আমার করা কিছু ফটোগ্রাফি ||

in আমার বাংলা ব্লগlast month
রেনডম ছবি নিয়ে একটি অ্যালবাম 🦊

হ্যালো, আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরেকটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার করা কিছু ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ফটোগ্রাফিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG20250115165524 (1).jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটিতে আমরা দেখতে পারছি পড়ন্ত বিকেলের পড়ন্ত সূর্য। ইউনিভার্সিটিতে আমার ক্লাস থাকে বিকেল ৪'৩০ পর্যন্ত। ক্লাস শেষ করে যখন আমি বাসায় ফিরছিলাম তখন সূর্য একদম অস্ত যাওয়ার মতো অবস্থায় চলে এসেছিলো। এরকম গোধূলি বেলার সূর্য এর ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যখনি পড়ন্ত বিকেলের সূর্য দেখতে পারি তখনি এটির ফটোগ্রাফি করে নাওয়ার চেষ্টা করি। আপনারা যেই ফটোগ্রাফিটি দেখতে পারছেন পড়ন্ত সূর্য এর সাথে এখানে আকাশটি ও চমৎকার লাগছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG20250115163145.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি তুলেছিলাম ইউনিভার্সিটি এর গ্যালারি থেকে। ক্লাস ব্রেক এর সময় আমি ও আমার বন্ধুরা মিলে ইউনিভার্সিটির গ্যালারিতে বসে আড্ডা দিচ্ছিলাম। তখনি ইউনিভার্সিটি এর গ্যালারি থেকে মসজিদে আল মুস্তাফার সাথে নীল আকাশের এই ফটোগ্রাফিটি ক্যামেরাবন্দী করে নিই। যেখানে নীল আকাশের সাথে মসজিদটি অসম্ভব সুন্দর লাগছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20250124_162740.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি করেছিলাম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি ফেইস্ট ২০২৫ এ। ফেইস্ট উপলক্ষে ইউনিভার্সিটিতে দুইদিন কনসার্ট ছিল, এরই মাঝে প্রথম দিনের কনসার্টে বাংলাদেশের বেশ জনপ্রিয় একটি ব্যান্ড কার্নিভাল এসেছিল। এই ফটোগ্রাফিটিতে আমি কার্নিভাল ব্যান্ড এর ফোকালিস্টের ফটোগ্রাফি করেছি ব্যান্ডের পারফরমেন্সের সময়।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG20250119162932.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এই ফটোগ্রাফিটি আমি তুলেছিলাম ইউনিভার্সিটি মাঠ থেকে। ক্লাস বিরতিতে আমিও আমার বন্ধুরা মিলে ইউনিভার্সিটি মাঠে হাটাহাটি করি। মাঠে হাঁটাহাঁটি করার সময় ইউনিভার্সিটির বিল্ডিং এর এই ফটোগ্রাফিটি ক্যামেরা বন্দী করে নিয়েছি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর বিল্ডিংটির আর্কিটেকচারাল ভিউ আমার কাছে ভালো লাগে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG20250118172506_BURST000_COVER.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location


এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হওয়া কনসার্টের স্টেজ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসসি ফেইস্ট ২০২৫ এর দ্বিতীয় দিনের কনসার্ট এর স্টেজ ছিল এটি। আমিও আমার বন্ধুরা বিকেলে ইউনিভার্সিটিতে যাই৷ সেখানে ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত হওয়া কনসার্টের এই এস টি সি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করে নেই। আপনারা দেখতে পারছেন স্টেজের চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘেড়া রয়েছে।

siam 2.png

ফোটোগ্রাফি 📸নং:--৬

IMG20250115165408.jpg

Device : Oneplus 9R

What's 3 Word Location

এই ফটোগ্রাফিটি আমি পড়ন্ত বিকেলে করেছিলাম। পড়ন্ত বিকেলের ফটোগ্রাফি করতে আমার বেশ ভালো লাগে। আমি যখনই পড়ন্ত সূর্য দেখি তখনই সেটি ক্যামেরা বন্দি করার চেষ্টা করি। ফটোগ্রাফি দিতে আমরা দেখতে পারছি পড়ন্ত বিকেলের সূর্য তার সাথে আকাশে উড্ডায়মান বিমান। পড়ন্ত সূর্যের সাথে আকাশ ও উদায়মান বিমানটির ফটোগ্রাফি একসাথে ক্যামেরা বন্দী করতেই এই ছবিটি তুলেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: ফোটোগ্রাফি 📸

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 last month 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ছবিগুলির পিছনে নীল আকাশ থাকাতে ছবিগুলি দেখতে অনেক অসাধারণ লাগতেছে। যেকোনো প্রাকৃতিক দৃশ্যের পিছনে নীল আকাশ থাকলে তখন ওই ছবিটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

বাহ্ ভাইয়া আপনি দেখছি চমৎকার চমৎকার বেশ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি সত্যিই অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম ও শেষ ফটোগ্রাফি দুই আমার কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ করার জন্য।

 last month 

1000045810.jpg

1000045812.jpg

1000045814.jpg

 last month 

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। কোনটা ছেড়ে যে কোনটা ভালো বলবো কিছুই বুজতেছি না আমি। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি অসাধারণ হয়েছে। প্রথম ফটোগ্ৰাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last month 

আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি ভালো লেগেছে। পড়ন্ত বিকালের ফটোগ্রাফি সুন্দর হয়েছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি ক্লিয়ার হয়েছে বলে দেখতে বেশি ভালো লেগেছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও করেছেন। ধন্যবাদ এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last month 

আসলে আমি যখনই আপনার প্রায় ফটোগ্রাফি গুলো দেখতে পাই তখন কিন্তু আপনি আপনার কলেজের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেন। আসলে আমার মনে হয় যে আপনার বেশিরভাগ সময়টা এই কলেজে পার করেন। যাই হোক পরবর্তীতে অন্য নতুন ধরনের কিছু ফটোগ্রাফি দেখতে পারব।

 last month 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই সুন্দরময় ফটোগ্রাফি ও বর্ণনা পড়ে আমার অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 29 days ago 

আজকে আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু ভাইয়া ফটোগ্রাফি করলে প্রায় সময় কলেজের ফটোগ্রাফি শেয়ার করেন। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি বেশ চমৎকার হয়েছে। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।

 28 days ago 

আকাশ এবং সূর্যের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর ছিল। দারুণ ধারণ করেছেন ঐ ফটোগ্রাফি গুলো। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ ছিল। সিএসই ফেস্টে আপনার ইউনিভার্সিটি তে বেশ ভালো একটা মিউজিক ব্রান্ড এসেছিল দেখছি। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96170.07
ETH 2806.40
SBD 0.67