স্বরচিত কবিতা "বিজয় দিবস"||

in আমার বাংলা ব্লগ2 months ago
আসসালামু আলাইকুম/আদাব
আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ আমি আমার স্বরচিত কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। আমি মাঝে মাঝেই লেখালেখি করি। কবিতা লিখতে বেশ ভালোই লাগে। অবসর সময়ে প্রায়ই আমি কবিতা লেখি। তাই আজ আমি নিজের লেখা একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি একটি কবিতা লিখলাম কবিতার শিরোনাম দিলাম "বিজয় দিবস"।

1000037498.jpg

কবিতার পিছনের গল্প

কবিতার মূলভাব হলো বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য ও চেতনা। এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ, এবং স্বাধীনতার গৌরবময় অর্জনকে তুলে ধরে।


1000037606.jpg

"বিজয় দিবস"
আল হিদায়াতুল শিপু

লাল সবুজের প্রান্তরে আজ
এক অন্যরকম সকাল।
নদীর জলে মিশে থাকা
শ্যামলিমার প্রতিফলনে
ভেসে ওঠে সেই দিনের কথা—
যেদিন বায়ান্নের শহীদদের
রক্তে ভেজা ভূমি থেকে
সত্তরের ঝড়ো হাওয়ায়
তিরিশ লাখ প্রাণের আর্তনাদ ছুঁয়ে গিয়েছিল বাংলার আকাশ।

আজ বিজয় দিবস।
স্বাধীনতার গৌরবে ছেয়ে
থাকা এক চেতনার দিন।
পতাকার লাল অংশে জ্বলছে
মুক্তিযোদ্ধার রক্তের দীপ্তি,
সবুজ অংশে রচিত এক অনন্ত শান্তির বার্তা।

এ বিজয় এক প্রতিজ্ঞা—
শোষিতের মুক্তি, বঞ্চিতের অধিকার।
রক্ত ঝরেছে যেন এ মাটি কারো করতলে না বন্দী হয়,
এ গগন যেন কারো শাসনে না বাঁধা পড়ে।

আজ আমাদের দায়িত্ব—
শহীদের স্বপ্নের বাংলাকে এগিয়ে নেওয়া।
জন্মভূমির প্রতিটি ধূলিকণা, প্রতিটি নদীর ধারা,
এবং মানুষের হাসি যেন লাল-সবুজের ছায়ায় বেঁচে থাকে।

তাই বিজয়ের এই দিনে শপথ নিক সকলে—
স্বাধীনতার গল্প শুধু বইয়ের পাতায় নয়,
পথের ধুলায়, হৃদয়ের স্পন্দনে, কাজের প্রতিটি শিরায় শিরায় জ্বলবে।
তাহলেই হয়তো মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে,
আমাদের বিজয়ের ইতিহাস পাবে চিরন্তন জীবন।

লাল-সবুজে রক্তের দাগ মুছে যাবে না,
মুছে যাবে না সেই ১৬ ডিসেম্বরের সূর্যোদয়।
এ বিজয়, এ অহংকার, এ আমাদের বাংলাদেশ।


আমার মায়ের অনুপ্রেরণায় আমার লেখালেখির জগতে আসা। যদিও মায়ের ইচ্ছে পূরণ করতে পারিনা তবে মাঝে মাঝে সময় পেলে কবিতা লেখার ট্রাই করি। আম্মুর পদ্য কবিতাগুলো আমার কাছে দারুণ লাগে। কি চমৎকার করে স্বরবৃও ছন্দে লিখেন। ৮ ৬ মাত্রার এই কবিতাগুলো আমি নিয়মিত ফলো করি এবং সেভাবে লেখার চেষ্টা করি,তবে দু একটি মাত্রা এদিক সেদিক হলে আম্মুর কাছে ঠিক করে নিই। আমার মায়ের লেখা কবিতার অনেক ভক্ত পাঠক আমি দেখেছি দেশ এবং দেশের বাইরেও, যা আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আমার বাংলা ব্লগ পরিবারেও অনেকেই আম্মুর লেখা কবিতাগুলো ভীষণ পছন্দ করে, এটি আমার কাছে অনেক গর্বের। আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীতে আরো মজার মজার কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 2 months ago 

1000037663.jpg

1000037665.jpg

1000037677.jpg

1000037683.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার পতাকা হাতে ধরে এমন সুন্দর একটি ফটো দেখে ভালো লাগলো কবিতা আবৃত্তি করে ভালো লাগলো আমার।

 2 months ago 

প্রথমেই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। বিজয় দিবস উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন এবং কবিতার নামও দিয়েছেন বিজয় দিবস।কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।মুক্তিযোদ্ধাকে মনে ধারণ করে এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার লেখা কবিতাটা খুবই সুন্দর হয়েছে। বিজয় দিবস কবিতাটি পুরোপুরি ভাবে পড়তে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে আপনি ছন্দের সাথে ছন্দ মিলিয়ে পুরো কবিতাটা লিখেছেন। এরকম সুন্দর কবিতা গুলো পড়তে অনেক বেশি পছন্দ করি আমি। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন দারুন ছিল।

 2 months ago 

বিজয় দিবস উপলক্ষে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। বিজয় মানেই অন্য রকমের আনন্দ। আর বিজয় মানেই অন্য রকমের উল্লাস। অসাধারণ হয়েছে কবিতার লাইন গুলো। খুবই ভালো লাগলো কবিতা পড়ে।

 2 months ago 

বিজয় দিবস নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে এই দিন আমাদের সবার জন্য বিশেষ একটি দিন। আর এই দিনকে স্মরণ করে আপনি মনের অনুভূতি দিয়ে অসাধারণ কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তবে এমনিতে আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। ভালো লাগলো কবিতাটি পড়ে আপনার।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.032
BTC 84168.37
ETH 2275.93
USDT 1.00
SBD 0.68