You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং || উন্নত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, অবনতি হচ্ছে শিক্ষার
আপনি ঠিকই বলেছেন ভাই বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো যতটা চকচকে তার লেখাপড়ার মান ততটাই সাদাসিদে। আমরা যখন স্কুলে যেতাম টিচাররা ক্লাসে ঢুকলে ভয়ে কাঁপুনি শুরু হয়ে যেত আর এখন দেখি শিক্ষকদের সাথে ছাত্রছাত্রীদের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছে মনে হচ্ছে তারা বন্ধু। আর আপনি যে গল্পটা শোনালেন যে পড়াগুলো আপনারা পারলেন না সেগুলো আপনার নানী বলে দিল আসলে সে সময়ে লেখাপড়ার একটা মান ছিল যে মানটা এখন একেবারেই নাই আমাদের সময়ও আমরা লেখাপড়া না করে ক্লাসে ঢুকতাম না। আমার মনে হয় যতদিন যাবে এখন থেকেই যদি এ ব্যাপারে সতর্ক না হওয়া হয় তাহলে আমাদের কোমলমতি ছেলে মেয়েরা লেখাপড়ার নামে ফাজলামো আর অশিক্ষা কুশিক্ষা ছাড়া কিছুই শিখতে পারবে না।
হ্যাঁ একদম ঠিক তাই আমাদের সজাগ হতে হবে