জাম্বুরা খুবই মজাদার একটি টপ ফল। জাম্বুরা এমনিতেও খেতে খুব মজা লাগে ।অনেক জাম্বুরা আছে খালি খাওয়া যায় কারণ সেগুলো অনেক মিষ্টি হয় আপনি, আপনি যেভাবে জাম্বুরা মাখা রেসিপি করেছেন সেটা আমি আগে কখনো দেখিনি ।আমাদের দেশের সাধারণত লবণ, মরিচ দিয়ে জাম্বুরা মেখে থাকে। পোস্টে দেখে যা বোঝা যাচ্ছে তাতে মনে হচ্ছে আপনার জাম্বুরা মাখা অনেক সুস্বাদু হয়েছে।
ঠিক বলেছেন অনেক জাম্বুরা লাল টসটসে ও মিষ্টি হয়ে থাকে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।