালার দেখেছি। সত্যি বলতে শীতকাল আসলে বিভিন্ন নার্সারি বাগানে এবং পার্কে এই ফুল গুলো দেখা যায়। এই ফুলগুলো গোল এবং ফুলের পাপড়ি গুলো অসাধারণ। তবে অতিরিক্ত গরম পরলে একটা অ্যাস্টার ফুলের গাছগুলো মারা যায়। আর শীতকালে অ্যাস্টার ফুলের গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফোটে। তবে আমি এই ফুলের ফটোগ্রাফি ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গা থেকে করেছিলাম। তাই আজকে অ্যাস্টার ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৪ :
এগুলো হচ্ছে ভালোবাসার এবং প্রিয় গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল এমন একটি ফুল এই ফুল সবার প্রিয়। গোলাপ ফুল অনেক জাতের এবং অনেক রকমের আছে। গোলাপ ফুলের ঘ্রাণ যেমন চমৎকার তেমনি গোলাপ ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে গোলাপ ফুল গাছের মধ্যে ছোট ছোট কাটা আছে। এমনি গোলাপ ফুলের মধ্যে সৌন্দর্য আছে। এবং গোলাপ ফুল নার্সারি বাগান ও বিভিন্ন প্রতিষ্ঠানে সব জায়গাতে কম বেশি দেখা যায়। তবে আমি বিভিন্ন জায়গা থেকে এই গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। তাই আজকে চমৎকার চমৎকার গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৫ :
এগুলো হচ্ছে মালীর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি।চন্দ্রমল্লিকা ফুল গুলো যেমন দেখতে ভালো লাগে তেমনি ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়।চন্দ্রমল্লিকা ফুল কয়েক কালারের এবং কয়েক রকমের আছে। সত্যি বলতে এই ফুলের সৌন্দর্য এবং ফুলের পাপড়ি যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। তবে শীতকাল আসলে এই ফুল গাছগুলো নার্সারি বাগানে কম বেশি দেখা যায়। তার চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো আকারের ছোট তেমন বড় হয় না। তবে আমি নাসারী বাগানে ঘুরতে গিয়ে এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম বিভিন্ন কালারের। তাই আজকে এই চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৬ :
এই দুটি ফুল হচ্ছে ফ্লোক্স ড্রামন্ডি ফুলের ফটোগ্রাফি। এবং এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। যদিও আমাদের এদিকে এই ফুলগুলো খুব কমে দেখা যায়। সত্যি বলতে ফুলগুলো ছোট ছোট এবং ফুলের কালার দেখতে অসম্ভব ভালো লাগলো। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে ও বিভিন্ন রেস্টুরেন্টের সামনে এই ফুল গুলো দেখা যায়। কিছুদিন আগে বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে চট্টগ্রামে একটি বাড়ির সামনে থেকে আমি এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফ্লোক্স ড্রামন্ডি ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৭ :
এগুলো হচ্ছে আমাদের সবার প্রিয় পাত্র গাঁদা ফুলের ফটোগ্রাফি। তবে গাঁদা ফুল অনেক রকমের আছে। এবং বিভিন্ন জাতের ও বিভিন্ন কালারের গাঁদা ফুল আছে। গাঁদা ফুল গুলো শীতকাল আসলে অনেক দেখা যায় সব জায়গাতে। বিশেষ করে নার্সারি বাগানে গেলে এই গাঁদা ফুলগুলো বেশি দেখা যায়। তবে অন্যান্য গাঁদা ফুল থেকে এই পাত্র গাঁদা ফুলগুলো একটু ভিন্ন। এই ফুলগুলোর পাপড়ি কিন্তু অনেক চমৎকার। এবং অতিরিক্ত গরম পড়লে এই গাঁদা ফুল গাছগুলো মারা যায়। তবে এই ফুলগুলো ফটোগ্রাফি আমি করেছিলাম নার্সারি বাগান থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৮ :
এই হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি।সরিষা ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। শীতকাল আসলে গ্রামাঞ্চলে সরিষা চাষ করা হয় অনেক। তবে সরিষা গাছের মধ্যে যখন ফুল ফোটে তখন চমৎকার সৌন্দর্য উপভোগ করা যায়। এবং সরিষা ফুলের মাঝখানে গেলে ঘ্রাণ ও সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। আর গ্রাম অঞ্চলে কৃষকদের মধ্যে সরিষা চাষ বেশি জনপ্রিয়। কিছুদিন আগে বিকেল বেলা আমার হাজবেন্ডের সাথে নদীর ধারে ঘুরতে গিয়ে আমি এই সরিষা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ৯ :
এই ফুলগুলো আমাদের সবার খুব প্রিয় ফুল। এবং এই ফুলের নাম হচ্ছে পিটুনিয়া ফুল। তবে এই ফুল গাছগুলো টপের মধ্যে বেশি রোপন করা হয়। শীতকাল আসলে নার্সারি বাগানে গেলে পিটুনিয়া ফুল গাছ অনেক দেখা যায়। তবে এই ফুলের পাপড়ি গুলো অনেক পাতলা এবং নরম। এবং কমবেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনেও পিটুনিয়া ফুল গাছ দেখা যায়। সত্যি বলতে যখন পিটুনিয়া গাছের মধ্যে ফুল অনেক পুটে দেখতে বেশ চমৎকার লাগে। তবে আমি এই পিটুনিয়া ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম একটি পার্ক থেকে। তাই আজকে এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১০ :
এটি হচ্ছে পছন্দের প্রিয় লিলিয়াম ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো আকারে বড় দেখতে বেশ ভালো লাগে। এবং ফুলের পাপড়ি গুলো মোটা মোটা। সবুজ পাতার মধ্যে ভিন্ন কালারের এই ফুলগুলো দেখলে অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই ফুলগুলো গ্রামাঞ্চলে অনেক কম দেখা যায়। সত্যি বলতে ফুলগুলো বড়র কারনে মানুষ বেশি পছন্দ করে লিলিয়াম ফুলগুলো। তবে অনেকদিন আগে ঘুরতে গিয়ে আমি একটি পার্ক থেকে এই লিলিয়াম ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম। তাই আজকে এই লিলিয়াম ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১১ :
এগুলো হচ্ছে আমাদের সবার প্রিয় ডায়ানন্থাস ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো বিভিন্ন কালার আছে। সত্যি বলতে বিভিন্ন কালারের ছোট ছোট এই ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে।ডায়ানন্থাস ফুলগুলো পাতার মধ্যে দেখতে অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই ফুল গুলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের আছে। নার্সারি বাগানে গেলে এই ফুল গাছগুলো অনেক দেখা যায় ।এই ডায়ানন্থাস ফুল গাছগুলো অনেক দেখা যায়। তবে এই ফুলের ফটোগ্রাফি গুলো করেছিলাম আমি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই ডায়ানন্থাস ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১২ :
এই ফুলগুলো হচ্ছে গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি।গাজানিয়া রিগেনস ফুলের পাপড়ি গুলো বড় এবং ফুল গুলো দেখতে বেশ ভালো লাগে। তবে এই ফুলগুলো বিভিন্ন কালারের আছে। সত্যি বলতে এই ফুলের কালার মানুষকে মুগ্ধ করে। বিশেষ করে বেশিরভাগ পার্কে এই গাজানিয়া রিগেনস ফুল গুলো দেখা যায়। এবং সবুজ পাতার মধ্যে এই ফুল গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। তবে এই ফুল গুলোর ফটোগ্রাফি করেছিলাম আমি পার্ক থেকে। তাই আজকে এই গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১৩ :
এইগুলো হচ্ছে আমাদের সবার প্রিয় এবং পরিচিত সবজি শিম ফুলের ফটোগ্রাফি। শিম ফুলগুলো আমরা সবাই কম বেশি অনেক চিনি। তবে এই শিম ফুল থেকে শিম ধরে। এবং গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়িতে কমবেশি শিম গাছ দেখা যায়। যদিও শিম ফুল গুলো কয়েক কালার আছে। তবে ছোট ছোট এই ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগে। এইবার আমার শ্বশুরবাড়িতে আমি নিজেও শিম গাছ রোপন করেছি । আর নিজের লাগানো শিম গাছ থেকে শিমের ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই সিম ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে আমার এই শিম ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১৪ :
এটি হচ্ছে ক্রোকাস পাতা রোমুলিয়া ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো খুব কম দেখা যায় গ্রামাঞ্চলে। তবে ফুলগুলো দেখতে অন্যরকম ভালো লাগলো। তবে এই ফুল গাছগুলো হচ্ছে শীতকালের ফুলের গাছ। এবং অতিরিক্ত গরম পড়লে এই গাছগুলো মারা যায়। সত্যি বলতে চিকন চিকন ফুলের পাপড়ি গুলো দেখতে অসাধারণ লাগে। তবে কিছুদিন আগে আমি নার্সারি বাগানে গিয়ে এই ফুলগুলো দেখতে পাই। তখন আমি এই ক্রোকাস পাতা রোমুলিয়া ফুলের ফটোগ্রাফি করি ।তাই আজকে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি এই ক্রোকাস পাতা রোমুলিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১৫ :
এই ফুলগুলো হচ্ছে আমাদের সবার পরিচিত অপরাজিতা ফুলের ফটোগ্রাফি। লতা পাতার মধ্যে এই ফুল গুলো দেখতে অন্যরকম ভালো লাগে। যদিও অপরাজিতা ফুল অনেক কালারের এবং অনেক রঙের আছে। তবে এই ফুলগুলো আকারে অনেক ছোট এবং ফুলের পাপড়ি গুলো অনেক পাতলা। সত্যি বলতে যখন অপরাজিতা ফুল গাছগুলো লতাপাতা হয় বড় হয় তখন ফুলগুলো লতাপাতার মধ্যে দেখতে অন্যরকম লাগে। কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে আমি এই অপরাজিতা ফুলের ফটোগ্রাফি করেছিলাম ।তাই আজকে আপনাদের মাঝে এই অপরাজিতা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম ।
device : Samsung galaxy a7
ফটোগ্রাফি - ১৬ :
এটি হচ্ছে আমাদের সবার প্রিয় গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুলগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। এবং গাঁদা ফুল গুলো সব জায়গাতে কমবেশি দেখা যায়। তবে গাঁদা ফুল বিভিন্ন জাতের এবং বিভিন্ন রঙের আছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ও নার্সারি বাগানে গাঁদা ফুল গাছ বেশি দেখা যায়। গাঁদা ফুল গাছ যেমন ঘ্রাণ মানুষকে মুগ্ধ করে। তেমনি গাঁদা ফুলের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। তবে বিভিন্ন অনুষ্ঠানে গাঁদা ফুল বেশি ব্যবহার করা হয়। তবে আমি বিভিন্ন জায়গা ঘুরতে গিয়ে এই গাঁদা ফুলগুলো ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে আমি এই গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।
device : Samsung galaxy a7
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনার প্রত্যেকটা ছবি অসাধারণ লেগেছে। প্রতিযোগিতা উপলক্ষে আপনি অনেকগুলো ছবি শেয়ার করেছেন আমাদের সাথে। বলতে দ্বিধা নেই প্রত্যেকটা ছবি অসাধারণ তুলেছেন। আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখলাম আপনার পোস্ট।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য
https://x.com/bdwomen2/status/1882049407941787718?t=8ifYPKKHRUWD24vrO61i6Q&s=19
আপু তো দেখছি অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে এবারের শীতকালীন ফুলের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। আমার কাছে কিন্তু আপনার শেয়ার করা প্রতিটি ফুলই অসাধারণ মনে হয়েছে। শুভকামনা রইল আপু আপনার জন্য।
আমার অংশগ্রহণ আপনার কাছে ভালো লেগেছে দেখে অনেক খুশি আমি ধন্যবাদ
দারুন কিছু শীতের ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। এই প্রতিযোগিতায় এত সুন্দর সব ছবি দিয়ে অংশগ্রহণ করবার জন্য অনেক শুভকামনা রইল আপনার প্রতি। নিশ্চয়ই আপনার ভালো ফল হবে। এত সুন্দর সব ছবিগুলি দেখে মন যেন একেবারে ভরে গেল।
এবারে শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম
প্রতিটি ফুলের ফটোগ্রাফি একদম দেখার মতোই ছিল। প্রতিটি ফটোগ্ৰাফী চোখ জুড়ানোর মতো। চোখ জুড়ে দেখলাম আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী। এবার ফটোগ্রাফী প্রতিযোগিতায় সকলেই খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো একটু বেশি ভালো লেগেছে।
এবারের প্রতিযোগিতা প্রত্যেকটি ফটোগ্রাফি আমাদের কাছেও সবার বেশ ভালো লেগেছে
অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি তো চমক লাগায় দিলেন আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে। সত্যি প্রশংসা না করেই পারছি না এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে। এবারে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেলাম সবার কাছ থেকে। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে।
চেষ্টা করে যাচ্ছি সব সময় ভালো কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য
ফটোগ্রাফি করতে গেলে প্রচুর ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন এটা বলতে কোন দ্বিধা নেই। আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আপনি কতটা দক্ষতার সাথে ছবিগুলো তুলেছেন। প্রতিটি ছবি একদম অভাবনীয় সুন্দর হয়েছে। আমাদের চির চেনা ফুলের বাইরে যে অনেক ধরনের অজানা অচেনা ফুল থাকতে পারে তা আপনার পোস্ট দেখে বুঝতে পারলাম। আমার বাংলা ব্লগের এরকম একটা প্রতিযোগিতার আয়োজন করার ফলে নানান রকম অচেনা ফুল দেখার সৌভাগ্য হলো। আপনার প্রতিভা কে সাধুবাদ জানাই।
যত বেশি দিন যাচ্ছে সবাই কিন্তু বেশ ভালো ভালো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে
ভিন্ন ভিন্ন ধরনের সুন্দর এই ফুলের ফটোগ্রাফিক গুলো দেখে খুবই ভালো লাগলো আমার। আপনি তো দেখছি একদম সম্পূর্ণ বাগানটাকে ক্যাপচার করে নিয়েছেন। বাগানে যত রকমের সুন্দর ফুল ছিল সব একবারে আপনার পোস্টে দেখতে পেরে ভালো লাগলো।
আমাদের বাড়ির প্রতিযোগিতায় ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে দেখে খুশি হলাম
আপনার ফুলের ফটোগ্রাফি দেখে মন জুড়ে গেলো। আসলে প্রত্যেকটি ফুলের সৌন্দর্য খুবই দারুণ ছিলো। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর করেছে । আপনার জন্য শুভকামনা রইলো । ধন্যবাদ আপনাকে আপু।
ধৈর্য ধরে যত বেশি সুন্দর ফটোগ্রাফি করা যায় তা তো দেখতে ভালো লাগে