রিয়াল মাদ্রিদ বনাম আটালান্টা ম্যাচ রিভিউ ||

in আমার বাংলা ব্লগ12 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে গতকাল রাতে হাওয়া UCL ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম আটালান্টা ম্যাচটি রিভিউ করতে যাচ্ছি। আপনারা যারা ফুটবল প্রেমী তাদের জন্য আজকের পোস্টটি রিলেটিভ হবে। আশা করি আমার ম্যাচ রিভিউ আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


1000036204.jpg

স্ক্রিনশটটি sportzfy app থেকে নাওয়া।

গতকাল রাতে UCL এ মুখোমুখি হয় রিয়াদ মাদ্রিদ বনাম আটানাল্টা। এই সিজন রিয়াল মাদ্রিদের খুব একটা ভালো যাচ্ছে না। কালকের ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ বর্তমানে ১৮ নম্বর অবস্থানে অবস্থান করছে। আমি কালকে রাতে রিয়াল মাদ্রিদ বনাম আটলান্টা এর ম্যাচটি সরাসরি দেখি। ফুটবল আমার অনেক ভালো লাগে, আমি যদিও বার্সেলোনা সাপোর্টার তারপরেও রিয়াল মাদ্রিদের খেলা হলে সুযোগ পেলেই সেটি দেখার চেষ্টা করি। গতকাল বাংলাদেশ সময় রাত দুটোয় ম্যাচটি শুরু হয়। আমি আমার মোবাইলে sportzfy app থেকে ম্যাচটি সরাসরি দেখছিলাম।

ম্যাচটি শুরু হওয়ার পর থেকেই রিয়াল মাদ্রিদ ডমিনেট করছিল। শুরুর দিকে রিয়াল মাদ্রিদের এমন ডমিনেট বিপক্ষ দলকে চাপে ফেলে দেয়। শুরুর দিকে এমবাপ্পে যে কিনা রিয়াল মাদ্রিদের মেইন স্ট্রাইকার সে চমৎকার একটি সুযোগ পায় গোল করার কিন্তু সেটি অফসাইড হয়ে যায়। তবে রিয়াল মাদ্রিদ ও এমবাপ্পে কে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি কাঙ্খিত কোলের দেখা পেতে। ম্যাচের মাত্র ১০ মিনিট সময় কিলিয়ান এমবাপ্পের চমৎকার একটি গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ ১ গোলের লীডে এগিয়ে যায়। কিন্তু ম্যাচের ৩৫ তম মিনিটে এমবাপ্পে কে একটি ইনজুরির জন্য মাঠ ছাড়তে হয় এবং এমবাপ্পের বদলি হিসেবে ব্রাজিলের রোদ্রিগো মাঠে নামে। হাফ টাইম এর আগে আটলান্টা ও বেশ কিছু সুযোগ পায় তবে রিয়াল মাদ্রিদ প্রথম অর্ধে এক গোলের লীডে থেকে চমৎকার ডিফেন্স করে। কিন্তু হাফ টাইমের এক্সট্রা মিনিটে রিয়াল মাদ্রিদ নিজেদের ডি বক্সের ভিতরে একটি ফাউল করে ফলে আটলান্টা প্রথম অর্ধের ঠিক শেষ মিনিটে একটি পেনাল্টি পায় এবং Charles De Ketelaere পেনাল্টি থেকে গোল করে। ফলে ১-১ গোলে প্রথম অর্ধ শেষ হয়।


1000036166.jpg

1000036175.jpg

স্ক্রিনশটগুলো sportzfy app থেকে নাওয়া।

ব্রেকের পর শুরু হয় দ্বিতীয় অর্ধ এর খেলা। দ্বিতীয় অর্ধের শুরু থেকেই দুই দলে বেশ চমৎকার খেলছিল। তবে আটালান্টা বেশ অ্যাটাকিং খেলছিল দ্বিতীয় হাফে। অতিরিক্ত অ্যাটাকিং খেলার ফলে বেশ কয়েকটি শুট নেয় গোলে কিন্তু গোলের দেখা পায় না অপরদিকে রিয়াল মাদ্রিদ এর হঠাৎ করে করা কাউন্টার অ্যাটাকগুলো ছিল দেখার মত। ম্যাচের ৫৬ তম মিনিটে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে চমৎকার একটি গোল করে ফলে ব্রাজিল আবার এক গোলে ম্যাচ এগিয়ে যায়। ভিনিসিয়াস জুনিয়র গোল করার মাত্র ৩ মিনিট পরে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার বেলিংহাম চমৎকার একটি গোল করে নিজের দলকে জয় এর প্রান্তে নিয়ে যায়। তখন স্কোরলাইন ছিলো রিয়াল মাদ্রিদ-০৩ আটালান্টা-০১।

বেলিংহাম গোল করার মাত্র ছয় মিনিট পর অর্থাৎ ম্যাচের ৬৫ তম মিনিটে আটালান্টার হয়ে গোল করে লোকমান। এই গোলটির মাধ্যমে আটালান্টার আশা বেঁচে উঠেছিল। এই গোলটির পরে আটলান্টা একের পর এক অ্যাটাক করে কিন্তু সেগুলো কখনো রিয়াল মাদ্রিদের গোলকিপার করতোয়া সেইভ দিচ্ছিলো বা কখনো শুটগুলো ছিল অন টার্গেটের বাইরে। ফলে আর গোলের দেখা পায় না আটলান্টা। ৯০ মিনিটের পর ম্যাচের এক্সট্রা টাইমের ৪ তম মিনিট অর্থাৎ শেষ মিনিটে আটলান্টা একটি চমৎকার সুযোগ পায় গোল দেওয়ার কিন্তু তারা সেটি অন টার্গেটের বাইরে মারে ফলে ২-৩ গোলে ম্যাচটি জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে আটলান্টা মোট ২০ টি শ্যুট নেয় যার মধ্যে ৯টি ছিলো অন টার্গেটে। অপরদিকে রিয়াল মাদ্রিদ ১০ টি শ্যুট নেয় তার মধ্যে অন টার্গেটে ছিল ৬ টি। বল ৫৬% আটালান্টার দখলে ছিলো এবং বাকি ৪৪% রিয়াল মাদ্রিদের। এই ম্যাচ জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ এর আশা এখনো বেঁচে রয়েছে। আমিও কাল রাতে চমৎকার একটি ম্যাচ উপভোগ করি। আজকে আবার বার্সেলোনার খেলা রয়েছে। আশা করি আজকে বার্সেলোনা জয়লাভ করবে।

1000036200.jpg

1000036203.jpg

স্ক্রিনশটগুলো sportzfy app থেকে নাওয়া।


আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 12 days ago 

1000036275.jpg

1000036277.jpg

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 12 days ago 

1000036290.jpg

 11 days ago 

আমি রিয়াল মাদ্রিদ ফ‍্যান হলেও কিন্তু বার্সেলোনার ম‍্যাচ দেখি। এই ম‍্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এবং বেশ কঠিন জায়গা থেকে রিয়াল মাদ্রিদ ম‍্যাচটা জিতে এসেছে বলা যায়। সবমিলিয়ে দারুণ একটা ম‍্যাচ ছিল। প্রতিপক্ষ দল শেষ দিকে রিয়াল মাদ্রিদ কে অবশ‍্য বেশ চাপে রেখেছিল।

 9 days ago 

আপনি ঠিক বলেছেন রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95470.30
ETH 3313.37
USDT 1.00
SBD 3.15