পরিচিতি মুলক পোষ্ট (আজিজুল মিয়া)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG_20220522_162817_042.jpg

IMG_20220522_162237_041.jpg

IMG_20220522_162028_685.jpg

IMG_20220522_162026_711.jpg

IMG_20220522_162023_096.jpg

IMG_20220522_162004_162.jpg

আমি আজিজুল মিয়া, ঢাকা বিভাগের দক্ষিনাঞ্চলের বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলাধীন মাদারিপুর থানার প্রত্যন্ত এক গ্রামে আমার জন্ম। আমরা তিন ভাই, তিন বোন, ভাই বোনদের মধ্যে আমিই সবার ছোট, আমার বাবা বেচে নেই, ছয় মাস বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি। বোনদের বিয়ে দিয়ে দিয়েছি,বড় ভাই সংসারি করেন এবং মেঝ ভাই ঢাকাতে ব্যবসা করেন। মাদারিপুরেই আমার বেড়ে ওঠা এবং স্থানীয় একটি প্রাইমেরী স্কুল থেকেই আমার শিক্ষাজীবন শুরু, আমি মিঠাপুর এল এন উচ্চ বিদ্যালয় থেকে ২০০০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি পাস করি এবং সরকারী নাজিমউদ্দিন কলেজ (মাদারীপুর) থেকে ২০০২ সালে মানবিক বিভাগ থেকে এইচ এস সি পাশ করি। ২০১০ সালে আমি জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে আমি বাংলা বিভাগ থেকে চার বছর মেয়াদী অনার্স সহ মাস্টার্স শেষ করি। বর্তমানে আমি ঢাকাতে একটি বেসরকারী কোম্পপানীতে ম্যানেজার পদে কর্মরত আছি। ছোট বেলা থেকেই লেখা লেখির প্রতি আমার খুব আগ্রহ ছিলো, সেই সুবাদেই যখনই সম্য় পেতাম তখনই বিভিন্ন ছড়া, গান, কবিতা, উপন্যাস ছোট গল্প লেখার চেষ্টা করতাম এবং লিখতাম ও বটে। কিন্তু লেখাগুলি প্রচার এবং প্রসার করার মতো কোন মাধ্যম ছিলো না বলে সেগুলো বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকতো কিন্তু চেষ্টা ছিলো সেগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ায়, তারই ধারাবাহিকতায় কোন এক মাধ্যম থেকে আমার বাংলা ব্লগ প্লাটফর্মটি পেয়ে যাই এবং এই প্লাটফর্ম এর মাধ্যমেই আমার লেখা কোন মাধ্যমে প্রকাশ করার সুযোগ পাই। যদিও সেটা ইংরেজি দিয়ে শুরু হয়। কিন্ত পরবর্তীতে দেখি Steemit.com এ আমার প্রানের ভাষা, মায়ের ভাষা বাংলা ব্যাবহার করে লেখার মতো একটি কমিউনিটি খোলা হয়, যার নাম দেওয়া হয় আমার বাংলা ব্লগ । আজ মি এই ব্লগটি পেয়ে অনেক খুশি এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি যদি আমাকে তাদের কমিউনিটিতে আমার লেখা পোষ্ট করার অনুমতি দেয় তাহলে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে চিরকৃতজ্ঞ থাকব। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি আমাকে তাদের সাথে কাজ করার সুযোগ দিবে এবং আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমার লেখাকে পোষ্ট করার জন্য বিনীত আবেদন জানাচ্ছি। নিন্মে আমার পরিচয় তুলে ধরা হলঃ#

নামঃ আজিজুল মিয়া
বাবার নামঃ মোঃ হাবিবুর রহমান
মাতার নামঃ আনোয়ারা বেগম
গ্রামঃ দক্ষিনবিরাঙ্গুল
পোষ্টঃ বল্লভদী
থানাঃ মাদারীপুর
জেলাঃ মাদারীপুর
জাতীয়তাঃ বাংলাদেশি
ধর্মঃ ইসলাম
বৈবাহিক অবস্থাঃ বিবাহিত
শিক্ষাগত যোগ্যতাঃ এম এ পাশ
মোবাইলঃ ০১৯১০০৪৫৪৮৭
মেইলঃ [email protected]

Sort:  
 3 years ago 

আপনার পরিচিতি পর্ব থেকে আপনার সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। আশা করি আপনি কমিউনিটির সব নিয়ম কানুন মেনে চলবে। আপনাত সাফল্য কামনা করছি ভাই।

@sikakon

 3 years ago 

ধন্যবাদ

 3 years ago 

আপনার পরিচয় সম্পর্কে জেনে ভালো লাগলো। তবে আপনি কার রেফাররে এখানে এসেছেন সেটা উল্লেখ করেননি। যাইহোক কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করে।

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে সু স্বাগতম জানাচ্ছি। সেই সাথে আপনার পরিচিত পোস্টে আপনার সম্পর্কে বিস্তারিত জানলাম খুবই ভালো লাগলো। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনি স্বাচ্ছন্দে ভাবে কাজ করে যেতে পারবেন। এবং আমাদেরকে খুব সুন্দর ইউনিক পোস্ট উপহার দিবেন। ভাই হিসেবে একটা কথা বলব, আপনি দয়া করে আপনার পোষ্টের প্রথম ছবিটা এডিট করে আবার ভালো করে ঠিক করে নিবেন। কারণ আপনার লেখাগুলো কোন ভাবেই বোঝা যাচ্ছে না। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে স্বাগতম জানাচ্ছি। আপনার পরিচয় পর্ব জেনে খুবই ভালো লাগলো আশা করি আপনি এই কমিউনিটির সকল নিয়ম মেনে চলবেন।

 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটি তে আপনাকে স্বাগতম। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল গাইডলাইন মেনে চলবেন। আবার এবিবি স্কুলের ক্লাস গুলো মনোযোগ দিয়ে করবেন ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দরভাবে আপনার পরিচিতিমুলক পোস্ট উপস্থাপন করেছেন।

তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় জানিয়ে দেয়া হবে discord এর মাধ্যমে।
👇
Discord link: https://discord.gg/5aYe6e6nMW
আরও কিছু জানতে ফলো করুন। 👇

https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

 3 years ago 

আমি কি এখন আমার বাংলা ব্লগ এ পোষ্ট করতে পারব?

 3 years ago 

স্বাগতম আমার বাংলা ব্লগ কমিউনিটি তে। আশা করি সকল রুলস মেনে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনি কি আমার বাংলা ব্লগ কমিউনিটির মেম্বার হতে ইচ্ছুক??? তবে
আপনার জন্যে একটি সুখবর রয়েছে !!!

আজ ২৭/০৫/২০২২ থেকে আগামী ০২/০৬/২০২২ তারিখ পর্যন্ত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে নতুন মেম্বার নেয়া চালু থাকবে। যদি আপনি আমাদের কমিউনিটিতে কাজ করতে আগ্রহী হোন তাহলে এই সময়ের ভেতর কমিউনিটির সকল নিয়মকানুন মেনে পরিচিতিমূলক পোস্ট করতে পারেন।

পরিচিতিমূলক পোস্ট করার নিয়ম জানতে ফলো করুন !!
Link: https://steemit.com/hive-129948/@rme/4pwnok

ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আমার পোষ্ট কি নিয়মানুযায়ী হয়নি.? আমি এখন কি করতে পারি?

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67