You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৪৩

in আমার বাংলা ব্লগ2 years ago

ওগো প্রিয়তমা,
তুমি কি আমায় ভালোবাসো না?
তোমার জন্য এনেছি ও-গো
বেলি ফুলের মালা,
নিয়ে ভাবি কত ভাবি
তুমি কি বুঝ না।

গোলাপের জায়গায় জবা দিয়ে
করছিলাম তোমায় প্রপোজ,
তাই বুঝি তুমি বেজায় নারাজ
চুপ-টি করে আছো।

ভালোবাসো বলেই আমি তোমায়
দিয়েছি বেলি ফুলের মালা,
যদি তুমি তা ফিরিয়ে দাও সখি
বেড়ে যায় এ মনের জ্বালা।।

হয়তো আমি ভুল করে সখি
এনেছি জবা ফুল,
এইবার না হয় ক্ষমা কর লক্ষ্মীটি
আর হবে না এমন ভুল।।

Sort:  
 2 years ago 

বাহ আপনার কবিতাটাও তো অসাধারণ হয়েছে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66