You are viewing a single comment's thread from:
RE: এ.বি.বি স্কুলের - Verified Member লেভেল অর্জন [ব্যাচ নং -২০, ২১ , ২২ ]
আজ আনন্দ লাগছে আবার কষ্ট ও লাগছে । কারণ আমার বাংলা ব্লগের শুরু থেকেই এ বি বি স্কুলের সাথে ছিলাম। আজ এ বি বি স্কুল আমাদের বিদায় দিয়েছে, যেটা আসলেই মেনে নিতে কষ্ট হচ্ছে। তার পর মেনে নিতে হবে। তবে এ বি বি স্কুলের প্রতিটি শিক্ষা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ্। এ বি বি স্কুলের সাহায্য নিয়েই এতটা পথ আসা। কৃতজ্ঞ এ বি বি স্কুলের প্রতি।