DIY || এসো নিজে করি || 🌅🌅 পোস্টার রং দিয়ে আঁকা দিন ও রাতের সুন্দর একটি পেইন্টিং 🌃🌃 ১০% @shy-fox এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা আর্ট এঁকে দেখাবো। এরকম আর্ট গুলো আঁকতে আমার খুব ভালো লাগে। তাই সব সময় এরকম আর্ট গুলো আঁকতে চেষ্টা করি। যাতে সুন্দর কিছু আঁকতে পারি। তাই আজকে আপনাদেরকে অন্যরকম একটা আর্ট করে দেখাবো। তাই আজকে আমার আঁকা আর্টটা আপনাদের সাথে ভাগ করে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আমার এই আর্ট।
আঁকার উপকরণ :
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মাস্কিং টেপ
আঁকার বিবরণ :
ধাপ ১ :
প্রথমে একটি আঁকার খাতা নিয়ে নিলাম। তারপর সেই কথাটা চারপাশে আর মাঝখানে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম।
ধাপ ২ :
তারপর ওপরের অংশে হলুদ আর কমলা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ ৩ :
তারপর হলুদ রং এর উপরে মাঝখানে সাধারণ দিয়ে বড় একটি সূর্য রং করে নিলাম।
ধাপ ৪ :
তারপর নিচের অংশে নীল রঙ দিয়ে পুরোটা সুন্দরভাবে রং করে নিলাম। তারপর নীল রংয়ের উপরে সাদা রঙের কিছু পানির ছায়া রং করে নিলাম।
ধাপ ৫ :
তারপর সূর্যের উপরের দুপাশে দুটো গাছের ডাল কালো রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ ৬ :
তারপর দুপাশের গাছের ডাল গুলোর মধ্যে কালো রংয়ের কিছু পাতা ও সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ ৭ :
তারপর সেই আকাশের উপরে কালো রংয়ের কিছু পাখি রং করে নিলাম। এভাবে ওপরের অংশে একটা নদীর আর সূর্যের দৃশ্য অঙ্কন করে নিলাম।
ধাপ ৮ :
তারপর নিচের পাশের অংশের মধ্যে বেগুনি কালার আর হালকা গোলাপী রং দিয়ে পুরোটা সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ ৯ :
তারপর নিচের অংশে পেন্সিল দিয়ে কিছু ঘরবাড়ির স্কেচ সুন্দর ভাবে এঁকে নিলাম।
ধাপ ১০ :
তারপর কালো রং দিয়ে এসেই শহরের বিল্ডিংগুলো কে সুন্দর ভাবে এক এক করে পুরোটা রং করে নিলাম।
ধাপ ১১ :
তারপর হলুদ রং দিয়ে সে বিল্ডিং গুলোর মধ্যে কিছু জানালা-দরজা সুন্দরভাবে পুরোটা রং করে নিলাম।
ধাপ ১২ :
তারপর সে বিল্ডিং এর রাতের খোলা আকাশের মধ্যে কিছু তারা সাদা রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ ১৩ :
এভাবে দিনরাতের পেইন্টিংটা আঁকা শেষ করে নিলাম। তারপর সেই পেইন্টিং এর চারপাশ থেকে মাস্কিং টেপ গুলো সরিয়ে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে অনেক সুন্দর একটি পেইন্টিং অঙ্কন করে নিলাম। আশা করব আমার এই পেইন্টিং আপনাদের সকলের অনেক পছন্দ হবে।
আমার পরিচয় |
---|
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
অসাধারণ ছিল আপু। বিশেষ করে রাতের আলো জ্বলা বিল্ডিং গুলো দেখতে অপরুপ সুন্দর লাগছিল। এবং আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর সাবলীল ভাবে বর্ণনা করেছেন যেটি খুবই ভাল একটি ব্যাপার। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗
দিন এবং রাতের মধ্যেই মানুষের জীবন অতিবাহিত হয়। এরা কখনোই একএিত হয় না কিন্তু প্রকৃতপক্ষে দিন রাত সমান শুধু আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। পোস্টার রং দিয়ে পেইন্টিং টা অনেক ভালো করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗
পোস্টার রং দিয়ে আঁকা দিন ও রাতের সুন্দর একটি পেইন্টিং অসাধারণ হয়েছে। আপু আপনার পেইন্টিং এর দক্ষতা আমার অনেক ভালো লাগে। আপনি খুবই যত্ন সহকারে নিখুঁতভাবে পেইন্টিং করেন। আপনি অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন এটা দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছি। দারুন একটি পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🤗
দিন এবং রাতের পোস্টার প্রিন্টিং দারুন করেছে। আপনি বরাবরই খুব সুন্দর পেইন্টিং করে থাকে। এবং আপনার প্রিন্টিং গুলো হৃদয় জুড়িয়ে যায়। খুবই ভালো লেগেছে, আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া 🤗
দিন রাতের পেইন্টিং খুব ভালো এঁকেছেন।কালার কম্বিনেশন ভালো ছিলো।পোস্টার রং দেওয়ায় পেইন্টিং টা সুন্দর হয়েছে।উপস্থাপনা বেশ ভালো ছিল। সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য 🤗🤗
অসাধারন এঁকেছেন। আমার তো এমন বুদ্ধি মনেও আসেনা। তবে আপনার দেখা দেখি এখন ভাবতেছি ডিজিটাল ড্রইং এ এমন করবো। জানিনা পারবোকিনা। ডিজিটাল ড্রইং এ যায়গা ভাগ করতে একটু সীমাবদ্ধতা থাকে। তবে চেস্টা করবো। ধন্যবাদ এমন একটি ড্রইং শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍
আপনি পোস্টার রং দিয়ে দিন-রাতের একটি সুন্দর দৃশ্য পেন্টিং করেছেন।আপনি বরাবরই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর পেইন্টিং করে থাকেন। আপনার হাত গুলো আমাদের কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর করে দক্ষতা অনুযায়ী প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া 🤗
আপু আপনার প্রতিটি আর্ট পোস্ট জাস্ট অসাধারণ হয়। খুবই নিখুঁত ভাবে এঁকেছেন আপনি। আসলে প্রশংসা না করে থাকা যায় না। আপনার আর্টগুলো দেখলে মনে হয় আপনার হাতে যাদু আছে। অসাধারণ হইয়েছে আজকের পেইন্টিংটি। ধন্যবাদ এবং শুভকামনা।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য 😍
পোস্টার রং দিয়ে আঁকা দিন ও রাতের খুবই সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অঙ্কন করা এই পেইন্টিংটি আমার কাছে অনেক ভালো লেগেছে। পেইন্টিংটি করার সময় আপনি খুবই সুন্দর ভাবে প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে বর্ণনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍
পোস্টার রং দিয়ে খুব সুন্দর করে দিন ও রাতের সুন্দর একটি পেইন্টিং করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপু আপানর জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍