যমুনা ফিউচার পার্কে ভাইয়ার বিয়ের শপিং ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে বড় ভাইয়ের বিয়ের শপিং নিয়ে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গতকাল আমি, ভাইয়া ও আম্মু মিলে ভাইয়ার বিয়ের শপিং করতে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। যমুনা ফিউচার পার্কে করতে যাওয়া বিয়ের শপিং এর অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।
আমরা গতকাল দুপুরের খাওয়া করে যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রওনা দেই। আমাদের ফ্লাটটি নতুনবাজারের সায়েদনগরে। আমরা সায়েদনগর থেকে রিক্সা করে প্রথমে বসুন্ধরা এপোল্ক গেইটে যাই। ১০ মিনিটের মধ্যেই আমরা সায়েদনগর থেকে এপোলো গেইট এ পৌঁছাই। আবার এপোলো গেইট থেকে রিক্সা করে আমরা যমুনা ফিউচার পার্কে যাই। যমুনা ফিউচার পার্কের বসুন্ধরা রোডে আবু সাঈদ গেট দিয়ে আমরা যমুনা ফিউচার পার্কের ভেতরে প্রবেশ করি। আমি এর আগে অনেকবার এসেছিলাম যমুনা ফিউচার পার্কে কিন্তু এবার বড় ভাইয়ের বিয়ের শপিং করতে এসে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা যমুনা ফিউচার পার্কে প্রবেশ করি প্রথমেই আমরা বিভিন্ন দোকান ঘুরে দেখতে থাকি। ফর্মাল শার্ট প্যান্ট কেনার জন্য ইনফিনিটি, টপ টেন সহ বেশ কয়েকটি শোরুমে ঘুরে দেখি।
বিয়ের শপিং করতে আম্মু ও ভাইয়ের সাথে যমুনা ফিউচার পার্কে এসে আমার অনেক ভালো লাগছিল। বেশ কিছু শোরুম দেখার পরে আমরা রিচ ম্যান শো রুমে যাই । সেখানে গিয়ে ফরমাল শার্ট দেখি,ও আমি একটি প্রিন্টের শার্ট কিনি। ভাইয়ের জন্য ফরমাল দুইটি শার্ট ও ফরমাল এর একটি প্যান্ট কেনা হয়। এরপর আরো একটি গেবাডিং প্যান্ট ভাইয়ার জন্য কেনা হয়। শার্ট প্যান্ট কেনা শেষ হলে আমরা সবাই পাঞ্জাবি দেখতে থাকি ভাইয়ার হলুদের জন্য। হলুদের পাঞ্জাবি তাই সবাই খুব ভালোভাবেই দেখাশোনা করছিল। একটি পাঞ্জাবী পছন্দ হলে সেটি আবার সাইজে হয় না। তাই আমরা আবার পাঞ্জাবি দেখা শুরু করি।
এরপর একটি পাঞ্জাবি আমাদের সবার পছন্দ হয়। এটি ছিলো পাঞ্জাবি সেট। পাঞ্জাবির সাথে ম্যাচিং করে পায়জামা ও চমৎকার একটি কোটি। এটি প্রথমে ট্রায়াল দিয়ে দেখে ভাইয়া যা গায়ে অসম্ভব সুন্দর লাগছিলো।আমাদের সবার এই পাঞ্জাবি সেটটি অসম্ভব ভালো লাগে। তাই এই পাঞ্জাবি সেটটি নিয়ে নিই। এরপরে ব্লেজার এর সাথে ম্যাচিং করে টাই, টাই পিন কিনি। এরপর প্যান্টের বেল্ট, সেন্ড্রো গেঞ্জি ও একটি মানি ব্যাগ কেনা হয়। টোটাল ১২ থেকে ১৫ টি আইটেম কালকে আমরা শপিং করি। এবং বাকি জুতা শেরওয়ানি অন্য একদিন শপিং করব বলে ভাবি।
এরপর আমরা শপিং মল থেকে বের হয়ে বসুন্ধারায় একটি পিঠার দোকানে যাই। সেখানে নানা ধরনের পিঠা পাওয়া যায়। আমি একটি পাটিসাপটা পিঠা খাই, আমরা সবাই নিজেদের নিজেদের পছন্দের পিঠা অর্ডার করি। খাওয়া-দাওয়া শেষে রোডের সামনে থেকে একটি রিক্সা নিয়ে আবার ও এপোলো গেইট যাই। এরপর এপোলো গেইট থেকে আরেকটি রিক্সা নিয়ে নতুন বাজার সায়েদনগরে যাই। এই ছিল মোটামুটি আমাদের কালকের শপিং। আশা করি আপনাদের ভাল লেগেছে।
আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বড় ভাইয়ের জন্য তো অনেক কিছু জিনিসপত্র কিনে ফেলেছ। এমন সকলে সুন্দর করে জিনিসপত্র কেনাকাটি করতে গেছো দেখে খুব ভালো লাগছে। সামনেই বিয়ে। সবকিছু খুব সুন্দর করে মিটুক সেই প্রার্থনাই করি। একটি বড় অনুষ্ঠান অপেক্ষা করে আছে তোমাদের জন্য। আশা করি সবকিছু খুব সুন্দর ভাবে এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে।
ভাইয়ের বিয়ে উপলক্ষে আপনারা অনেক কেনাকাটা করেছেন। আপনাদের কেনাকাটার বিষয়গুলো জানতে পেরে খুবই ভালো লাগলো। এর আগে আপনার আম্মুর পোস্টে আমি লক্ষ্য করলাম। খুব সুন্দর একটি পোস্ট করেছেন উনি। মন থেকে দোয়া করি আপনাদের ফ্যামিলির জন্য। যেন আপনার আম্মু বৌমাকে পেয়ে অনেক সুখী হতে পারেন।
বেশ ভালো একটি শপিং মল থেকে বিয়ের কেনাকাটা করলেন। ভাইয়ের বিয়ে বলে কথা অনেক ভালো লাগার বিষয়। বিস্তারিত পড়ে বুঝতে পেরেছি আপনার অনুভূতিগুলো। দিনতো কাছে আসলো বিয়ের দিন খুব কাছাকাছি চলে আসতেছে। সবাই আনন্দ করুন সবাই ভালো থাকুন একসাথে দোয়া রইলো।
যমুনা ফিউচার পার্কে ভাইয়ার বিয়ের শপিং করেছেন দেখে বেশ ভালো লাগলো। দেখতে দেখতে বিশ তারিখ পেরিয়ে গেলো।আমি লেভেল ফাইভ এর ভাইবা দেওয়ার সময় শুনেছিলাম যে আপনার ভাইয়ার বিয়ে বিশ তারিখ। যাইহোক আপনার ভাইয়ার জন্য দোয়া ও শুভকামনা রইলো। ভাইয়া যেন উনার বউকে নিয়ে সুখে শান্তিতে থাকে এ কামনা করি।
ভাইয়ের বিয়ের কেনাকাটা উপলক্ষে যমুনা ফিউচার পার্ক থেকে অনেক কিছু কিনেছেন। আপনার ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা রইল। দোয়া থাকবে সবার জন্য যেন অনেক আনন্দ উৎসবের মধ্য দিয়ে বিয়ের আয়োজনটা সম্পন্ন করতে পারেন।