ইউয়াইইউ সিএসসি ফেইস্ট ২০২৫ || পর্ব-০১||

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে আমাদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত CSE FEST 2025 উদযাপনের প্রথম দিনের অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি আজকে ও কালকে এই দুইদিন ব্যপি চলবে। আমি আজকে সকাল থেকেই ইউনিভার্সিটিতে ছিলাম কারন আমার ডিপার্টমেন্টের প্রোগ্রাম তাই অনেক কিছু দেখাশোনার কাজ ছিল। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


1000044753.jpg

আমি আজকে সকালে উঠেই ইউনিভার্সিটিতে চলে যাই। এবং সেখানে CSE স্টুডেন্টরা প্রোগ্রামের বিভিন্ন কাজে যুক্ত ছিল অনেকে আবার ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের স্টল দিয়েছিল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর CSE FEST 2025 এ অনেকগুলো ইউনিভার্সিটি অংশগ্রহণ করেছে। এবং এই অনুষ্ঠানের অতিথিগুলো বর্তমান সরকারের উপদেষ্টা। বেশ বড় আকারে বিকেলবেলা এই অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করার পরেই ভার্সিটির কালচারাল ক্লাবের শিক্ষার্থীরা স্টেজে পারফর্ম করে। গান, নাচে শিক্ষার্থীদের বিনোদন দেয়। ইউনিভার্সিটি এর কালচারাল ক্লাবের বাইরেও অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসা শিক্ষার্থীরাও পারফরম্যান্স করে।

আমি বিকেল বেলায় ইউনিভার্সিটি চারদিক ঘুরে দেখতে থাকি। একটি বড় স্টেজ সাজানো হয়েছিল কনসার্টের জন্য এবং সন্ধ্যার পর তিনটি ব্যান্ড এখানে পারফর্ম করবে তাদের মধ্যে একটি বাংলাদেশের অতি পরিচিত ব্যান্ড কার্নিভাল। ইউনিভার্সিটি মাঠের মধ্যে বেশ কিছু স্টল বসেছিল সেখানে নানান ধরনের খাবার থেকে শুরু করে অনেক ধরনের জিনিস স্টলগুলোতে সাজানো ছিলো। আমি মাঠের মধ্যে ঘুরে ঘুরে স্টলগুলো দেখতে থাকি। ইউনিভার্সিটির গ্যালারিতেও বেশ কিছু খাবারের স্টল বসেছিলো।


1000044807.jpg

1000044805.jpg

কিছুক্ষণ পর আমার কিছু বন্ধু আছে ইউনিভার্সিটিতে। আমি তাদের ইউনিভার্সিটিতে ঢুকাই ইউনিভার্সিটিটি ঘুরিয়ে দেখাতে থাকি। অনুষ্ঠানের কারণেই ইউনিভার্সিটিটি বেশ চমৎকারভাবে সাজিয়েছিল। আমরা ইউনিভার্সিটির গ্যালারিতে থাকা কফি শপ থেকে সবাই মিলে কফি খাই। এরপর আমরা ইউনিভার্সিটির গ্যালারিতে সবাই মিলে বসে আড্ডা দেই। আড্ডা দেওয়ার একপর্যায়ে মাগরিবের আজান দেয় তখন অনুষ্ঠানটি নামাজের বিরতি দেয়। নামাজের বিরতির পর আমরা ইউনিভার্সিটি মাঠে কনসার্ট দেখার জন্য যায়। প্রথমেই পারফর্ম করে আমাদের ইউনিভার্সিটির একটি ব্যান্ড আমার বন্ধুরা এই ব্যান্ডের গান শোনার পর বাসায় চলে যায় কারণ তাদের বাসায় একটু দূরে। তাদের বিদায় দেওয়ার পর আমি আবার ইউনিভার্সিটিতে আসি।

ইউনিভার্সিটিতে এসে আমি আমার ইউনিভার্সিটির বন্ধুদের সাথে দেখা করি ও একসাথে কনসার্ট উপভোগ করতে থাকি। আজকের মেইন ব্যান্ড ছিল কার্নিভাল। কার্নিভাল পারফর্ম করার আগে আরো দুটি ব্যান্ড তাদের গান আমাদের মাঝে পারফর্ম করে। এবং সব শেষ রাত নয়টায় কার্নিভাল স্টেজে উঠে তাদের পারফরম্যান্স করে। আমরা যারা বাংলা ব্যান্ড মিউজিক গান শুনি তারা কার্নিভাল ব্যান্ডকে খুব ভালোভাবেই চিনি। কার্নিভাল ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে তুমি আমার সত্য, তুমি নেই। আমরা সবাই মিলে কার্নিভাল ব্যান্ডের গানগুলো উপভোগ করি। আমাদের এই প্রোগ্রাম যেহেতু দুই দিনব্যাপী তাই কালকেও কনসার্টের আয়োজন রয়েছে এবং কালকে কনসার্টে আসবে একটি অতি পরিচিত বাংলা ব্যান্ড ইনকোর তার সাথে আসবে মিনার রহমান ও প্রজন্ম বাউল ব্যান্ড। তাই বলা যেতেই পারে আজকের তুলনায় কালকের কনসার্ট টি আরো বেশি উপভোগ করার মত হবে কারণ মিনার ও ইনকোর অনেক বেশি জনপ্রিয়। কনসার্টটি শেষ হলে আমিও আমার বন্ধুরা মিলে বাসায় ফিরে আসি।


1000044863.jpg

আজকের মত এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিযয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

1000044920.jpg

1000044918.jpg

1000044917.jpg

1000044914.jpg

 last month 

CSE FEST 2025 উপলক্ষে খুব সুন্দর ভাবে সব কিছু ডেকোরেশন করা হয়েছে এবং আয়োজন করা হয়েছে।ব্যান্ড কার্নিভাল এখানে পারফর্ম করবে জেনে ভালো লাগলো। আপনারা সবাই দারুণ মুহূর্ত কাটিয়েছেন। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। বাকি পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67