You are viewing a single comment's thread from:

RE: একাকী সময়

in আমার বাংলা ব্লগ9 months ago

ভাইয়া আপনি যে শহরে জীবনের কথা আপনার এই পোস্টে তুলে ধরেছেন তা শুধু আপনার একার জন্য নয়। এ শহরে যেই বাস করুক না কেন সবার একই অবস্থা, চার দেয়ালের ভিতরে আমরা সবাই আবদ্ধ। এখানে চাইলেও আমরা ইচ্ছামত ঘুরতে পারি না, খেলতে পারি না, কারো সাথে হাসতে পারি না, কথা বলতে পারি না ইত্যাদি। তবে আমাদের বিষয়টা মেনে নেয়া গেলেও ছোট বাচ্চাদের বিষয়গুলো একেবারেই মেনে নেওয়া যায় না। ছোট বাচ্চাদের একাকিত্বের অনুভূতিটা আসলে অনেক কষ্টের যেটা আমরা বাবা-মা হয়ে বুঝতে পারি কিন্তু কিছু করার থাকে না। তারপরেও এভাবেই হয়তো বা আমাদের জীবন কাটিয়ে দিতে হয় ।আপনার বাবু শোয়া থেকে উঠে কখন গিয়ে জানালায় দাঁড়িয়ে টাপুর টুপুর বৃষ্টির শব্দ এবং বৃষ্টি দেখছে । ও আসলে বাহিরের প্রকৃতিটাকে অবলোকন করতে চায় । ধন্যবাদ ভাইয়া।

Sort:  
 9 months ago 

ধন্যবাদ ভাই, আমার অনুভূতি বুঝতে পারার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 79343.81
ETH 1513.09
USDT 1.00
SBD 0.81