জেনারেল রাইটিং :- স্বপ্ন শুধু হাসায় না, কাঁদায় ও।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আচ্ছা আমি আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল পোস্ট শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে স্বপ্ন শুধু হাসায় না, কাঁদায় ও। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন নিয়ে মানুষ বেঁচে থাকে। আর স্বপ্ন মানুষকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা করে তুলে। স্বপ্নের মাঝে মানুষ অনেক ধরনের সুখ দুঃখ আনন্দ সব পায়। অনেক মানুষ দেখা যায় স্বপ্ন দেখে বড় হয়ে অনেক কিছু করবে। আবার অনেক মানুষ দেখা যায় স্বপ্ন দেখে ভালো ব্যবসা বাণিজ্য করে সামনের দিকে এগিয়ে যাবে। আর স্বপ্ন আছে বিদায় পৃথিবী এত সুন্দর। এবং স্বপ্ন আছে বিদায় পৃথিবীতে এত কষ্ট। কারণ স্বপ্নের মাঝে সুখ এবং কষ্ট দুটোই উপভোগ করা যায়।
এই কারণে বলা হয়েছে স্বপ্ন শুধু হাসায় না মাঝে মাঝে কাদায়। কারণ আমরা মানুষ আমাদের মধ্যে স্বপ্ন অনেক। স্বপ্নের মাঝে মানুষ অনেক কিছু কল্পনা করে। বর্তমান সময় দেখা যায় একজন প্রেমিক প্রেমিকা তাদের ভালবাসাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে তারা প্রিয় মানুষকে নিয়ে সুখে থাকবে। আর প্রিয় মানুষকে নিয়ে সারা জীবন একসাথে থাকার চিন্তা ভাবনা করে স্বপ্নের মাঝে। এবং স্বপ্নের মাঝে তারা দেখে তাজমহল ভালোবাসার। আর স্বপ্নের মাঝে তারা দেখে চাঁদ সমুদ্র পাড়ি দিয়ে অনেক দূর চলে গেল। তারা মনে করে ভালোবাসার মানুষ জীবনে ফেলে তারাই সুখী হবে।
যখন ভালোবাসার মানুষকে না পাওয়া হয় তখন তারা কষ্ট পায়। কারণ তারা স্বপ্নের মাঝে সব সময় চিন্তা করেছে ভালোবাসার মানুষকে পাবে। কখনো এটি চিন্তা করা নাই ভালবাসার মানুষকে হারিয়ে তারা কতটুকু কষ্ট পাবে। আর যখন ভালোবাসার মানুষটি তার জীবন থেকে চলে যায় তখন স্বপ্ন তাদেরকে কাঁদায়। কারণ স্বপ্ন দেখে তারা অনেক দূর এগিয়ে যায় এবং অনেক কিছু ভাবনা চিন্তা করে। স্বপ্ন আছে বিদায় পৃথিবী এত সুন্দর লাগে। কারণ স্বপ্ন মানুষের জীবন রঙিন করে। কখনো কখনো স্বপ্নের মধ্যে তুফান ও আসে। তুফান বলা হয়েছে এই কারণে অতিরিক্ত লোভ এবং বিশ্বাস করলে স্বপ্ন আবার মানুষকে কাঁদায়।
তাই আমি মনে করি স্বপ্ন দেখা ভালো কিন্তু চিন্তা করতে হবে স্বপ্ন আমাদেরকে হাসায় এবং কাঁদায়। কারণ আমরা সবাই চাই হাসতে পছন্দ করি। কিন্তু কেউ চায়না জীবনে স্বপ্ন ভেঙ্গে কাঁদতে। স্বপ্ন মধুর স্বপ্ন আশা স্বপ্ন মানুষের ভালোবাসা। যখন মানুষ স্বপ্ন দেখে এইগুলো কল্পনা করে। আর স্বপ্ন মানুষকে এমন কষ্ট দেয় অনেক সময় মানুষ নিঃস্ব হয়ে যায়। কারণ স্বপ্ন দেখেছে সেই অনেক দূর এগিয়ে যাবে এবং হিমালয় জয় করবে। কিন্তু পরে দেখা যায় সেই যেখানে শুয়ে আছে ওইখানেই আছে। তখন মানুষের কাছে অনেক খারাপ লাগে স্বপ্ন দেখে। আর যখন স্বপ্ন মানুষের স্বপ্নই থেকে যায় তখনও মানুষ নীরবে কাঁদে।
তবে স্বপ্ন দেখতে দোষ নেই। কারণ স্বপ্নের মধ্যে আপনাকে বুঝতে হবে স্বপ্ন আপনাকে হাসাতে পারে কাঁদাতেও পারে। আর স্বপ্ন দেখে অনেক সময় মানুষ চেষ্টা করে স্বপ্ন পূরণ করার জন্য। স্বপ্ন দেখে প্রিয় মানুষ তার ভালোবাসাকে জয় করার জন্য অনেক সময় নিজের জীবনও দিয়ে দেয়। স্বপ্ন আছে বিধায় পৃথিবীর সুন্দর এবং রঙিন লাগে। আর স্বপ্ন যখন মানুষকে কাঁদায় তখন পুরো পৃথিবী অন্ধকার লাগে। এ কারণে স্বপ্ন শুধু হাসায় না। স্বপ্ন মাঝে মাঝে অনেক কাঁদিয়ে মানুষকে নিঃস্ব করে। স্বপ্ন মানুষের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হলে মানুষ নিঃস্ব হয়ে যায়। তাই আমি মনে করি স্বপ্ন দেখা খুব ভালো। চেষ্টা করতে হবে স্বপ্ন পূরণ করার জন্য। আর স্বপ্ন না পূরণ হলে মানুষ কষ্ট পায় এবং নীরবে কাঁদে। আশা করি আমার আজকের টপিক পড়ে আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আসলে সব স্বপ্ন হাসায় না। কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আমাদেরকে কাঁদায়। স্বপ্নে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষ দেখে থাকে। ভালোবাসার মানুষকে নিয়ে হোক অথবা অন্য কাউকে নিয়ে। তবে সবার স্বপ্ন কি আর এভাবে পূরণ হয়। কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ভালোবাসার মানুষটাকে পাওয়ার ইচ্ছে সবার থাকে। তবে সবাই তাকে পায় না। তখন সত্যি অনেক কষ্ট হয়।
ঠিক বলেছেন কিছু কিছু স্বপ্ন মানুষকে কখনো কষ্ট দেয়
https://x.com/bdwomen2/status/1888215492139393224?t=ftiHp65BBYKHbuipZ8UxTg&s=19
সব স্বপ্ন মানুষকে হাসায় না এটা একদম ঠিক বলেছেন আপু। কিছু কিছু স্বপ্ন দেখে মানুষকে কান্না করতে হয়। আর অনেক কিছু আছে যেগুলো স্বপ্নের মত করে পাওয়া যায় না। তখন মানুষ নিতান্তই দুঃখ পাওয়া ছাড়া আর কোন কিছু করার থাকে না। আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে কিছু না কিছু স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কিন্তু সে স্বপ্নগুলো সব সময় পূরণ হয় না। আবার কিছু কিছু স্বপ্ন যেগুলো পূরণ হয় সেই না পাওয়া স্বপ্ন গুলোর দুঃখ ভুলিয়ে দেয়।খুব সুন্দর কিছু কথা লিখে আজকের পোস্টটা শেয়ার করেছেন, পড়ে ভালো লাগলো
ঠিক বলেছেন কিছু স্বপ্ন মানুষকে সব সময় দুঃখ দিয়েও থাকে
এটা সত্যি যে, স্বপ্ন মানুষের জীবনের অমূল্য অংশ। স্বপ্ন না থাকলে আমরা কোনো লক্ষ্য নিয়ে এগোতে পারতাম না। তবে, স্বপ্নের মাঝে সুখ ও দুঃখ দুইটাই থাকে। একদিকে, স্বপ্ন আমাদের উৎসাহিত করে, অন্যদিকে স্বপ্ন পূর্ণ না হলে কষ্টও দেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বপ্ন দেখার সাথে সাথে তাকে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করা। স্বপ্ন না পূরণ হলে মন খারাপ হতেই পারে, কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন স্বপ্ন দেখাটা জরুরি।
এরকম কিছু স্বপ্ন যেটা মানুষ না চাইলেও সব সময় মানুষের সাথে ঘটে চায়
যে যত বেশি স্বপ্ন দেখবে সে তত বেশি কষ্ট আর ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। কারণ সবার স্বপ্ন সব সময় সাফল্য তাই পৌঁছায় না। তাই পরিশ্রম করতে হবে বেশি স্বপ্ন কম দেখতে হবে। আর বর্তমান সময়ে তো প্রেম ভালোবাসা হয়ে গেছে মরীচিকা। এতে বেশিরভাগ মানুষ প্রতারিত হয়ে থাকে।
যত বেশি মানুষ নিজেকে গুছিয়ে না রাখবে ততই স্বপ্ন মানুষকে আকৃষ্ট করে কষ্ট দিবে
প্রত্যেক মানুষ হৃদয়ে স্বপ্ন বুনে। আর স্বপ্ন পূরণ করার জন্য মানুষ হাজার চেষ্টা করে থাকে । স্বপ্ন যখন পূরণ হয় তখন মানুষের মুখে হাসি ফুটে আর স্বপ্ন যখন ব্যর্থ হয়ে যায় তখন মানুষ ভেঙ্গে পড়ে কষ্টে তার চোখে জল আসে। স্বপ্ন যখন পূরণ হয় না তখন মানুষ চোখের জলে ভাসে। বেশ চমৎকার বিষয় উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্বপ্ন বুনে এটা সত্যি আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো
আপনি আজকে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। স্বপ্ন আমাদের হাঁসায়, বাঁচতে শেখায় কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলো আমাদের কাঁদায়। স্বপ্ন শুধু দেখলেই হয় না তা বাস্তবায়ন করার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়।আর এই স্বপ্নের জন্যে আমরা বেঁচে থাকি। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভালো লাগলো যখন আমার এই টপিক আলোচনা করে আপনারাও সুন্দর মন্তব্য করেছেন দেখে
স্বপ্ন মানুষ কে বাঁচতে শেখায়।আবার স্বপ্ন পূরণ না করতে পারলে মানুষ কে মরতেও শেখায়।তাই স্বপ্ন দেখতে হবে এমন যা আমরা পূরণ করতে পারি।আকাশ কুসুম স্বপ্ন দেখে তা পূরণ করতে না পেরে যেনো মরতে না হয় সেই চেষ্টা করতে হবে।
স্বপ্ন মানুষকে বাঁচতেও শিখায় আবার মানুষের জীবনে কেড়ে নিতে পারে
মানুষ হিসেবে আমরা স্বপ্ন দেখতে বেশ ভালোবাসি। স্বপ্নের মাধ্যমে আমরা অনেক কিছু কল্পনা করি যেটা ভবিষ্যতে করতে পারবো বা করা ইচ্ছে আছে। কিন্তু স্বপ্ন যখন সত্যি হয় তখন স্বপ্ন আমাদেরকে হাসায় আর কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো আসলে কখনো সত্যি হবে না সেই স্বপ্নগুলোই আমাদেরকে কাদায়। আপনার আজকের আলোচনার বিষয়টি পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। অনেক বাস্তবধর্মী একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন।
মানুষ হিসেবে একটা স্বপ্নকে অনেক ভালোবাসা যায় কিন্তু বাস্তবকে কখনোই না