টার্গেট ডিসেম্বর সিজন 2 | 10+ steem পাওয়ার আপ

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

2022-08-03-09-37-03-891.jpg
আগের পোস্ট থেকে সংগ্রহ

আজকে আমি 10+ স্টিম পাওয়ার আপ করেছি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই সব সময়ের মতো আজকেও আমি পাওয়ার আপ করেছি। নিজের আইডি তে পাওয়ার আপ করা মানে শক্তি বৃদ্ধি করা। যার পাওয়ার যত বেশি তার ক্ষমতা ও ততবেশি। এই প্লাটফর্মে কাজ করতে হলে পাওয়ার আপ খুবই গুরুত্বপূর্ণ।

ধাপ -১

পাওয়ার আপ করার জন্য প্রথমে আমি আমার আইডি ওয়ালেট থেকে একটি স্ক্রিনশট নিয়েছি। আজ আমি 10+ স্ট্রিম পাওয়ার আপ করেছি।

Screenshot_2022-09-07-13-40-40-95_c0dc27f5c07cb0fb3541d6073dfd6932.jpg

ধাপ -২

এখানে আমি 10+ পাওয়ার আপ করেছি। এখন থেকে আমার প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার ইচ্ছে রয়েছে।

Screenshot_2022-09-07-13-43-06-94_c0dc27f5c07cb0fb3541d6073dfd6932.jpg

ধাপ শেষ -৩

Screenshot_2022-09-07-13-44-35-30_c0dc27f5c07cb0fb3541d6073dfd6932.jpg

আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে পাওয়ার আপের স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার জন্য। । আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার ডলফিন হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে । ডলফিন হয়ে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখে নিজের খুব আনন্দ হচ্ছে। এখন আমার পরবর্তী টার্গেট হলো ডাবল ডলফিন হওয়া। আমি আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে ডাবল ডলফিন হয়ে যাব।

সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। যাতে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারি। এটা বলে আমি শেষ করলাম।

Sort:  
 2 years ago 

পাওয়ার আপ মানে শক্তি বৃদ্ধি, জেনে ভালো লাগলো যে, আপনি আপনার পাওয়ার আপ ১০+ বৃদ্ধি করেছেন। আমি যতটুকু বুঝি সেটা যার স্টিম পাওয়ার যত বেশি তার ভোটিং পাওয়ার ততই বেশি। যদিও আমি ডলফিন এবং ডাবল ডলফিন এখনো বুঝিনা, তারপর ও আপনার ডাবল ডলফিন হওয়ার জন্য শুভকামনা থাকবে।

 2 years ago 

পাওয়ার আপ করা মানেই তো নিজের শক্তি বৃদ্ধি করা।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা অর্জন। আপনার স্টিম পাওয়ার দেখে সত্যিই আপু আমার চোখ কপালে উঠে গেল। এই সপ্তাহে আপনি ১০+ স্টিম পাওয়ার আপ করেছেন। এখন আপনার মোট স্টিম পাওয়ার ৭৮৩৭। আশা করি আপনি আপনার লোকে পৌঁছাতে পারবেন অতি দ্রুত।

 2 years ago 

চেষ্টা করব অল্প অল্প করে পাওয়ার আপ করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য।
সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি সক্ষমতা বৃদ্ধি। তাই সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে হলে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করাটা খুবই জরুরী। ধন্যবাদ আপনার পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত পোষ্টের পাশাপাশি ফারাপ করার চেষ্টা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো

 2 years ago 

আপনার পাওয়ার আপের পোস্ট দেখে ভালো লাগলো। এটি আমাদের সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। এভাবে ধারাবাহিকতা বজায় রেখে নিজের সক্ষমতা বৃদ্ধি করে এগিয়ে যান। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পাওয়ার আপ করলে নিজের ই লক্ষ্যে পৌঁছাতে অনেকটাই সুবিধা হয়
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি অর্জন করা।যতো বেশি পাওয়ার আপ ততো বেশি শক্তি বৃদ্ধি করা। আমাদের কাজ করতে হলে অবশ্যই পাওয়ার আপ বৃদ্ধি নিয়মিত করতে হবে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন নিয়মিত পাওয়ার আপ করা আমাদের জন্য খুবই জরুরী

 2 years ago 

আপু আপনার পাওয়ার আপ পোষ্টটি দেখে খুবই ভালো লাগলো। পাওয়ার আপ আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার আপের মাধ্যমে নিজেদেরকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারছি। আপনাকে ধন্যবাদ পাওয়ার আপ পোষ্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার পাওয়ার অফ পোস্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গুটি গুটি পায়ে আপনি বেশ অনেকটা দূর এগিয়ে গেছেন, আশা করি খুব তাড়াতাড়ি ডাবল ডলফিন হয়ে যাবেন ,শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পাওয়ার অফ নিয়ে খুব সুন্দর মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। ১০ স্টিম পাওয়ার আপ করে আপনি নিজের সক্ষমতাকে বৃদ্ধি করেছেন। এভাবেই আপনি সামনের দিকে আরো এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সত্যি পাওয়ার অফ মানেই নিজের ক্ষমতা বৃদ্ধি করা ।খুব সুন্দর করে মন্তব্য করায় এবং উৎসাহিত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95358.83
ETH 3366.72
USDT 1.00
SBD 3.11