ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৭তম কনভোকেশন||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে ভালোবাসা দিবস ও বসন্তের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত ৭তম কনভোকেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই ৭তম কনভোকেশন এর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আজ আমি আপনাদের মাঝে আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭তম কনভোকেশন এর প্রস্তুতি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

IMG_20240218_173410.jpg

কালকে আমার ইউনিভার্সিটিতে ক্লাস ছিলো দুপুর থেকে ১২ টা ৩০ থেকে বিকেল ৪'৩০ পর্যন্ত। আমার প্র‍থম ক্লাস ছিলো দুপুর ১২'৩০ থেকে দুপুর ১'৫০ পর্যন্ত এবং আমার দ্বিতীয় ক্লাস ছিল বিকেল ৩'১০ থেকে বিকেল ৪'৩০ পর্যন্ত। প্রথম ক্লাসের পর বেশ কিছু সময় কে আসছিল দ্বিতীয় ক্লাস শুরু হতে। আমি দুপুর ১২ টার মধ্যেই ভার্সিটি পৌঁছে যাই এবং দুপুর ১২ঃ৩০ মিনিট থেকে আমার প্রথম ক্লাসটি করি। প্রথম ক্লাস শেষ করার পর আমি যখন ভার্সিটির গ্যালারিতে যাই তখন দেখি ভার্সিটির ৭তম কনভোকেশনের প্রি-শুট চলছে।

IMG20240217163807.jpg

প্রথমে ভার্সিটির ভেতরে প্রি-শুট চলছিলো তখন আমি ক্লাসে ছিলাম। আর যখন আমার ক্লাস শেষে গ্যালারিতে আসি তখন প্রি-শুট চলছিলো ভার্সিটর মাঠে। আমি ভার্সিটির মাঠে যেয়ে কনভোকেশন এর প্রি-শুট দেখতে থাকি । ভার্সিটির মাঠে প্রায় কয়েকবার একটা সিন এর রিটেক নিয়ে ফাইনাল ভিডিও শুট করা হয়।

IMG20240217170240.jpg

এরপর আমার ক্লাসের সময় হলে ক্লাসে চলে যাই। আমার ক্লাস ছিলো ৩'১০ থেকে ৪'৩০ পর্যন্ত। আমি ক্লাসে যেয়ে মনোযোগ দিয়ে ক্লাসটি করি। ক্লাস শেষ করে আমি যখন ভার্সিটির গ্যালারিতে যাই তখন ও কনভোকেশন এর প্রি-শুট চলছিলো। এবং এই কনভোকেশন এর প্রি-শুটে কালচারাল ক্লাবের সদস্যরা প্রত্যক্ষভাবে সাহায্য করে। আমি আবার ভার্সিটির মাঠে যেয়ে কনভোকেশন এর প্রি-শুট দেখতে থাকি।

IMG20240217170027.jpg

বিকেল ৫ টার কিছুক্ষণ পরে এই প্রি-শুটিং শেষ হয়। আমি প্রি শুটিং শেষ হওয়া অবধি কনভোকেশনের প্রি-শুটিংটি দেখি। আমার কাছে কনভোকেশন এর প্রি-শুটিংটি অনেক বেশি ভালো লাগে। কনভোকেশনের প্রি-শুটিংটি শেষ হলে আমি ভার্সিটি থেকে বের হয়ে আসি। ভার্সিটি ঢোকার গেটে বড় করে কনভোকেশন শুরু হাওয়ার সময় কাউন্টিং চলছে।

IMG20240218155428.jpg

আজকের মতো এখানেই। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95924.26
ETH 2810.51
SBD 0.67