পোস্টার রং দিয়ে আঁকা তরমুজের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে সুন্দর একটা পেইন্টিং করে দেখাবো। এরকম পেইন্টিং গুলো করতে আমার কাছে অনেক ভালো লাগে। কারণ পোস্টার রঙ দিয়ে আঁকলে রংগুলো খুব তাড়াতাড়ি ছবির সাথে মিশে যায়। তাই আমি আজকে পোস্টার রং দিয়ে তরমুজের পেইন্টিং করার চেষ্টা করলাম। শীতকালে তেমন একটি তরমুজ খাওয়া যায় না। কিন্তু গরমের সময় তরমুজ সবাই প্রচুর খেয়ে থাকে। কারন তরমুজে অনেক ভিটামিন এবং সবাইকে ঠান্ডা রাখতে পারেন। তাই আমি আজকে ভাবলাম একটি তরমুজের পেইন্টিং করা যাক। গরমকালের সময় আমরাও উপযুক্ত তরমুজ খেয়েছিলাম। তখন এই আটটি করার কথা আমার মাথায় ছিল না। কিন্তু শীতকালে এসে তরমুজের একটি ছবি দেখে তরমুজের পেইন্টিং করার অনুভূতি জাগলো। তাই আর দেরি না করে ছটফট তরমুজের পেইন্টিং করে নিলাম।

তরমুজের পেইন্টিংটা আঁকতে আমার অনেক ভালো লাগলো। আমরা যখন বাজার থেকে তরমুজ কিনে নিয়ে আসি তরমুজের মাঝখানটায় তেমন একটা লাল পাওয়া যায় না। আজকে নিজে লাল টুকটুকে তরমুজ দেখে খুব খেতে ইচ্ছে করছে। খেতে তো আর পারলাম না তাই ছবিটা সুন্দর ভাবে গিয়ে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের সবার খুবই পছন্দ হবে আমার এই তরমুজের পেইন্টিংটা।

IMG_20221115_151744.jpg

আঁকার উপকরণ

✓ আঁকার খাতা
✓ পোস্টার রং
✓ রং করার তুলি
✓ পেন্সিল
✓ রাবার
✓ কাটার
✓ মার্কার

আঁকার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি আঁকার খাতা নিলাম। তারপর সেই খাতাটার মাঝখানে পেন্সিল দিয়ে একটি তরমুজের স্কেচ অঙ্কন করে নিলাম।

IMG_20221114_231524_mfnr.jpg

IMG_20221114_231532_mfnr.jpg

ধাপ - ২ :

তারপর বড় তরমুজ আর তরমুজের কিছুর অংশের মধ্যে হালকা সবুজ রং দিয়ে সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20221114_231953_mfnr.jpg

IMG_20221114_232152_mfnr.jpg

ধাপ - ৩ :

তারপর তরমুজের হালকা সবুজ রঙের মাঝখানে গারো সবুজ রং দিয়ে আরো কিছুটা অংশ সুন্দরভাবে রং করে নিলাম।

IMG_20221114_232537_mfnr.jpg

IMG_20221114_232714_mfnr.jpg

ধাপ - ৪ :

তারপর তরমুজে ছোট ফ্রিজগুলোর মাঝখানে লাল রং দিয়ে সুন্দরভাবে কালারফুল করে রং করে নিলাম।

IMG_20221114_233036_mfnr.jpg

IMG_20221114_233206_mfnr.jpg

ধাপ - ৫ :

তারপর তরমুজের চারপাশে মার্কার কলম দিয়ে সুন্দরভাবে কালো দাগ টেনে নিয়ে নিলাম।

IMG_20221114_233453_mfnr.jpg

IMG_20221114_233701_mfnr.jpg

ধাপ - ৬ :

তারপর তরমুজের ছোট ফ্রিজ গুলোর লাল রঙের মাঝখানে কালো মার্কার কলম দিয়ে তরমুজের বিচির মতো করে রং করে নিলাম।

IMG_20221114_233855_mfnr.jpg

IMG_20221114_233906_mfnr.jpg

শেষ ধাপ :

এইভাবে খুব সুন্দর করে তরমুজের পেইন্টিংটি শেষ করে নিলাম। আশা করি এই পেন্ডিংটা আপনাদের সবার খুবই পছন্দ হবে।

IMG_20221115_151752.jpg

IMG_20221115_151759.jpg

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

আপু আপনার তরমুজটি তো দারুন হয়েছে ।তরমুজটি থেকে এক পিস আমার বাসায় পাঠিয়ে দিন। খুব সুন্দরভাবে সম্পূর্ণ একটি তরমুজ এবং কেটে রাখা তরমুজ একসাথে অঙ্কন করেছেন ।মনে হচ্ছে এটি সত্যি একটি আসল তরমুজ। কালার এত ঝকঝকে হয়েছে দারুন লাগছে দেখে।

 2 years ago 

যদি এটি সত্যিকারে তরমুজ হতো তাহলে আমি নিজেই খেয়ে ফেলতাম।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনার তরমুজগুলো দেখে তো খুবই লোভনীয় লাগছে আপু। সত্যিই আপনি খুব সুন্দর ভাবে অঙ্কন করেছেন। কালার গুলো দেখে মনে হচ্ছে যেন একদম বাস্তব। কালার কম্বিনেশন একদম পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আপু অসাধারণ একটি পেইন্টিং শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তরমুজের পেইন্টিং টা আপনার ভালো লেগেছে যেন খুবই খুশি।

 2 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা তরমুজের পেইন্টিং টা চমৎকার হয়েছে। আমার অনেক পছন্দের একটা ফল। আসলে পোস্টার রং দিয়ে আর্ট গুলো দেখতে বেশ ভালো লাগে আমার কাছে। আমার কখনো এই রং দিয়ে আর্ট করা হয়নি। সবমিলিয়ে সত্যি কারের 🍉 তরমুজ মতো কালার কম্বিনেশন আসছে। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

তরমুজ আমারও পছন্দের একটি ফল
আপনার প্রিয় ফল জেনে খুবই ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

পোস্টার রং দিয়ে আঁকা তরমুজের পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। প্রশংসনীয় কাজ ছিলো। আপনার আর্ট গুলো দেখতে অসাধারণ লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রশংসনীয় মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি পোস্টার রঙ দিয়ে আঁকা চিত্র গুলা বরাবরি অনেক সুন্দর দেখায়।। লাল সবুজে প্রস্তুত করা আপনার তরমুজের চিত্র খুবই সুন্দর দেখাচ্ছে বেশ ভালো লেগেছে আমার কাছে।।
অংকন পদ্ধতি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 2 years ago 

পোস্টার রং এর পেইন্টিং গুলো আপনার কাছে খুবই ভালো লাগে দেখে আমার অনেক ভালো লেগেছে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

আপনি খুব সুন্দর করে জল রং দিয়ে তরমুজের পেইন্টিং করেছেন আসলে আপনার পেইন্টিং গুলো খুবই দুর্দান্ত হয়ে থাকে। আজকে আর্টিস্ট টি দেখতে খুব সুন্দর লাগছে। আপনি ধাপে ধাপে আমাদের মাঝে পুরো পোস্টটি উপস্থাপন করেছেন । শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করলাম পেইন্টিং টি দিয়ে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.039
BTC 94899.27
ETH 3321.94
USDT 1.00
SBD 3.05