পোস্টার রং দিয়ে আঁকা তরমুজের পেইন্টিং
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে পোস্টার রং দিয়ে তরমুজের পেইন্টিং করার চেষ্টা করলাম। শীতকালে তেমন একটি তরমুজ খাওয়া যায় না। কিন্তু গরমের সময় তরমুজ সবাই প্রচুর খেয়ে থাকে। কারন তরমুজে অনেক ভিটামিন এবং সবাইকে ঠান্ডা রাখতে পারেন। তাই আমি আজকে ভাবলাম একটি তরমুজের পেইন্টিং করা যাক। গরমকালের সময় আমরাও উপযুক্ত তরমুজ খেয়েছিলাম। তখন এই আটটি করার কথা আমার মাথায় ছিল না। কিন্তু শীতকালে এসে তরমুজের একটি ছবি দেখে তরমুজের পেইন্টিং করার অনুভূতি জাগলো। তাই আর দেরি না করে ছটফট তরমুজের পেইন্টিং করে নিলাম।
তরমুজের পেইন্টিংটা আঁকতে আমার অনেক ভালো লাগলো। আমরা যখন বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসি তরমুজের মাঝখানটায় তেমন একটা লাল পাওয়া যায় না। আজকে নিজে লাল টুকটুকে তরমুজ দেখে খুব খেতে ইচ্ছে করছে। খেতে তো আর পারলাম না তাই ছবিটা সুন্দর ভাবে গিয়ে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার খুবই পছন্দ হবে আমার এই তরমুজের পেইন্টিংটা।
আঁকার উপকরণ
✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার
আঁকার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর সেই খাতাটার মাঝখানে পেন্সিল দিয়ে একটি তরমুজের স্কেচ অঙ্কন করে নিলাম।
ধাপ - ২ :
তারপর বড় তরমুজ আর তরমুজের কিছুর অংশের মধ্যে হালকা সবুজ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ - ৩ :
তারপর তরমুজের হালকা সবুজ রঙের মাঝখানে গারো সবুজ রং দিয়ে আরো কিছুটা অংশ সুন্দরভাবে রং করে নিলাম।
ধাপ - ৪ :
তারপর তরমুজে ছোট ফ্রিজগুলোর মাঝখানে লাল রং দিয়ে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিলাম।
ধাপ - ৫ :
তারপর তরমুজের চারপাশে মার্কার কলম দিয়ে সুন্দরভাবে কালো দাগ টেনে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর তরমুজের ছোট ফ্রিজ গুলোর লাল রঙের মাঝখানে কালো মার্কার কলম দিয়ে তরমুজের বিচির মতো করে রং করে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে খুব সুন্দর করে তরমুজের পেইন্টিংটি শেষ করে নিলাম। আশা করি এই পেন্ডিংটা আপনাদের সবার খুবই পছন্দ হবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু আপনার তরমুজটি তো দারুন হয়েছে ।তরমুজটি থেকে এক পিস আমার বাসায় পাঠিয়ে দিন। খুব সুন্দরভাবে সম্পূর্ণ একটি তরমুজ এবং কেটে রাখা তরমুজ একসাথে অঙ্কন করেছেন ।মনে হচ্ছে এটি সত্যি একটি আসল তরমুজ। কালার এত ঝকঝকে হয়েছে দারুন লাগছে দেখে।
যদি এটি সত্যিকারে তরমুজ হতো তাহলে আমি নিজেই খেয়ে ফেলতাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আপনার তরমুজগুলো দেখে তো খুবই লোভনীয় লাগছে আপু। সত্যিই আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। কালার গুলো দেখে মনে হচ্ছে যেন একদম বাস্তব। কালার কম্বিনেশন একদম পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আপু অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
আমার তরমুজের পেইন্টিং টা আপনার ভালো লেগেছে যেন খুবই খুশি।
পোস্টার রং দিয়ে আঁকা তরমুজের পেইন্টিং টা চমৎকার হয়েছে। আমার অনেক পছন্দের একটা ফল। আসলে পোস্টার রং দিয়ে আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। আমার কখনো এই রং দিয়ে আর্ট করা হয়নি। সবমিলিয়ে সত্যি কারের 🍉 তরমুজ মতো কালার কম্বিনেশন আসছে। ধন্যবাদ আপু আপনাকে।
তরমুজ আমারও পছন্দের একটি ফল
আপনার প্রিয় ফল জেনে খুবই ভালো লাগলো আমার কাছে।
পোস্টার রং দিয়ে আঁকা তরমুজের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। প্রশংসনীয় কাজ ছিলো। আপনার আর্ট গুলো দেখতে অসাধারণ লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রশংসনীয় মন্তব্য করার জন্য।
ঠিকই বলেছেন আপনি পোস্টার রঙ দিয়ে আঁকা চিত্র গুলা বরাবরি অনেক সুন্দর দেখায়।। লাল সবুজে প্রস্তুত করা আপনার তরমুজের চিত্র খুবই সুন্দর দেখাচ্ছে বেশ ভালো লেগেছে আমার কাছে।।
অংকন পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
পোস্টার রং এর পেইন্টিং গুলো আপনার কাছে খুবই ভালো লাগে দেখে আমার অনেক ভালো লেগেছে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে তরমুজের পেইন্টিং করেছেন আসলে আপনার পেইন্টিং গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। আজকে আর্টিস্ট টি দেখতে খুব সুন্দর লাগছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে পুরো পোস্টটি উপস্থাপন করেছেন । শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চেষ্টা করলাম পেইন্টিং টি দিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ