ইউনিভার্সিটিতে কাটানো কিছু সময় ||

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে উনিভার্সিটিতে কাটানো আজকের দিনটি শেয়ার করতে যাচ্ছি। আমি গতকাল নীলফামারী থেকে ঢাকায় এসেছি কারণ আজকে ইউনিভার্সিটিতে আমার তিনটি ক্লাস ছিল। ঢাকায় এসে প্রায় ১০ দিন পরে ইউনিভার্সিটিতে কাটানো আজকের দিন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG_20250105_191418.jpg

আজকে আমার ইউনিভার্সিটিতে তিনটি ক্লাস ছিল। আমার প্রথম ক্লাসটি ছিল সকাল ১১ টায়। আমি আজকে সকালে ঘুম থেকে উঠি নয়টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। সকাল দশটার মধ্যে আমি ইউনিভার্সিটিতে পৌঁছে যাই। ইউনিভার্সিটিতে গিয়েই সবার আগে ইউনিভার্সিটি'র ক্যান্টিনে গিয়ে সকালের নাস্তা করে নেই। এর মধ্যে আমার বন্ধুরাও ইউনিভার্সিটিতে চলে আসে, প্রায় ১০ দিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আমিও আমার বন্ধুরা মিলে ভার্সিটির গ্যালারিতে আড্ডা দেই ও ক্লাসের সময় হয়ে গেলে আমরা সবাই মিলে ক্লাসে যাই।

আমাদের প্রথম ক্লাসটি শেষ হয় দুপুর ১২ টা ৩০ মিনিটে। ক্লাস শেষ হওয়ার পরে আমাদের পরবর্তী ক্লাস ছিল দুপুর ১:৫০ মিনিটে প্রায় এক ঘন্টা ২০ মিনিটের মত একটি বিরতি ছিল। আমি ও আমার বন্ধুরা মিলে আবার ইউনিভার্সিটি'র ক্যান্টিনে গিয়ে দুপুরের খাবার খাই। ক্যান্টিনে খাওয়ার পর আমরা সবাই মিলে ইউনিভার্সিটির গ্যালারিতে যাই। সেখানে বসে বেশ কিছুক্ষণ সবাই মিলে গল্প করি। দুপুরে একটা ৪৫ মিনিটে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসের উদ্দেশ্যে যাই।


IMG20250105164027.jpg

আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল ভেক্টর। এটি মূলত গণিতের একটি কোর্স। আমরা মনোযোগ দিয়ে ম্যামের ক্লাসটি করি। আমাদের এই ভেক্টর ক্লাস টি শেষ হয় বিকেল ৩:১০ মিনিটে। আবার বিকেল তিনটা দশ মিনিট থেকে আমাদের পরবর্তী ক্লাস শুরু। আমরা ভেক্টর ক্লাসটি শেষ করে আমাদের পরবর্তী ক্লাস এর দিকে যাই। আমাদের শেষ ক্লাসটি ছিল ইলেকট্রিক সার্কিট। আমরা মনোযোগ দিয়ে ম্যামের ক্লাসটি করি। এই ক্লাসে ম্যাম আমাদের কয়েকটি ইলেকট্রিক সার্কিট সলভ করে দেয় এবং আমাদেরও কিছু ইলেকট্রিক সার্কিট সলভ করতে দেয়। আমরা সবাই ইলেকট্রিক সার্কিট এর প্রবলেমগুলো সলভ করি। এদের সাথে আমাদের আজকের সর্বশেষ ক্লাসটি শেষ হয় বিকেল ৪'৩০ মিনিটে।

সকাল ১১ টা থেকে বিকেল ৪'৩০ পর্যন্ত ক্লাস করার পর সকল এর বেশ ক্লান্তি ভাব চলে এসেছিল। তাই আমরা সকলে মিলে ইউনিভার্সিটি ক্যাম্পাসে অবস্থিত কফি শপে চলে যাই। আমাদের ইউনিভার্সিটি কফি শপে অনেক ধরনের কফি পাওয়া যায়। আমি ও আমার বন্ধুরা এখান থেকে ব্ল্যাক কফি অর্ডার করি, কিছুক্ষণের মধ্যে তারা ব্লাক কফি সার্ভ করে। আমরা ইউনিভার্সিটির মাঠে গিয়ে বসে ব্লাক কফি শেষ করি এবং কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসার দিকে চলে আসি। এই ছিলো ইউনিভার্সিটি ক্যাম্পাসে কাটানো আজকের সময়।


IMG20250105165808.jpg


আজকের মত এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

1000041741.jpg

1000041746.jpg

1000041748.jpg

 2 months ago 

অনেক ভালো লাগলো ভাইয়া আপনার ইউনিভার্সিটির ক্লাসের এই সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে ব্যক্ত করেছেন দেখে। আপনাদের প্রথম ক্লাস ১১ টার সময় ছিল আর আপনি ঘুম থেকে উঠতে দেরি করেছেন নয়টার দিকে উঠেছেন। আর এভাবেই ইউনিভার্সিটিতে উপস্থিত হয়ে যে সমস্ত কার্যক্রম করেছেন সমস্ত কিছু একটু একটু করে জানানোর চেষ্টা করেছেন আমাদের। খুব ভালো লাগলো সমস্ত কিছুই জেনে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67