ইউনিভার্সিটিতে কাটানো সুন্দর মুহূর্ত ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে ইউনিভার্সিটিতে কাটানো আজকের দিন সম্পর্কে লিখতে যাচ্ছি বা ইউনিভার্সিটিতে কাটানো সময় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
ইউনিভার্সিটিতে আজকে আমার টোটাল তিনটি ক্লাস ছিল। আমার প্রথম ক্লাসটি ছিল সকাল ১১:০০ টায়। আমি সকালে ঘুম থেকে উঠি নয়টার দিকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইউনিভার্সিটি দিকে রওনা দেই। ইউনিভার্সিটি গিয়েই ইউনিভার্সিটির ক্যান্টিনে সকালের নাস্তা করে নেই। সকালের নাস্তা করার পর আমি ইউনিভার্সিটির গ্যালারিতে বসে থাকি। কিছুক্ষণের মধ্যেই আমার ইউনিভার্সিটি'র বন্ধু গুলো চলে আসে তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দেই। সকাল ১১ টায় ক্লাসের সময় হয়ে গেলে আমি ক্লাসে চলে যাই। আমাদের প্রথম ক্লাসটি ছিল ফিজিক্স,এই ক্লাসে ম্যাম আমাদের ফিজিক্স এর কিছু প্রবলেম সলভ করায় ও কিছু থিওরি পড়ায়। আমিও আমার বন্ধুরা মনোযোগ দিয়ে ক্লাসটি করি। আমাদের প্রথম ক্লাসটি শেষ হয় দুপুর ১২'৩০ মিনিটে।
আমাদের পরবর্তী ক্লাসটি দুপুরে ১'৫০ মিনিটে অর্থাৎ দুপুর ১২'৩০ মিনিট থেকে এক ঘন্টা ২০ মিনিটের একটি বিরতি ছিল। এই বিরতিতে আমরা ইউনিভার্সিটির ক্যান্টিনে গিয়ে দুপুরের খাওয়া করে নেই। দুপুরে খাওয়ার পর আমরা আবারো ইউনিভার্সিটির গ্যালারিতে গিয়ে বসি এবং গল্প করতে থাকি। আমাদের ইউনিভার্সিটিতে আগামী শুক্র ও শনিবার CSE Fest হতে যাচ্ছে তাই ইউনিভার্সিটির গ্যালারি সাজানোর কাজ চলছিল। ইউনিভার্সিটির গ্যালারি খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছিল আমি বসে বসে এটি দেখছিলাম।
আবারো ক্লাসের সময় হয়ে গেলে আমি ও আমার বন্ধুরা মিলে ক্লাসের দিকে যাই। আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিলো ভেক্টর। ম্যাম আজকে ভেক্টরের নতুন চ্যাপ্টার শুরু করিয়েছিল তাই শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে ক্লাসটি করে। ম্যাম প্রথমে আমাদের সূত্রগুলো বুঝিয়ে দেয় এবং তারপর সেই সূত্র থেকে আমাদের বেশ কিছু ম্যাথ করায় ও ম্যাথ করানোর পরে আমাদের করার জন্য কিছু ম্যাথ দিয়ে দেয়। আমাদের এই ক্লাসটি শেষ হয় বিকেল ৩'১০ মিনিটে। এরপর আমাদের ৩'১১ মিনিট থেকে আজকের সর্বশেষ ক্লাসটি ছিল। আজকের শেষ ক্লাসটি ছিল আমাদের ইলেকট্রিক সার্কিট। ম্যাম আজকে আমাদের ইলেকট্রিক সার্কিটের এসি সার্কিট পার্টটুকু করিয়েছে কিভাবে কনভারশন টাইম থেকে ফেজে কনভারশন শিখিয়ে কিছু সার্কিট সলভ করিয়ে দেয়। আমাদের এই ক্লাসটি শেষ হয় বিকেল ৪'৩০ মিনিটে।
আমাদের ক্লাস শেষ হলে আমরা ইউনিভার্সিটির মাঠের দিকে যাই। বিকেলবেলা ইউনিভার্সিটি'র মাঠে ইউনিভার্সিটি শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। মাঠের একদিকে ইউনিভার্সিটি স্টুডেন্টরা ক্রিকেট খেলছিল তো অন্যদিকে অন্য শিক্ষার্থীরা ফুটবল খেলছিল। আবার মাঠের পাশে কিছু শিক্ষার্থীরা ব্যাডমিন্টন খেলছিল। আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠ বেশ বড় তাই খেলাধুলা নিয়ে এখানে কোন রকম সমস্যা হয় না। আমি ও আমার বন্ধুরা মাঠের চারদিকে একটু হাঁটাহাঁটি করি এবং বাসায় ফিরে আসি।
আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
ইউনিভার্সিটিতে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। একদিনে তিনটা থাকলে একটু কষ্ট হয়ে যায়। তবে আপনি সুন্দর মুহূর্ত কাটিয়েছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দরভাবে দেখছি ডেকোরেশন করা হচ্ছে ফেস্ট এর জন্য। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।