আমার করা কিছু ফটোগ্রাফি ||
হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
এই ফটোগ্রাফিটি আমি গতকাল করেছিলাম। গতকাল আমিও আমার নীলফামারীর দুই বন্ধু মিলে আমাদের ভার্সিটির পাশেই বালুঘাট নামে একটি জায়গা রয়েছে সেখানে গিয়েছিলাম। জায়গাটির নাম হচ্ছে নাওড়া ঘাট। ঢাকা শহরে এরকম ফাঁকা জায়গা খুবই কম দেখা যায়। নাওড়া ঘাট জায়গাটিতে আমি আগে কখনো যাইনি। আমাদের ইউনিভার্সিটি থেকে যেতে মাত্র ১০ মিনিটের মত লাগে সেখানে আবার নদীর এপাশ থেকে ওপাশ নৌকায় করে যাওয়া লাগে। আমরা নৌকায় করে নদীর এপাশ থেকে ওপাশে যাই। আমরা যখন নদীর ওপারে যাই তখন নদীর ওপাশের ঘাট থেকে নৌকার এই ফটোগ্রাফিটি করে নিয়েছিলাম।
এই ফটোগ্রাফিটি আমি নদীর ওপারে তুলেছিলাম। নদীর ওপারের জায়গাটা ছিল অসাধারণ। ঢাকার মধ্যে এরকম ফাঁকা জায়গা খুবই কম দেখা যায় চারিদিকে ফাঁকা জায়গা ও রাস্তার পাশে একটি টঙের দোকান। টঙ্গের দোকানের লাল চা খেতে কার না ভালো লাগে। আমার বন্ধুরা যখন টঙের দোকানে চা খাচ্ছিল তখন আমি তাদের এই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম।
এই ফটোগ্রাফিতে আমি করেছিলাম নীলা মার্কেটে। আমি যখন প্রথম নিলা মার্কেটে গিয়েছিলাম তখন এসবের কিছুই ছিল না। কিন্তু কালকে যখন বালুঘাট থেকে নীলা মার্কেট গিয়েছি তখন এখানে একদম মেলার মতো হয়ে গিয়েছিল। বড় বড় নাগরদোলা, নৌকা রাইড সহ আরো অনেক ধরনের রাইড এখানে ছিলো। আর খাবার দোকানের তো কথাই নেই। নানা ধরনের খাবার দোকান এখানে বসেছিলো, বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে আরো অনেক খাবার দোকান এখানে বসেছিলো। নাগরদোলা ও নৌকার ফটোগ্রাফি গুলো আমি তখনই করেছিলাম এখানকার লাইটিং গুলোও আমার কাছে বেশ ভালো লেগেছে।
এই ফটোগ্রাফিটি ও আমি নাওড়া ঘাটে তুলেছিলাম। নাওড়া ঘাটে সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তুলেছিল। বালুঘাট নদী ও নদীতে নৌকার এই দৃশ্যটি আমার অনেক ভালো লেগেছে। আমি যখন নাওড়া ঘাটে গিয়েছিলাম তখন ঘাটের এপার থেকে নদী ও নৌকার এই ফটোগ্রাফিটি আমি ক্যামেরা বন্দি করে নিই। আশা করি ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।
হাওয়াই মিঠাই আমাদের সবাইকে শৈশবে নিয়ে যায়। হাওয়াই মিঠাই পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের সবারই প্রায় শৈশবের সাথে মিশে রয়েছে হাওয়াই মিঠাই। এ হাওয়াই মিঠাই ফটোগ্রাফিটি আমি নীলা মার্কেটে তুলেছিলাম। হাওয়ায় ভিডিও দেখেই যেন আমি আমার শৈশবে ফিরে গিয়েছিলাম। শৈশবে হাওয়াই মিঠাই আমার অনেক পছন্দ ছিল। আমি যখন হাওয়াই মিঠাই এর দোকান দেখেছিলাম তখনই ফোন বের করে হাওয়াই মিঠাই এর এই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দি করে নেই।
এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম নাওড়া ঘাটের ওপারে। আমি ইতিমধ্যেই আপনাদের বলেছি নাওড়াঘাটের ওপারের জায়গাটি বেশ ফাঁকা। ঢাকা শহরের মাঝে এরকম নিরিবিলি ফাঁকা পরিবেশ খুবই কম দেখা যায়। আমার করা ফটোগ্রাফিটিতে আপনারা দেখতে পারছেন একটি রাস্তায় রাস্তার পাশে ফাঁকা মাঠ ও আরেক পাশে নদী, এর সাথে রয়েছে একটি গাছ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে আরো কয়েক গুণ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
🌼ধন্যবাদ🌼
বিষয়: ফোটোগ্রাফি 📸
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আপনি সবসময় খুব সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন। আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি ও ভীষণ সুন্দর হয়েছে। বিশেষ করে প্রথম নৌকার ফটোগ্রাফিটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। হাওয়াই মিঠাই দেখলে সত্যি ছোটবেলার কথা মনে পড়ে যায়। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফিগুলো দেখে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দুই বন্ধু মিলে নদীর পাড়ে গিয়েছিলেন দেখে ভালো লাগলো। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আর এরকম সুন্দর দৃশ্য গুলো দেখলেই তো ছবি তুলতে ইচ্ছে করে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া।
দোয়া রাখবেন যেনো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।
ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আজকে আপনার ফটোগ্রাফি পোস্টের মাধ্যমে বেশ কয়েকটি ছবি দেখতে পেয়ে ভালো লেগেছে আমার। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে নৌকার ছবিটা আমার কাছে ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। এ ধরনের প্রকৃতির ফটোগ্রাফি দেখতে আমার অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে ফটোগ্রাফি পোস্ট করে থাকি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফিগুলো দেখে গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো ৷ প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ বিভিন্ন ধরনের ফটোগ্রাফি মাধ্যমে দারুণ কিছু সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন ৷ ধন্যবাদ আপনাকে
আপনাকেও অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি দেখছি আজকে বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার নাওড়া ঘাটের নৌকার ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন লাগছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি পোস্টটি দেখে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে নাওড়া ঘাটে এর ফটোগ্রাফি এবং নীলা মার্কেটে এর ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। সুন্দরভাবে সুন্দরবননা দিয়ে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার করা ফটোগ্রাফি আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো।
প্রতিটি ছবি যদি অসাধারণ বলে তাহলেও কম বলা হয়। প্রত্যেকটা ছবি তোলার সময় লাইটের ব্যবহার এবং ছবির অ্যাঙ্গেল খুব সুন্দর। আসলে প্রত্যেকটি ছবিই ভালো আলাদা করে মনের নানান ঘরের নানান কথা বলে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
বাহ্ আজকে আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া। আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। সব গুলো ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।