জেনারেল রাইটিং :- আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়।

in আমার বাংলা ব্লগ3 days ago (edited)

হ্যালো বন্ধুরা

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।


doubt-3711259_1280.jpg

আজকে আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। প্রত্যেক মানুষের জীবনে সময় মূল্য অনেক বেশি। এই সময়ের মূল্য অনেকের সঠিকভাবে চেষ্টা করে কাজে লাগাতে। আবার অনেকে হেলে দুলে সময় নষ্ট করে। যেই মানুষটি সময়ের মূল্য সঠিকভাবে দিয়েছে সেই সফলতা অর্জন করতে পেরেছে। আর যে মানুষ সময়কে নষ্ট করেছে সেই জীবনে কোন কাজেই উন্নতি করতে পারে নাই। কারণ সময়ের মূল্য সময় দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এক সেকেন্ড ও মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ ওই এক সেকেন্ড মানুষের জীবনের অনেক পরিবর্তন করতে পারে।

তবে আমরা বেশিরভাগ মানুষ আছে সময়ের মূল্য দিতে পারে না। এই কারণে পরে আফসোস করি সময় নিয়ে। কারণ যেই সময়টি আজকে চলে গেল কালকে কোটি টাকা দিলেও ওই সময় আর আসবে না। কারণ যে সময় একবার চলে গেছে ওই সময় আর কখনো আসবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ছাত্র আছে স্কুল ফাঁকি দিয়ে টাইম পাস করে। আর ওই সময় মনে করে তাঁরা পড়ালেখার ক্ষেত্রে টাইম পাস করে ভালো করল। যখন একটা সময় দেখা যায় তাদের ক্লাসে ভালো ছাত্র গুলো ভালো পজিশনে গেলেন। এবং ভালো চাকরি পেয়েছেন। তখন যে ছাত্র গুলো টাইম পাস করেছেন ছাত্র জীবনে।

তারা ওই সময় আফসোস করে সময়ের মূল্য না দিয়ে পড়ালেখা না করে। আজকে যদি ওই ছাত্রদের মত সময়ের মূল্য দিয়ে পড়ালেখা করতে পারতাম তাহলে ওদের মতো ভালো পজিশনে থাকতে পারতাম। এরকম চিন্তা ভাবনা আমি নিজেও করি। কারণ সময়ের মূল্য না দিয়ে অনেক কাজে পিছিয়ে গেলাম। তাই প্রত্যেক মানুষ প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড মূল্য দেওয়ার দরকার। কারণ সময়ের মূল্য দিতে পারলে সবাই ভালো করতে পারবে। দেখা যায় অনেক সময় অনেক মানুষ তো যাচ্ছে। হয়তোবা পাঁচ মিনিট দেরি করে বাড়ি থেকে বাইর হলেন। তার জরুরী কাজটি যে সময় পৌঁছতে হবে এবং করতে হবে। ওই সময় লোকটি যেতে পারল না।

ওই কারণে ওই লোকের কাজটি হয় নাই। তখন ওই লোকটি আফসোস করে সময়কে নিয়ে। আমি যদি সময় মত বাড়ি থেকে বাহির হতে পারতাম তাহলে আমার কাজটি হত। এরকম প্রত্যেক মানুষ কোন না কোন সময় হেলে দুলে সময় পার করার জন্য আফসোস করে। কারণ সময়ের মূল্য সঠিকভাবে দিতে পারে নাই। ২৪ ঘন্টা একদিন হয়। আর এই ২৪ ঘন্টার মধ্যে প্রতিটি সেকেন্ড মিনিট এবং ঘন্টা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখন সময়ের মূল্য নষ্ট করেছে। একসময় ওই সময়ের মূল্য নিয়ে আফসোস করতে হয়। আর ওই সময় বলে নষ্ট করেছে সময় আমার জীবন। প্রত্যেক মানুষ যদি সময়ের মূল্য সঠিকভাবে দিতে পারে যে কোন কাজে সফলতা অর্জন করতে পারবে।

অনেক মানুষ দেখা যায় ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করে। এসব লোকগুলোর সময়ের কোন দাম নেই। একসময় ওই লোকগুলো সময়ের কারণে আফসোস করে। কারণ নষ্ট করেছে সময় এখন সময় তাদের জীবন নষ্ট করতেছে। এতে করে আমি মনে করি সবাই সময়ের মূল্য সঠিকভাবে দেওয়া দরকার। যে মানুষ সময়ের মূল্য সঠিকভাবে দেবে সে প্রতিটি কাজে সফলতা অর্জন করতে পারবে। তাই আমি মনে করি সময় নষ্ট না করে সময়কে মূল্যায়ন করা দরকার। আর এক সময় সময়ে মানুষকে একটা জায়গা নিয়ে যাবে। কারণ সময় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি সময়ের মূল্য সঠিকভাবে কাজে লাগাতে পারে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

🥰 ধন্যবাদ সবাইকে 🥰

Sort:  
 3 days ago 

কথায় আছে না সময়ের এক ফোড় আর অসময়ের দশ ফোড়।তাই আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগানো উচিত তাহলে ভবিষ্যতে আমাদের পস্তাতে হবে। আপনার সমস্ত কথাগুলো একদম বাস্তব সত্য।তাই আমাদের সবাইকে সময় কে সঠিকভাবে কাজে লাগানো উচিত।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আপু আমরা যদি সময়ের মূল্য না দেই তাহলে সময় একদিন ঠিক তার মূল্য দেখিয়ে দিবে। সময়ের মূল্যের খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে পড়ালেখা। পড়ালেখা থেকে আমরা সবাই দেখতে পাই যে সময়ের মূল্য কত । আমরা লেখাপড়া করার সময় যদি সেটা না করে অন্য কিছু করি তাহলে পরবর্তী সময়ে ঠিকই তার মর্যাদা বুঝতে পারে। আপনি খুবই সুন্দর কথা লিখেছেন ধন্যবাদ আপু।

 3 days ago 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আমরা সময়ের মূল্যায়ন করতে জানিনা। সঠিক সময়ে সঠিক ব্যবহার না করলে অন্য সময় আমাদের ক্ষতির কারণ বয়ে আনবে। তাই আমাদের সময়কে মূল্যায়ন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 3 days ago 

অনেকটা সময় নষ্ট করে ফেললে পরবর্তী সময়ে তার দাম দিতে হয়। তাই জন্য কখনোই একজন মানুষের সময় নষ্ট করা উচিত নয়। সময়ের কাজ যদি সময় করে নিতে পারি তবে ভবিষ্যতে তার সুফল পাওয়া অবশ্যম্ভাবী। আর যদি আমরা বসে বসে সময় নষ্ট করি, তবে পরবর্তী সময়ে আমাদের নিয়োগ খেলবে। আপনি দারুন সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করলেন।

 3 days ago 

IMG_20250116_201940.jpg

 3 days ago 

অনেক সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের এই পোস্ট লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এই পোস্ট পড়তে। আসলে আমরা যদি সময়কে নষ্ট করি, তাহলে একসময় সময় ও আমাদেরকে নষ্ট করে থাকে। প্রতিটা মানুষের অবশ্যই উচিত সময়ের যথাযথ ব্যবহার করা। পোস্টটা অনেক সুন্দর করে লিখলেন।

 3 days ago 

সময়কে কখনোই উচিত নয় নষ্ট করা। বরং আমাদের সবার উচিত সময়কে ভালোভাবে কাজে লাগানো। সময়কে কাজে লাগানোর ফলে আমরা নিজের জীবনে সফলতা অর্জন করতে পারব। সময় যদি আমরা নষ্ট করি তাহলে একসময় এটা আমাদেরও নষ্ট করে এটা একেবারে সত্য।

 2 days ago 

আপনার পোস্টের মাধ্যমে সময়ের গুরুত্ব অত্যন্ত ভালোভাবে তুলে ধরেছেন। সময়ের মূল্য না দেয়া অনেকেই জীবনে পিছিয়ে পড়ে, আর যারা সময়ের সদ্ব্যবহার করে, তারা সফলতার শিখরে পৌঁছায়। এত সুন্দর একটা লেখনী আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104379.88
ETH 3348.93
SBD 5.61