আমার আজকের পোস্ট // দুনিয়াতে টাকাই কি সব?

in আমার বাংলা ব্লগ9 months ago

আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রহমানির রহিম।

কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি ও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজ আবার নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার আজকের পোস্টটি কিছুটা ভিন্ন ধরনের। আশা করি সবার ভালো লাগবে।

বন্ধুরা এই দুনিয়াতে চলতে গেলে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো অর্থ বা টাকা। কিন্তু সেই অর্থ বা টাকার জন্য কি আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে। আমি দেখেছি আমার এমন পরিচিত অনেকেই আছে যারা বাংলাদেশে বসে মাসে ৩০-৪০ হাজার টাকা আয় করতেন। কিন্তু এই টাকায় ও তাদের হইতো না, যার কারণে তারা তাদের নিজেদের অর্থ-সম্পদ বা বাপ দাদার শেষ সম্বলটুকু বিক্রি করে ইউরোপের দেশ ইতালি বা অন্যান্য দেশে পাড়ি জমিয়েছে।

image.png

Copyright free image source:pixels

এবার আসা যাক আসল কথায় আমার ছোট খালা গত শনিবার ইন্তেকাল করেছেন। তার পাঁচটা ছেলে তার মধ্যে চারটি ছেলেই ইতালিতে থাকে। শুধু মাত্র বড় ছেলে দেশে থাকে। ছেলেরা অনেক টাকা ইনকাম করে চার ছেলে প্রতি মাসে প্রায় চার লক্ষ্য টাকার উপরে আয় করে। ছোট ছেলেটা আজ প্রায় দেড় বছর যাবত নিখোঁজ। এই যে আমার খালা মারা গেলেন সেখানে শুধু মাত্র বাড়িতে থাকা বড় ছেলেটাই মায়ের মুখটা দেখতে পেলেন, বাকি ছেলেরা মায়ের মুখ দেখার সুযোগ পেলেন না বা মা ও ইচ্ছে থাকা সত্বে ছেলেদের মৃত্যুর আগে ছেলেদের মুখ দেখে যেতে পারলো না।

আমি যতটুকু জানি আমার খালু মারা যাওয়ার সময় ও তিন ছেলে তার মুখ দেখতে পারে নাই। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে বাবা-মা আমাদের এই দুনিয়ার আলো দেখালেন বা যাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামীন আমাদের এই দুনিয়ার আলো দেখালেন সেই বাবা মায়ের মৃত্যু মুখ যদি আমরা দেখতে না পারি তাহলে আমার মনে হয় জীবনের অনেক বড় অপূর্ণতা রয়ে গেলো, বাবা-মায়ের ক্ষেত্রে ও একই রকম একটা না পাওয়া বা না দেখার আফসোস রয়ে গেলো। কারণ আমার মনে হয় সব বাবা-মা ই চায় মৃত্যুকালে অন্ততঃ তার সন্তানেরা পাশে থাকুক ।

আমরা হলেও তাই চটাইতাম। এখন আমি যেটা মনে করি সেটা হলো আমাদের সবার জীবনেই টাকার দরকার আছে, তবে সেই টাকার জন্যে কি আমরা মা-বাবা ভাই-বোন সব ছেড়ে বিদেশে চলে যাবো? আমরা হয়তো জীবনে কম বেশি টাকা সবাই আয় করতে পারবো কিন্তু মৃত্যু কালে বাবা-মাকে না দেখার এই অপূর্ণতা সেটা কি কোনদিন ও পূরণ হবে..?

বন্ধুরা, এই ছিলো আমার আজকের পোস্টটি আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো কিছু মন্তব্য করে আপনাদের মুল্যবান মতামত জানিয়ে দিবেন। আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiSjT9BmwJBsKJbhx8Rwj6aVBTV5MBiCzHEfK5BmYrVwTrr8qtvg6Z9bCViGY...LyvdwPJP488LAQFyAZuya4kJ8ahZ5cMeXhjBxGMUbvCkbFcLreQrZc9Gj7oyhjfAoXEGhk2oRXnsdoxTukJZiTJzWAuZ2ixAZJZftAVkozHqndcdvsqy4BHVVY.png

আমি আজিজুল মিয়াঁ, আমার গ্রামের বাড়ি মাদারীপুর। আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স শেষ করে বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। লিখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি ছোট বেলা থেকেই কম-বেশি লেখা-লেখি করতাম। লেখা-লেখির পাশা-পাশি আমি ঘুরতে এবং খেলা-ধুলা করতে অনেক পছন্দ করি। সময় পেলেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হই। অতিরিক্ত কথা বলা এবং মিথ্যা কথা বলা আমি সবচেয়ে বেশি অপছন্দ করি।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFa6PCA5PqBjf3814AomaBNh1sjAhGurcrbXNutXLYaLc5W7C7iWHwYRZUdeG...WGm8395pPJ5ZzZK8THWPqVK9d2S1GubN3KFmMuzpzgMZ43oggvLaDWozrYcR8sK1sVEbDaVoizynf8Km678okenWWShswb5rkccJutNk4ECBVp4KiCGXwedruC.png

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAM3QQ7FR6kib75sNWjeyY2KuEUDi8sz6bqHr6btS4ZpMjd6ZzLZfSH89YMHKJv...3fzs3sFLFAqLELDokXmVgfJ6YVr36Qp4638DGsHpuyWTc5MpwFu6c7wPYBdkH2rWxh2Ga7BCLPL77Z7xxfhZoshrNvtpGsWzLs2U3qCa94pcxDkP5iJQ32gXxJ.png

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaE82pVbSeSRDwGwmwS6ZeUQP9pFNrFLbT4VzSCda2gnv1GJ9WwWns32xTfSaY...BpX9Edn8Wydi9cHhsMusgC8fAWDsSPmRZSTNKodnki6hi9yMKwtdjNwgrTWtL371U7U4FvMXuaDxGP5inAsXCk7QrSn6tpBhdCUivAPXTHx53b6Ln3LSyqimA6.png

Sort:  
 9 months ago 

এখানে ভাই দুইটা জিনিসই দরকার রয়েছে। পৃথিবীর বুকে ভালো জীবন যাত্রা যেন টাকা অপরিহার্য। আবার পিতা মাতা ও সন্তানের কাছে মূল্যবান। যেমন টাকা ছাড়া পড়ি পৃথিবীতে এক পাউ চলতে পারবেন না। তেমনি বাবা-মায়ের ভালোবাসার সাথে টাকা কেউ মূল্যায়ন করা যায় না। এরকম ছেলে অনেক রয়েছে যারা দেশের বাইরে আছে বাবা-মা মারা যাচ্ছে তাদের মুখ দেখতে পারে না। আর এটাই হল নিয়তির খেলা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

মনে দিয়ে পড়ার এবং বোঝার চেষ্টা করলাম আপনার পোস্টি। আমার কিন্তু মনে হয় টাকাই সব। টাকা ছাড়া তো আর দুনিয়াতে চলা যায় না। আর মানুষ কিন্তু সখ করে বাহিরে যায় না। বাস্তবতার কাছে আবেগ অনেক অসহায়। বেশ ভালোই তো লিখেছেন ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56577.01
ETH 2981.05
USDT 1.00
SBD 2.14