অনেকদিন পর ব্যাটমিন্টন খেলার অনুভূতি ||

in আমার বাংলা ব্লগ6 days ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শীতের রাতে ব্যাটমিন্টন খেলার অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। আমাদের অনেকেরই প্রিয় খেলা হচ্ছে ব্যাটমিন্টন। আমি নীলফামারী এসেছি গত ২৪ শে ডিসেম্বর। নীলফামারীতে এসে বন্ধুদের সাথে রাতে ব্যাটমিন্টন খেলার অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG20241224201804.jpg

ঢাকায় থাকাকালীন ব্যাটমিন্টন খেলা সম্ভব হয়ে উঠে না কারণ ঢাকায় এতো জায়গা নেই আর ঢাকায় রাতে একা বাইরে থাকাও বর্তমানে সেইফ না। তবে গত ২৪শে ডিসেম্বর বাসায় আসার পর আমার নীলফামারীতে থাকা বন্ধুরা আমাকে ব্যাটমিন্টন খেলতে আসতে বলে। আমি বাসায় ফেরার পরেরদিন তাদের সাথে ব্যাটমিন্টন খেলতে যাই। বলে রাখি ব্যাটমিন্টন আমার অনেক প্রিয় খেলা তাই সুযোগ পেলে ব্যাটমিন্টন খেলা কখনো মিস করিনা৷ যেখানে ব্যাটমিন্টন খেলতে ডেকেছিলো সেখান থেকে আমার বাসা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের রাস্তা তাই সেরকম সমস্যা হয়না রাতে গিয়ে খেলতে। আমিও প্রায় ৩ বছর পর ব্যাটমিন্টন খেলবো এটি ভেবেই অনেক ভালো লাগছিলো আমাকে।

আমি ২৫ শে ডিসেম্বর রাত ৮ টার দিকে খেলতে যাই। সেখানে আমারই সব বন্ধুবান্ধব খেলে। আমি যেয়ে কয়েকটা ম্যাচ খেলি তাদের সাথে। প্রায় ৩ বছর পরে এরকমভাবে ম্যাচ খেললাম। প্রথমদিকে একটু সমস্যা হচ্ছিলো কিন্তু পরে মানিয়ে নিয়েছিলাম। প্রতি কোর্টে ২ জন করে মোট ৪ জন মিলে ইন্টারন্যাশনাল নিয়মে ২ টি ম্যাচ খেলি এরপর ম্যাচ শেষ হলে অন্য ৪ জন এভাবে ২ টি ম্যাচ খেলে। এভাবেই আমি বেশ কয়েকটি ম্যাচ খেলি। আমি আগে অনেক ব্যাটমিন্টন খেলতাম নীলফামারীতে থাকাকালীন কিন্তু ঢাকায় যেয়ে আর সেরকম সুযোগ হয়ে ওঠে নি।


IMG20241224202203.jpg

কয়েকটি ম্যাচ খেলতে খেলতে প্রায় রাত ১১ টা বেজে গিয়েছিলো। আর এইদিকে রাতে অনেক বেশি ঠান্ডা পরে সবমিলিয়ে প্রথম দিন এখানে এসে ব্যাটমিন্টন খেলা আমি অনেক বেশি উপভোগ করি। কয়েকটি ম্যাচ খেলার পরে আমি কিছুক্ষণ বসে রেস্ট করি। এরপর রাত ১১ টার পরে খেলা বন্ধ হয়। সবাই মিলে সবকিছু গোছগাছ করে যে যার বাসার দিকে যেতে থাকে। আমি সেখান থেকে একটি রিক্সা করে বাসায় ফিরে আসি।

এই ছিলো আমার এখানে প্রথমদিনের ব্যাটমিন্টন খেলার অনুভূতি। অনেকদিন পরে ব্যাটমিন্টন খেলার ফলে হাত ও পায়ের বিভিন্ন জায়গায় ব্যাথা অনুভব করছিলাম তবে পরে কয়েকদিন টানা খেলার পরে এই ব্যাথা আর থাকবে না। সবমিলিয়ে এতোদিন পর ব্যাটমিন্টন খেলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG20241224202156.jpg

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 6 days ago 

Screenshot_2024-12-27-23-15-34-41_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-27-23-17-21-97_6604d2525654b46e33aa2968a0a78870.jpg

Screenshot_2024-12-27-23-20-48-81_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

শীতের সময় ব্যাডমিন্টন খেলার মজাই আলাদা ।এই অনুভূতিটাই অন্যরকম যেহেতু আপনি প্রথম খেলেছেন যেটা শীতকে তাড়ানোর দারুন উপায় ।আমিও অনেকবার খেলেছি ব্যাডমিন্টন। আপনার অনুভূতি পড়ে খুবই ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

আপনার মতই প্রত্যেকের জীবনে শৈশবের সুমধুর স্মৃতি রয়েছে। যা কর্মের তাগিদে এখন কেবলমাত্র স্মৃতির পাতায় লুকিয়ে আছে। যাইহোক তিন বছর পর পুনরায় আপনার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলার দারুন অনুভূতি শেয়ার করেছেন। যদিও বা বর্তমান সময়ে ঢাকায় আছেন। বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলার অনুভূতির একাংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 5 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 98535.63
ETH 3620.18
SBD 1.60